User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দেখে অবাক হলাম খুব। ফেসবুক থেকে!!!! Book Summary টা পড়ে ভালো লেগেছে। ঢাকার বাইরে থাকি। তাই খুব শীঘ্রই রকমারির মাধ্যমে কিনে ফেলব :D
Was this review helpful to you?
or
গতকাল মেলা থেকে বইটি কিনেছি। সারা রাতে জেগে পড়লাম। সাধারন কথায় অসধারণ কিছু অনুভূতির প্রকাশ। আসা করি এমন উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া হবে। বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।
Was this review helpful to you?
or
অসাধারন এই বইটি। বইিট পড়ে মনে এক দারুন অনুভুত হল
Was this review helpful to you?
or
ফেসবুক থেকেও যে এত দারুন কিছু হতে পারে তা বিশ্বাসযোগ্য ছিলনা। গল্পগুলো অদ্ভুত সুন্দর। সব লেখক-লেখিকা কে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ স্যারের গল্প বা উপন্যাস পড়ার পর আমার কেন যেন খুব মন খারাপ হয়।অদ্ভুত এক ভালোলাগা আর মন্দলাগা একসাথে কাজ করে।মন্দলাগা এজন্য কারণ স্যারের বেশীরভাগ বইতেই শেষটা মিলনাত্মক হতো না।আর ভালোলাগা এজন্য কারণ আমি নিজেই নিজের মতো করে গল্পটাকে পরে সাজিয়ে নিতে পারতাম।অনেকদিন পর ঠিক একই অনুভূতি কাজ করেছে এই বইটির ক্ষেত্রে।এতো ভয়াবহ সুন্দর সব ছোট গল্প একটানে পড়তে বেশ কষ্টই হয়।কারণ প্রতিটি গল্পই কিছু না কিছু ভাবতে আমাকে বাধ্য করেছে।আমার মতে ছোটগল্প সার্থক তখন হয় যখন এর রেশ অনেকক্ষণ স্থায়ী হয়।প্রাপ্তির সাথে কিছু অপ্রাপ্তিও থেকে যায়।যা পরিপূর্ণতা পায় পাঠকের কল্পনার মাধ্যমে।আমি নির্দ্বিধায় বলতে পারি এই বইমেলার সেরা সংকলনগুলোর মধ্যে একটি অবশ্যই "ভালবাসার গল্প"।শুধু একটাই অনুরোধ যারা কিনবেন এবং পরবর্তীতে পড়বেন তাদের জন্য-একটা করে গল্প পড়ার পর একটু বিরতি নিন।গল্পটা মাথায় থাকতে দিন।তাহলে পরিপূর্ণ তৃপ্তি পাবেন। সবাইকে বইটি কেনার আমন্ত্রন জানাচ্ছি। :)
Was this review helpful to you?
or
পাঠক হিসেবে আমি সর্বভুক শ্রেণীর । দুঃখিত, একটু সংশোধনী আনি । ঠিক সর্বভূক না, একমাত্র টেক্সট বই ছাড়া বাকি সব ধরনের বই ই পড়া হয় । সাধারণত কোন বই পেলে এক নিঃশ্বাসে সেটা পড়ে ফেলি । তবে এই প্রথম ব্যতিক্রম ঘটল 'ভালবাসার গল্প' বইটি পড়তে গিয়ে । দুই দিন পর পরীক্ষা, এজন্য পড়ার টাইম পাচ্ছি না এমনটা ভাবার কোন কারণ নেই । ছাত্র হিসেবে আমি যথেষ্ট মেধাবী ! পরীক্ষার আগে ওয়ান নাইট প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়ে দিতে পারি ! বইটি টানা পড়তে পারি নি, কারণ এত গুরগম্ভীর ভাবের এতগুলো লেখা একসাথে হজম করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমায় দেন নি । নাম দেখে অনেকেই ভাবতে পারে যে বইটি গুটিকয়েক লুতুপুত কাহিনী নিয়ে বের হয়েছে । তবে আমি নিশ্চিত, প্রথম গল্পটি পড়ার পরই তার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে । পাল্টে যতে বাধ্য । সাদ ভাইয়ার 'একজন অবিদ্যা ও আমাদের স্বাধীনতা' গল্পটা নিয়ে কোন মন্তব্য করবো না । এই অসাধারণ লেখাটা নিয়ে কোন মন্তব্য করার যোগ্যতা এখনো অর্জন করি নি । খুব সাধারণভাবে শুরু করে এত অসাধারণ একটা বার্তা দিয়ে যাওয়া.... পড়ার সময় পুরো সময়কালের ইতিহাসটা চোখের সামনে ভাসছিল । গল্পের শেষ লাইনটার মত বলতে বাধ্য হচ্ছি- এই গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই ! সাকিব মাহমুদ ভাইয়ের "আমি অথবা