User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
It's amazing to see his story unfold like this. Loved it!
the best
Fantastic Story
Math Competition for (School, College And Math Olympiad Students)
বিজ্ঞান একাডেমী
আমি ভাবছিলাম বইটা অনেক ভাল ।আসলে এইটা 5 এর স্টুডেন্ট দের জন্য?
Can't wait to read!
ভৌতিক?
পছন্দের মানুষের লেখা! ফেসবুক টাইমলাইনে নিয়মিত ক্ষুদ্র ব্লগ গুলো পড়ছি। বই বের করছে জেনে প্রি-অর্ডার করেছি। অপেক্ষারত আছি পাবার জন্য। ব্লগ লিখা গুলোর মতই আশাকরি বিজ্ঞান ভিত্তিক এই বইটা ভালই লাগবে। শুভ কামনা শামির ভাইয়ার জন্য।
গল্প উপন্যাসের পাশাপাশি এ ধরণের বইও যে আমাদের জন্য কতটা উপকারী সেটা হয়তো এই বইটি না কিনলে বুঝতেও পারতাম না। বইটি আমার কাছে খুবই গোছানো মনে হয়েছে। প্রত্যেকটা পাতার সাথে নিজের জীবনকে রিলেট করে ফেলতে পারছিলাম। লেখকদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি বই আমাদেরকে উপহার দেয়ার জন্য!
পছন্দের মানুষের লেখা! ফেসবুক টাইমলাইনে নিয়মিত পড়ছি। ক্যারিয়ার গাইড লাইন বলেন আর আত্মউন্নয়ন বলেন উভয়দিকেই এই বইটা সহায়তা করবে।
আমার চোখে অধ্যায়নের প্রতিশব্দ ছিলো বিরক্তি। কিন্তু পড়ালেখাও যে আনন্দদায়ক হতে পারে তা হয়তো এই বইটি না পড়লে আমার চিন্তাশক্তির বাহিরে থকতো। শুভ্র কাগজের উপর কৃষ্ণ কালির প্রতিটি শব্দই বাধ্য করেছে বইয়ের শেষ পাতা অব্দি মনোযোগ দিয়ে পড়তে। আমার মতন বই বিদ্বেষী মানুষের মন এই বই জয় করতে সক্ষম হয়েছে এবং আমার অধ্যায়নের অনুপ্রেরণার স্থানে স্থায়ী আসন নিয়েছে। লেখক দুজনকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা।