User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আমি দীর্ঘদিন ধরে বিজনেস রিলেটেড সব বিষয়ে একসাথে পাওয়া যায় এমন একটি বই খুজছিলাম। এরই মধ্যে ফেসবুকে আমি বিজনেস টার্ম বইয়ের বিজ্ঞাপন দেখতে পাই। বিজনেস রিলেটেড খুঁটিনাটি বিষয়ের প্রতি আগ্রহ থাকায় আমি বিজনেস টার্ম বইটি কিনি। বিজনেস সাবজেক্ট ব্যতীত অন্যান্য বিষয়ে যারা পড়াশোনা করছেন তারা বিজনেস এর বিভিন্ন বিষয়ে জানার জন্য বিজনেস টার্ম বইটি কিনতে পারেন। বইটি উপকারী হবে বলে আমি মনে করি।
দিন শেষে আমাদেরকে ফিরতে হবে রবের কাছে। তাই শুরু হোক আগে থেকেই রবের নিকট ফিরে আসার প্রস্তুতি। তাই রবের নিকট ফিরে আসার আহবান নিয়ে লিখা এই বই। ফিমেইলদের জন্য বেস্ট রিকমেন্ডেড৷
ছোট বাচ্চাদের জন্য রিকমেন্ডেড।
এই বই পড়ে কোন রকমে পাশ করা যাবে। কারণ এখানে সৃজনশীল এবং উদাহরণ খুবই কম
অখাদ্য ? মানুষের রুচির অভাব, অবশ্য টিকটক প্রজন্মের কাছ থেকে ভালো কিছু আশা করাও বোকামি
বইটা অনেক অনেক অনেক অনেক অনেক ভালো
সেরা
অনেকদিন আগে পড়া শুরু করলেও পরীক্ষার চাপে আর পড়া হয় নাই। গতকাল পুরোটা দিন এই বই নিয়ে ছিলাম, পড়া শেষ করলাম। তখন শুধু একটা কথাই মনে ঘুরতেছিল। সম্প্রতি দেখা যায়, ChatGpt এর প্রতি 'Thank you', 'sorry'- এগুলো ব্যবহারের কারণে মিলিয়ন ডলারের অপচয় হচ্ছে। But I think It's human mind that can't literally accept the fact that robot or AI don't have emotion. যাই হোক, "লিম্বিকট্রনিক রূপান্তর" পড়ার পর আমি আরো বেশি কিছু আশা করেছিলাম :)
এই বই-টি মুজাহিদের তলোয়ার নামেও আমি পড়েছি।
আসামের ইতিহাস নিয়ে লেখা খুব সুন্দর একটি গ্রন্থ।