User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কেউ যদি নিজের কথা বলার স্কিল কে আরো স্মার্ট লেভেলে নিয়ে যেতে চায় তবে বইটি তাদের জন্য আদর্শ বলা চলে। অনেক গুলা কেস স্টাডির মাধ্যমে বিভিন্ন ঘটনার ধারাবাহিকতার মাধ্যমে বিষয় গুলা ফুটিয়ে তোলা হয়েছে। কমিউনিকেশন স্কিলের জন্য বইটি পারফেক্ট।
ইতিহাস প্রশিদ্ধ বিখ্যাত একটি বই যার মুল চরিত্র ছিলেন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। লেখক সুন্দর ভাবেে এই মহান মানুষটির মেধা মনন এবং প্রজ্ঞার সহজ চিত্রায়ন করছেন। তবে বই টি আমাকে মুগ্ধ করেছে। এক কথায় বইটি আমাদের ইতিহাসের অন্যতম দলিল বলা চলে।
অমর কথা শিল্পি হুমায়ুন আহমেদের অনবদ্য রচনা এটি। এটি মিসির আলী সিরিজের প্রথম বই। সাবলিল ভাষায় অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা কিছু মানুয়ের জীবন চরিত। আশা করছি বইটি সবার ভাল লাগবে।
লেখকের অনন্য লেখা বইটি । যে কারো ভাল লাগবে । বইটির মুল উপজীব্য বিষয় ছিল জীবনের যে কোন পরিস্থিতিতে মানিয়ে চলা। এবং তাতেই জীবনের সফলতা অর্জন সম্ভব। ভালবাসা দিয়ে জয় করা যায় গোটা দুনিয়া।
একজন ডেভেলপার এর লাইফ সাইকেল এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শামীম হাসান ভাই। বিশেষ করে যারা প্রোগ্রামিং জগতে আছে তাদের জন্য বই টি অতীব গুরুত্বপূর্ণ। কেননা আসলে প্রোগ্রামিং এর জন্য কি কি লাগে তার সব কিছুই ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছেন লেখক। আশা করছি বইটি সবার কাছে ই অনেক ভাল লাগবে। অনেকটা একটানে বসে পড়ার মত বই , মনে হবে যেন আরো কিছু যোগ করলে ভাল হত।
শুন্য থেকে প্রোগ্রামিং শেখার জন্য এই বইটি একদম পারফেক্ট। যদি কেউ বেসিক ক্লিয়ার করতে চায় বা ডাটা স্ট্রাকচার এলগোরিদম বুঝে শিখতে চায় বইটি তাদের জন্য একদম যথেস্টে। কিন্তু শর্ত হলো অনেক বেশী প্রেকটিস করতে হবে।
বিইউপি -ফুটেজ কনসেপ্ট বুক এন্ড কোয়েশ্চেন ব্যাংক ফর - এফএএসএস এন্ড এফএসএসএস
মো. আল-আমিন (ছোটন)
বিইউপির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ফুটেজের প্রত্যেকটি বইই খুবই হেল্পফুল। এবং ফুটেজের বইগুলো থেকে বিইউপিতে সর্বোচ্চ সংখ্যক কমন পেয়েছি। বিশেষ করে অন্যান্য বইয়গুলোতে ইংরেজীতে সাধারণ জ্ঞান থাকে না কিন্তু ফুটেজের FASS,FSSS,FBS এর বইগুলোতে ইংরেজীতে সাধারণ জ্ঞান রয়েছে যা অল্প সময়ে প্রস্তুতি নিতে অনেক সাহায্য হয়।
বিইউপি -ফুটেজ কনসেপ্ট বুক এন্ড কোয়েশ্চেন ব্যাংক ফর - এফএএসএস এন্ড এফএসএসএস
মো. আল-আমিন (ছোটন)
বইটি এক কথায় অসাধারণ। বিইউপি অ্যাডমিশনের আগে আমি পড়েছি বইটি।
বিইউপি -ফুটেজ কনসেপ্ট বুক এন্ড কোয়েশ্চেন ব্যাংক ফর - এফএএসএস এন্ড এফএসএসএস
মো. আল-আমিন (ছোটন)
Definitely a fantastic book for the BUP aspirants✌️
অসাধারন একটি বই। খুব সহজ ভাষায় এবং সুন্দরভাবে তথ্যগুলি সন্নিবেশিত করা হয়েছে। একবিংশ শতাব্দী সম্পর্কে জানতে চাইলে এই বই অবশ্যপাঠ্য বলাই যায়। বইটি অর্ধেক কেবল পড়লাম( ১৬ অধ্যায়ে আছি) , আর তাতেই অনেক term , policy নতুন জানলাম । বাকি অর্ধেক খুব দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। একবিংশ শতাব্দীতে, দেশগুলোর মাঝে পারস্পরিক সম্পর্ক কেমন ও তাঁদের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম। সবশেষে, অনেক ধন্যবাদ লেখককে, এতো গুছানো একটি তথ্যসম্বলিত বই পাঠকদের নিকট তুলে ধরার জন্য।