User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এক কথায় অসাধারণ বই। বইটা পড়লেই জানা যায় সাধারণ ব্যাক্তি শামীম থেকে কিভাবে একটি ব্র্যান্ডে পরিনত হয়েছে, কিভাবে ফ্রিলান্সার গড়ার কারিগড় হয়েছে। নিজ হাতে প্রশিক্ষন দেয়া ফ্রিলান্সারদের জীবন কাহিনি পড়লে বুঝা যায় শামীম বস কতটা সার্থক। আমি মনে করি অনুপ্রেরনা পেতে হলেও বইটা পড়া দরকার❤️❤️
স্টক আউট ?ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ
ভালোবাসা শব্দটিকে খারাপ বলা যাবে না, তবে আমরা ব্যবহার করছি খারাপ কাজে। ভালোবাসা হবে বিবাহের পরে। ভালোবাসা থাকবে মা, বাবা, ভাই, বোনের প্রতি। অথচ সেটি ব্যবহার হচ্ছে নোংরা কাজের সাথে। বিবাহ বহির্ভূত কোনো কাজই ভালোবাসা হতে পারে না, সম্পূর্ণ অবৈধ। তাকে যিনা বলা হয়। যিনা বললে সকলের কাছে শুনতে খারাপ দেখায় তাই ভালোবাসা নাম প্রমোশন করা হয়েছে। অবৈধ মেলামেশা, অনৈতিক কাজ কখনোই সমাজের শান্তি আনতে পারে না। ভালোবাসার নাম করে বহু নারীর জীবন, সতীত্ব নষ্ট হচ্ছে, বহু পুরুষের হক নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকল...See More
বইয়ের জগতের আসার ৩য় পঠিত বই ছিল শেষের অশ্রু বইটি। তখন করোনার সময়কাল ছিল আজকে হঠাৎ মনে হলো বইটির একটি রিভিউ দিয়ে আসি। একজন নারীর ফাঁদে একজন পুরুষ যেকোনো ভাবেই পরতে পারে, হোক সে যতই ইমানদার ব্যক্তি। উক্ত বইয়ে বাগদাদ শহরের এমনই একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। বাগদাদ শহরে একটি যুবক ছিল বেশ ইমানদার, আর একটি নারী ছিল বিশ্ব সুন্দরী। নারীর চ্যালেঞ্জ ছিল ছেলেটিকে যেকোনো মূল্যে তার রুপের ফাঁদে ফেলে মদের বারে বসানো। সে যুবক ফাঁদে পড়েছিল বটে তবে সে নারী ১০০% সাকসেস হতে পারেনি। যুবক আবার ফিরে এসেছিল রবের ...See More
কাহিনীটা যত রোমাঞ্চকর ভেবেছিলাম। তত রোমাঞ্চকর না। কাহিনী ভালো ছিল। কিন্তু কাহিনী কি আরও বড় করা যেত। একটা ছোট কাহিনীকে অনেক বড় করে দেখানো হয়েছে। নট ওয়ার্ক অফ প্রাইস। কিন্তু ভালো লাগলো। ১০/৭
অনেক ভালো। টাকা হিসেবে একদমই ভালো। অনেকগুলো পৃষ্ঠা আছে। কিন্তু ছাপানো টা হালকা ঝাপসা রং কম। কিন্তু ভালো লাগলো। ১০/৮
অনেক ভালো ছিল। কিন্তু বইগুলো আলাদা করে কিনতাম তাহলে আরো বাড়তি পৃষ্ঠা পেতাম। তারপরেও অনেক ভালো ছিল কাহিনী। টাকা হিসেবে কাহিনী একটু ছোট। ১০/৭
worth of price. so good so much horror. কাগজগুলো অনেক পাতলা। সেই জন্য ১০/৯
So good i like it so so much. I think it is 10 /8
বিপদে ধৈর্য্য ধরা প্রতিটি মুসলিমের জন্য বুদ্ধিমানের কাজ। দোনিয়ায় আছে আর বিপদের সম্মুখীন হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বরং পরিক্ষা করার জন্য আল্লাহ তা'আলা নবী-রসূল, সাহাবী সকলের মাঝেই বিপদ, অভাব-অনটন নির্ধারণ করেছেন। সেই মোকাবিলায় প্রত্যেকেই পাশ করেছেন। তাদের স্থান অবশ্যই জান্নাতের উঁচু স্তরে হবে। বিপদে ধরা, কিভাবে সেখান থেকেই নিয়ামত পাওয়া যায় সেদিক গুলোকে কেন্দ্র করেই বইটি রচনা করা হয়েছে। বইটি পড়ার পর আপনার সত্যিকার অর্থেই ভালোলাগা কাজ করবে।