User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Shalox
Shalox groon was the most favorite character of my friend. I loved the book
যুক্তি সঙ্গত কারণেই পড়তে হবে, "যুক্তি সঙ্গত কারণেই তুমি আমার"
কবিতাগুলো একটু অন্যভাবে কথা বলছে। প্রেম-বিরহ, দ্রোহ আর নাগরিকতার ফাঁকে মাঝে মাঝে গ্রাম ঢুকে পড়েছে। তাই কবিতাগুলো পড়ুন। আশা করি ভালো লাগবে।
আমাদের জীবনের ঘটনাই হল আনন্দনগর এক্সপ্রেস
অপরাধবোধ ও স্বার্থপরতা --মানব জীবনের দুই কু রিপুকে নিয়ন্ত্রনের যে চেষ্টা চলে সব সময়, কখনো দুটোকে নিয়ন্ত্রন করা যায় আবার কখনো কোনটিকেই নয়, কখনো বা একটাকে অন্য কিছু দিয়ে নিয়ন্ত্রনের চেষ্টা চলে। এই সবের মিলিত কিছুর নাম আনন্দনগর এক্সপ্রেস। বইটি এক কথায় অসাধারন। কিছুটা হলে জীবন নিয়ে আবার চিন্তা করতে বাধ্য করবে পাঠককে।
Purnangorupe search Engine Optimization shekha abong Online Ayer Upor 100 ti HD Bangla Vedio Tutorial (3DVD)
নিন্দত নন্দন
আত্মজীবনী ব্যক্তিজীবনের স্মৃতচারণ হলেও ভাস্কর, বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীর আত্মজীবনী যেন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম ইতিহাসের প্রামাণ্য দলিল। ১৯৭১ এর দুঃসহ স্মৃতি আর সম্ভ্রম হারানোর যন্ত্রণা ভুলেছেন স্বাধীনতা অর্জনের সুখ স্মৃতিতে। তাঁর লেখনীতে যেমন উঠে এসেছে একাত্তরের লোমহর্ষক নির্যাতনের কথা, তেমনি উজ্জ্বল ভাবে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কথা। রাজনৈতিক পালা-বদলে উপেক্ষিতা বীরাঙ্গনাদের মতোই নিভৃতচারী ছিলেন দীর্ঘকাল। তারপর একদিন প্রকাশিত হলো একাত্তরের সেই দুঃসহ স্মৃতিগাঁথা। ভাস্ক...See More
এক কথায় অসাধারন!
শুধু এতটুকই বলতে চাই । এই একটা বই পড়েই যা পেয়েছি তা কখনেই ভুলবার নয় । এই বইটা লাইফে যদি না পড়তাম তাহলে অনেক কিছুই মিস করতাম!
ভিন্ন ধর্মী প্রেমের উপন্যাস
জীবনের খুব গভীর উপলব্ধির কিছু কথা আছে। জীবনের যুদ্ধ জয়ের বর্ণনা আছে, জীবনে হারাবার বর্ণনাও আছে, সব মিলিয়ে একদম অন্যরকম এক উপন্যাস।
বাবলুকে নিয়ে আরেকটা বই
আরেকটি হৃদয়ছোয়া উপন্যাস। হারানো বাবলু পাঠকের কাছে ধরা দেয় ভিন্ন ভাবে।
গাধা ও মাস্তান কেন দুটোই দরকার!!
রাজীব এবং জহির দুইজনের পারিপার্শ্বিকতা ভিন্ন, পারিবারিক জীবনও ভিন্ন কিন্তু কোথাও যেন এক সঙ্গে মিলে। বাবা বিহীন এবং মাতৃ স্নেহ বঞ্চিত দুই কিশোরের মর্মস্পর্শী কিন্তু রহস্যময় উপন্যাস।
ফুটবলের ম্যাজিক
খেলা বিষয়ক কিশোরদের জন্য লেখা অত্যন্ত রোমাঞ্চকর বই। ফ্যান্টাসি আর সাসপেন্স দুটোই পাওয়া যাবে বইটি পড়লে ।