সে" লেখাটা পড়ে খুব মজা পেয়েছি । টুইস্ট কথাটার সাথে আমি আগে পরিচিত ছিলাম না । কিন্তু মেডিকেল স্টুডেন্ট সালেহ তিয়াস ভাইয়ের লেখা পড়তে পড়তে এই জিনিসটার সাথে খুব ভালভাবে পরিচিত হয়েছি । শেষ লাইনটা পড়ার আগ পর্যন্ত বোঝা যাবে না যে কাহিনী কোন দিকে মোড নিচ্ছে । যথেষ্ট মজা পেয়েছি লেখাটা পড়ে । আয়েশা কাশফী আপুর "প্রজাপতির পাখা অথবা রঙহীন শিউলি" লেখাটা পড়ার সময় অনুভব করেছি- মুখে আমরা যতই নারী পুরুষের সমান অধিকার বলে গলা ফাটাই না কেন, বাস্তবে তাদের নূন্যতম বিচরণক্ষেত্রটুকুও আমরা নিরাপদ করতে পারি নি । লেখাটা আগেও পেইজে পড়েছিলাম একবার । ভাল লেগেছে সিনথিয়া ইসলাম আপুর 'জনক' লেখাটাও । বাস্তবে হারমেশাই ঘটছে এমন । পশ্চিমের বেহাল পারিবারিক ব্যবস্থাপনা- খারাপ লেগেছে খুব । নূহা আপুর 'যে জীবন মেঘের মত' ছোট কিন্তু অসাধারণ একটা লেখা ছিল । জয় কবির ভাইয়ার 'সুলক্ষণা' ছিল হালকা থিমের মজার একটা লেখা । ডায়ালগগুলো ছিল অসাধারণ । মেঘলা তাসনিম আপুর 'নিশিকন্যা' লেখাটা পেইজে আগে পড়েছিলাম । কমেন্টলেস । সমাজের এসব মুখোশধারী ভদ্রলোকদের প্রতি ঘৃণা আর দিশার মত নিশিকন্যাদের প্রতি একটু খানি সহানুভূতি ছাড়া আমাদের মত ছাপোষা মানুষদের হয়ত আর কিছুই করার নেই । :-( তৃপ্তি আপুর 'অন্ধকারে ডুবসাঁতার' যথেষ্ট মনখারাপ করা একটা লেখা । বড় বোনকে এভাবে খুন করার পরও সেই একই ব্যক্তির কাছে ছোট বোনকে বিয়ে দেয়া- কিভাবে সম্ভব এটা ? নাজমুস সাকিব অনিক এর 'একজন অতৃপ্ত আত্মার জবানবন্দি' ছিল অসাধারণ একটা লেখা । কামনা করি, লেখকের ভবিষ্যতবাণীটা সত্য হোক । আমরা সবাই সেই সোনার বাংলাদেশের অপেক্ষায় আছি । একুয়া আপু তো বরাবরই অসাম ! 'ভালবাসা মেঘেদের ডানায়' ছিল চমত্কার একটা গল্প । স্টার্টিং ডায়ালগটা ছিল সেই রকম ! পড়ে হাসতে হাসতে শেষ । তবে শেষে বেদনাত্মক সমাপ্তিটা পড়ে মন খারাপ হয়ে গেল :-( ইয়াসির আরাফাতের 'পিচাশ' পড়ে মনটা যথেষ্ট খারাপ হয়ে যায় । প্রার্থনা থাকবে- আর কোন অন্তুর জীবনে যাতে এমনটা না ঘটে । আমার মিতা ইমরান নিলয়ের 'দূরে থাকা এবং অচেনা নিকটবর্তী' মনের মাঝে এক ধরনের হাহাকারের জন্ম দেয় । কাহিনীটা যেন আমারই প্রতিচ্ছবি । বাবাকে নিয়ে যে আমারও এমন একটা অস্বস্তিবোধ কাজ করে ! ৭১ নিয়ে লেখালেখি গুলোতে মন্তব্য করতে আমি বরাবরই ভয় পায় । যদি বেফাঁস কোন কথা বের হয়ে যায় আর এতে যদি আমার সোনার দেশটা কিংবা এর সূর্যসন্তানদের কোনরূপ অবমাননা হয় এই ভয়ে কোন মন্তব্য করি না । তাই নিশম আপুর "৭১ এর প্রসব বেদনা, জন্মযুদ্ধ,মুক্তিযুদ্ধ" নিয়ে কোন মন্তব্য করবো না । শুধু বলব অসাধারণ হয়েছে । দূর্বা জাহান আপুর 'আঁধারে শূন্যতা' আগেও নেটে পড়েছিলাম । তখনও কিছু বুঝি নাই । এবার বইতে পড়লাম । এবারও কিছু বুঝি নাই । অবশ্য এটা লেখকের ব্যর্থতা না, আমার ব্যর্থতা :-( শিহাব ভাই তো শিহাব ভাই ! তাকে ভবিষ্যত হুমায়ূন আহমেদ তো আর এমনি এমনি বলা হচ্ছে না ! অসাধারণ হয়েছে 'এখানে পৃথিবী নেই' গল্পটা । আগেও পড়েছিলাম পেইজে । ভাল লেগেছে মোস্তাফিজুর রহমান শুভর 'আকাশ ছুঁয়ে যাই' মুনের 'অমানুষ' পড়ে মনটা ভীষণ খারাপ হয় যায় । মা বাবা আমাদের জন্য কত কষ্টই না করে । অথচ আমরা বিনিময়ে তাদের সাথে এই আচরণ করি ! তথাকতিথ আধুনিকতার নামে কত জঘণ্য অমানবিকতা আমরা দেখাই সেটা কোন স্কেলেই পরিমাপ যোগ্য না..... অনেক কথা বলে ফেললাম । ক্ষমাপ্রার্থী ।