User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আশা করি উপন্যাস টা অনেক সুন্দর হবে সবার কাছে।
পার্সনাল ব্র্যান্ড বলেন আর আপনার পণ্যের ব্র্যান্ড বলেন, উভয় ক্ষেত্রেই স্টোরিটেলিঙ্গের গুরুত্ব অপরিসীম। যা লেখক হিসেবে শাহরোজ ফারদি তার লিখনের মাধ্যমে তুলে ধরেছেন। আমি বইটি পড়েছি এবং উপকৃত হয়েছি।তাই আমি বলব আপনাকে স্টোরিটেলিং ফর ব্র্যান্ডিং বইটি পড়তে।
বাংলা ভাষায় সন্ত কবীর এর দোহা অনুবাদকৃত বই খুবই বিরল এবং বইটি অত্যন্ত সুন্দর অনুবাদ করেছেন এবং এজন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ । তবে বইটি শর্ট সাইজের বই না হয়ে আরো অধিক পরিমাণ দোহা সংযুক্ত করিয়া রেগুলার রেগুলার সাইজের বই হলে, বইটি সবদিক থেকে পরিপূর্ণ হতো । ধন্যবাদ বাতিঘর পাবলিকেশন কে ।
বাংলার জন্য অসাধারণ একটা বই।❤️
শ্রদ্ধেয় বিচারক রিপন স্যারের অনেকগুলো লিখা ফেসবুক ওয়ালে পড়েছি এবং মুগ্ধও হয়েছি। আশা করছি স্যারের প্রথম প্রকাশিত "বলা বাহুল্য" রম্যরচনাটি আমার মত শত শত পাঠককে বরাবরের মতোই মন্ত্রমুগ্ধ করবে।
A Dracula collection from Sheba. A must have for horror lovers.
Really intriguing and I enjoyed this book very much ???
"জীবন তো প্রায় শেষ, আর মাত্র কয়েকটা মূহুর্তের বাহানা, সর্বনাশী রঙ, হলুদ রঙ আমায় আর ছাড়ল না। " লেখকের লেখা কবিতার ৩ চরণ। অসাধারণ লেখা আর চিন্তা। প্রেমে পড়ে যাওয়ার মত। লেখকের জন্য শুভ কামনা এবং ধন্যবাদ এত চমৎকার লেখা পাঠকদের উপহার দেওয়ার জন্য।
অনেক সুন্দর একটা বই। কিছু কিছু বইয়ের অনুবাদ পড়ার পরে মনে হয় যে অনুবাদ না পড়লেই ভালো হতো। তবে বইটার ক্ষেত্রে বিষয়টা উল্টো। এত সহজ ভাবে বইটি অনুবাদ করা যে কেউ পড়লে বুঝতে পারবে। বইটা পড়ে বেশ ভালো লেগেছে। টিম মার্শাল এর বেস্ট সেলার বই এটা।