User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
"Study Smart, Not Hard." - এই উক্তিটি আমরা জীবনে অসংখ্য বার শুনে থাকলেও, এর মর্মার্থ আজো বুঝে উঠতে পারিনি। প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং অসুস্থ প্রতিযোগিতার সুবাদে, এখন অনেকাংশেই লেখাপড়ার প্রতি আমাদের আগ্রহ হারিয়ে গেছে। 'স্টুডেন্ট হ্যাকস' বইটিতে সহজ এবং সাবলীল ভাবে স্টুডেন্ট লাইফ অসাধারণ ভাবে পার করার চমকপ্রদ আইডিয়াস, পরীক্ষা ভীতি দূরীকরণের আদ্যোপান্ত ছাড়াও আছে মজাদার অনেক গল্প! সফল হওয়ার কোনো শর্টকাট না ই বা থাকতে পারে, কিন্তু সঠিক দিকনির্দেশনা যে পাওয়া যাবে তা একেবারে নিশ্চিত।
কিছু বই থাকে যগুলা পড়লেই নেশা কাজ করে। এই বইটাওও তেমনি হবে যতটুকু পড়ে বুঝলাম। নেশার মত কাজ করে ভাল লাগা কাজ করে হাতে পাওয়ার অপেক্ষায়।
এত ব্যস্ততার মাঝেও বই লেখেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি প্রতি বই মেলায় তার লেখা বই পাবো।
মানুষ কি ভাবছে বা বলছে সেটা আমার মাথা ব্যাথা না, বইটা পড়ে আমার ভালো লেগেছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই বই টা একবার পড়ে দেখা উচিৎ এবং পুরোটা শেষ পর্যন্ত পড়া উচিৎ। ধন্যবাদ সোলায়মান সুখন ভাই এমন একটা বই আমাদের উপহার দেয়ার জন্য।
Such a good book.Creative thought. Love it
Here he defined some social aspect and values which will help to identify problem.Usually its a book of knowledge.
মস্তিষ্কের অনেকটা জুড়েই বইটা মুখস্ত করে ফেলেছি প্রায়। সব কিছু মানার চেষ্টা করব। এমন বইয়ের লেখক আমাদের দেশে অভাব। ১০টা উপন্যাস পড়া থেকেও এই একটা বই পড়াটা খুব কাজের। ল্যাভ ইউ সোলায়মান স্যার। 3 3
Truly insipered !!!
ayman vaiya tomake ami onek procondo kori.oshadaron ekti boi.love you ayman vai.................
Wastage of money