User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ভালো, বেশ ভালো।
শাওন ভাইয়ার টিউটোরিয়াল!! নিঃসন্দেহে অসাধারণ হবেই। আমি নিজেও বেশ কয়েকটি দেখেছি। ভাল লাগছে। হাহা মজার কথা হচ্ছে এই লোকের কণ্ঠস্বর বেশ মধুর, অন্তত আমার কাছে তাই লাগে। টিউটোরিয়াল দেখে তাই একটু বেশিই মজা আছে :পি ।
অসাধারন
বাংলায় ওয়েব ডিজাইনের মানসম্মত টিউটোরিয়াল অনেক কম। এর মাঝে এই টিউটোরিয়ালগুলো নতুন ওয়েব ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহীদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে ।
নতুন দের জন্য বিশেষ ভাবে উপযোগী ।
অনেকেই এখন অনলাইনে আয় কিংবা ফ্রিল্যান্সিং এ আগ্রহী হয়ে উঠছেন । কিন্তু নতুন দের প্রাথমিক সমস্যা হিসেবে দিক নির্দেশনার অভাব,কোথায় কাজ করবো,কিভাবে কাজ করবো ইত্যাদি বিষয় অনেক গুরুতর ভাবে দেখা দেয় । আমি মনে করি এই বইটি পড়লে সকল প্রশ্ন এর উত্তর এক যায়গায় পাওয়া যাবে । কিভাবে কাজ শিখবেন,কিভাবে নিজের পোর্টফলিও তৈরি করবেন, মাকের্টপ্লেস পরিচিতি ইত্যাদি টপিক গুলো নতুন দের খুব ভালো গাইড লাইন দিবে আশা করি ।
বিড়ালী
শেষের কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন, শেকলওয়ালা বাঁধে বটে। কিন্তু ভোলায় না। আফিমওয়ালী বাঁধে তো বটেই- ভোলায়ও। অতিপ্রাকৃত গল্পগুলো এমনই সব আফিমওয়ালীর গল্প। যারা সাহিত্যের কট্টর নিয়মে গল্পকে বেঁধে ফেলতে অভ্যস্ত তারা নির্দ্বিধায় বিড়ালীকে ব¬কলিস্টে ফেলতে পারেন। বিষণœ বাস্তবতার বেঁড়াজাল ডিঙিয়ে দুর্নিবার দুরন্ত কল্পনার প্রশ্রয় এজি মাহমুদের অতিপ্রাকৃত গল্পগ্রন্থÑ বিড়ালী। বিড়ালীতে ৭টি গল্প আছে। ‘অশনীর ডাক’ গল্পটি পড়লে মেয়েদের বাথরুমে যেতে সমস্যা হতে পারে। নিশুথী রাতে রাস্তায় পিছু নেবে ‘রেড ট্রাভেল ব্যাগ’। ...See More
প্রাচীন বাংলার অজানা গল্প : বাঙালি জাতি, বাংলা ভাষা ও বাংলাদেশের উদ্ভব
হিমাংশু কর
খুবই ভাল বই।
গতকাল বইমেলা থেকে বইটি কিনলাম।১ অধ্যায় পরলাম মাত্র, বাঙালি জাতির প্রাচীন ইতিহাস জানার জন্য বেশ গোছানো বই। পড়ে বেশ মজা পাচ্ছি।
প্রাচীন বাংলার অজানা গল্প : বাঙালি জাতি, বাংলা ভাষা ও বাংলাদেশের উদ্ভব
হিমাংশু কর
প্রাচীন বাংলার ইতিহাস
বইয়ের কন্টেন্ট ও ভুমিকা দেখে অনেক ভাল লাগায় বইটি কিনব বলে ভাবছি।প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে এ রকম বই আরও বেশি বেশি প্রকাশ হওয়া দরকার।
পিকু আর ফারহিন
জিকো ভাই মানেই জোস জোস লেখা! :D আমার ভাগ্নী ফারহিনের গল্প শোনার ইচ্ছা আর ওটা থেকে আমার বাঁচার নানা ফন্দি শুনে জিকো ভাই বললেন ভাগ্নীকে নিয়ে গল্প লিখে দিবেন। এরপর দুর্দান্ত একটা গল্প, পিকু! পিকু পড়ার পরই প্রথম আফসোস, "আমার কেনো একটা পিকু নেই?" সম্পূর্ণ বইটা পড়ার অপেক্ষায় আছি। অনেক শুভকামনা :)
অসাধারণ
বইটিতে চোখ বোলানোর সুযোগ হয়েছে। প্রোগ্রামিং শুরু করার জন্য চমৎকার একটি বই। এত সহজ করে লেখা হয়েছে যাতে সহজে সবাই বুজতে পারে। তাছাড়া সুবিন সাহেব সম্পর্কে অন্যদের কাছে শুনেছি। উনি অত্যন্ত মেধাবী, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সেরা প্রোগ্রামারদের একজন ছিলেন।
ফিরে দেখা
ভারত বিভাগ (১৯৪৭) দক্ষিন এশিয় ভূখণ্ডে সংঘটিত এক রক্তাক্ত ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত। এ ঘটনা নিয়ে ভারত,পাকিস্তান ও পশ্চিমাদেশে চলেছে বিস্তর লেখালিখি। বাংলাদেশে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও বিচার -ব্যাখ্যা করেছেন আহমেদ রফিক তার লেখায়। বইটিতে পাঠক নতুনত্বের স্বাদ পাবে।