User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি পড়ে ভাল লাগল
অয়নান্ত সূর্যের দিন নামটি দেখেই ভাল লাগল। বইটি পড়ার পর আরও ভাল লাগল। লেখককে শুভেচ্ছা। লেখকের অন্য বইগুলোও দ্রুত পড়ার ইচ্ছা রাখি।
nice writing
Awsome.....Awsommeee..........AWSOMEEEEEE....................
nice to read
nice and very handsome writing, wish u best of luck anam vai.......... irfan
nice
nice lekha, but golpogulo sundor............. length ektu barate hobe porag
চরম একখান বই
এ বইটি সংগ্রহ করতে গিয়ে (প্রচণ্ড ঠেলাঠেলিতে) লোকজন নিগৃহীত হচ্ছে বলে বিশ্বস্থ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মনেপ্রাণে কামনা করি বইটি যেন কেউ না কেনে। আমার নিজের সত্য কাহিনী বলতে গিয়ে সাহিত্য-যোগে গুলিয়ে ফেলেছি। সংক্ষেপে এই হচ্ছে কাহিনী https://www.facebook.com/photo.php?fbid=739658332720711&set=a.179417168744833.41344.100000296529859&type=1
সৃজনশীলতার উৎকর্ষে- একটি ত্রৈমাসিক সাহিত্য সম্পাদনা
আনন্দের সংজ্ঞা আমার জানা নেই। তবে এতদিনের রাত জাগা কষ্টগুলো যখন আনন্দ অশ্রুতে রূপায়িত হলো তখন ভালবাসাকে আর বুক পকেটে লুকিয়ে রাখতে পারছিনা। আনন্দ বিষয়টিই এমন এটাকে ছড়িয়ে দিতে হয় কাছের মানুষের কাছে। এই ভালবাসা এবং আনন্দের নাম তীরন্দাজ।
hmm
আমারও মনে হচ্ছে গল্পগুলি আরও ভয়ের হতে পারত। suspense এর মাঝে হাসি-তামাশা ঠিক ভালো লাগে না। ভূতের গল্প আর সাধারণ গল্পের পার্থক্য এটাই যে ভূতের গল্প পড়ে সবচেয়ে প্র্যাকটিক্যাল ধরনের মানুষটারও মনে হবে তার পেছনে কেউ (ভূত/প্রেতাত্মা) দাঁড়িয়ে আছে৷ 'আমাদের বাড়িতে শয়তান থাকে' গল্পের প্লটটা খারাপ না কিন্তু মাঝে অনেক কথা অপ্রাসঙ্গিক (বাড়তি) মনে হয়েছে৷ ভূতের গল্পে ভূতেরই সমালোচনা ভালো লাগে না৷ গল্পটা রহস্য পত্রিকায় প্রথম পড়েছি।
ভালোবাসার ন্যানো প্রহর
বর্তমান সময়ের তরুণ জনপ্রিয় লেখকদের মাঝে আসিফ মেহ্দীর নাম অগ্রগণ্য।নিজের ব্যতিক্রমধর্মী আর ভিন্ন ধাঁচের লেখা দিয়ে পাঠককুলের মাঝে নিজের আলাদা একটা পরিচিতি সৃষ্টি করেছেন। আসিফ মেহ্দীর লেখার কথা বললেই সবার আগে বলতে হয় তার ন্যানো কাব্যের কথা।ছোট ছোট কবিতা বা ছড়ার এই শাখাটি তাঁর হাতে যেন সত্যিই আলাদা রূপ পেয়েছে। ন্যানো কবিতা বা ছড়ার তাঁর প্রথম বই হল “ন্যানো কাব্য”।আমাদের প্রতিদিনকার নানা রঙের জীবন আর সেই জীবনের নানা রূপই ছিল এই বইটির প্রতিপাদ্য।পাঠককুলের আশানুরূপ সারা পেয়ে তারই ধারাবাহিকতায় তিনি লিখ...See More