User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Great bookk By Solaiman shukhon
অসাধারন
আরও একটি বেস্ট সেলার হওয়ার অপেক্ষায়।
শিক্ষাজীবন হলো একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু একই সাথে এই সময় টা যে কতখানি উপভোগ্যকর, তার ধারণা স্টুডেন্ট হ্যাকস বইটি থেকে সুস্পষ্টভাবে পাওয়া যায়। বইয়ের মধ্যে থাকা বিভিন্ন Activities গুলো আসলে প্রকৃত অর্থে নিজেকে জানার সুযোগ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ Mentors দেরকে; আমরা যারা নিজেদের Student Life টাকে একটু ভালোভাবে বুঝতে বা Student Life এর পরিধিটাকে কেবল পড়ালেখায় সীমাবদ্ধ না করে এর বাইরের জগতটাকে Explore করতে চাই তাদের জন্য এরকম দারুণ, Helpful এবং Informative একটি বই...See More
যখন থেকে শুনেছিলাম আয়মান ভাইয়া আর সাদমান ভাইয়ার এক সাথে বই আসছে তখন থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্রিয় বন্ধুরা তোমরা যে কোনো সন্দেহ ছাড়া এই বইটি কিনে ফেলতে পারো। আশা করি সবাইকে সহায়তা করবে এই বইটি। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আশা তোমাদেরও পছন্দ হবে।এবং আমি অভিভাবকদেরও পরামর্শ করছি আপনার সন্তানদের এই বইটি কিনে দেওয়ার জন্য কেননা বইটি আপনাদের সন্তানের অনেক সহায়তা করবে।
বই বা গবেষণাপত্র লেখার সময় জনাব মওদুদ আহমদ সত্যের কাছাকাছি থাকেন।
আকাশের প্রতেকটা নক্ষত্রমণ্ডলের চিত্র সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। মহাবিশ্ব,সৌরজগৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়াও রয়েছে ১২ মাসের রঙিন আকাশপট।
জন রাসেলের লেখা সেরা উপন্যাস বোধ। সবকিছু মিলিয়ে সার্থক একটি উপন্যাস।
অসাধারণ উপন্যাস! পরিপূর্ণ।
শামীর ভাইয়ার বই এবারের বইমেলায় আসছে সেটা জানার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম বইমেলার জন্যে। বইমেলা শুরু হয়ে গেছে! এবার বই মেলায় গিয়ে আমার কেনা সর্বপ্রথম বই ছিলো এটা। পড়েও ফেলেছি এরই মধ্যে! অসাধারণ একটি বই। বেশ ভালো লেগেছে। লেখক হাইজেনবার্গের জন্যে অনেক অনেক শুভকামনা!