User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
মিন্নাতুল বারী (ছহীহ বুখারীর ব্যাখ্যা ১ম খণ্ড)
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
মাশাআল্লাহ। খুব সুন্দর বই।
মাশাআল্লাহ। খুব সুন্দর বই।প্রত্যেক মুসলিমের পড়া উচিত বইটি।
মাশাআল্লাহ। খুব সুন্দর বই।প্রত্যেক মুসলিমের পড়া উচিত বইটি।
মাশাআল্লাহ। খুব সুন্দর বই
মাশাআল্লাহ খুরই সুন্দর বই।
'ভুতুড়ে ট্রেন' বইটা পড়ে শেষ করলাম। বইটা গত বছরই কালেক্ট করা ছিলো, কিন্তু পড়া হয়ে উঠেনি। বইয়ের title story-টা সবচেয়ে বেশি ভালো লেগেছে, একদম পারফেক্ট হরর গল্প। এছাড়া খরচের সুখ, চাকর ভূত, কাটা হাত - গল্পগুলোও খুব ভালো ছিলো। তবে হাত জোড়া, প্রাইভেট - পড়ে কষ্ট লেগেছে। 'ভুতুড়ে ট্রেন' -এর মতো স্টোরি আরও চাই লেখকের কাছ থেকে। এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছিলেন যে প্রতি বছরই ভূতের বই লিখবেন, আবার নতুন হরর সংকলনের অপেক্ষায় রইলাম...
আলহামদুলিল্লাহ, শতভাগ অথেন্টিক প্রোডাক্ট পেয়েছি। রকমারিকে ধন্যবাদ।
বইটির গল্প নিঃসন্দেহে মনোমুগ্ধকর ছিল। গল্পের মূল কাঠামো, বিশেষ করে 'বাটারফ্লাই এফেক্ট'-এর মতো একটি ধারণা ব্যবহার করার চেষ্টা— এক কথায় চমৎকার। তবে সব গল্পেই এ ধরনের প্লট টুইস্ট খাটে না, সেটা মাথায় রাখা জরুরি। কখনও কখনও সিদ্ধান্তের ফলাফলটা সরাসরি বলে না দিয়ে, পাঠকের কল্পনার উপর ছেড়ে দিলে গল্পটা আরও গভীর হতে পারত। যেমন, একদম শেষের দিকে আমাদের যখন সিদ্ধান্ত নিতে বলা হয়, তখন যদি ফলাফলটা পরিষ্কার না করে শুধু বলা হতো— "ভালোবাসার টানে সিদ্ধান্ত নেবে" না "আইনের পথে হাঁটবে"— তাহলে পাঠকের মনে ভাবনার জ...See More
Average.Not satisfied with charge backup.
আলহামদু লিল্লাহ বইটি পড়া শেষ করেছি। অনেক উপকারী এখটি বই। এই বইটির পার্ট ২ ও কিনেছি।