User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
লেখকের চিন্তাশক্তির প্রশংসা করতে হয়। পাঠককে ধীরে ধীরে গল্পের ভিতরে নিয়ে দ্রুত কাহিনী পরিবর্তন করার ক্ষমতা লেখকের আছে। আমার বিজ্ঞানের কিছু ধারনাকে লেখক পরিবর্তন করে দিয়েছেন আর আমি পরে দেখেছি লেখকের কথাগুলি সত্যি! এবারের বইমেলা থেকে আমি এই বইটি কিনেছিলেম। আমার বিশ্বাস সকলের ভালো লাগবে এই স্টারগেট। সম্ভবত এটাই লেখকের একমাত্র বই, কারন পুরো বইমেলায় আমি এই লেখকের আর কোন বই পাই নাই।
চমকপ্রদ তথ্যের সমাহার
Very nice book... we want more...!!
বইটি পড়ার পর বুঝলাম এতদিন শেয়ার বাজার বিষয়ে কতটা অজ্ঞ ছিলাম। বইটি পড়ে আমার মনে হলো শেয়ার ব্যবসায় প্রথমে জরুরী হলো বিনিয়োগ নিরাপদ রাখা, তারপর লাভ, মহিউদ্দিন এফসিএমএ স্যারকে ধন্যবাদ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে বাংলায় সহজবোধ্য ও তথ্য বহুল বইটি লিখার জন্য। সকল বিনিয়োগকারীর বইটি পড়া উচিৎ, কারন ড্রাইভিং না জেনে গাড়ী চালাতে গেলে যেমন দূর্ঘটনা অনিবার্য তেমনি না জেনে বিনিয়োগ করলে পুঁজি হারানোর সম্ভাবনাই বেশি।
onek valo laglo boss......asole book ta onk helpful
এক নিঃশ্বাসে পড়ার মত বই
খুব ভাল লেগেছে বইটা
কথাসাহিত্য এবং সায়েন্স ফ্যান্টাসিতে রকিবুল ইসলাম মুকুল ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। বিজ্ঞানমূলক লেখার পাশাপাশি তার লেখা উপন্যাসগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তার বইগুলো ভালো লাগে এ কারণে যে, এতে বাড়তি কিছু নেই এবং গল্প উপস্থাপনের স্টাইল আলাদা। ঠিক তেমনভাবেই ফুটে উঠেছে 'দোলনচাঁপার ঘ্রাণ'র প্রতিটি পাতা। ''সালেহা কাঁদছে। হুহু করে কাঁদছে। বৃষ্টির ছাট এসে লাগছে মুখে। ভেজা দোলনচাপার ঘ্রাণ ভেসে আসছে। বাতাসে। ম-ম করছে সোঁদা মাটির গন্ধ। জারুলগাছ থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টির অবশিষ্টের মতো তার চোখের কোণে...See More
সায়েন্স ফ্যান্টাসিতে রকিবুল ইসলাম মুকুল ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। কথাসাহিত্যের পাশাপাশি তার বিজ্ঞানমূলক লেখা খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তার বইগুলো ভালো লাগে এ কারণে যে, এতে বাড়তি কিছু নেই এবং গল্প উপস্থাপনের স্টাইল আলাদা। ভালো থাকুন প্রিয় লেখক, আমাদের জন্য সৃষ্টি করুন নিত্যনতুন চরিত্র।
অসাধারন