User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
স্যার, আপনার "রিচার্জ your ডাউন ব্যাটারি " বইটি পড়লাম। আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। বরাবরের মতো আপনার লেখায় 'তুই' সম্ভোধন টা আমার অনেক ভালো লাগে। কেমন জানি আপন আপন ভাব আসে। আমি ভাসির্টিতে পড়ি, বইয়ের প্রধান চরিত্র আবির যার মাঝে আমি নিজেকে খুঁজে পাই, সেও একটা ভাসির্টিতে পড়ে, সে কারণে আপন ভাবটা আরো বেশি। এই বইটা ভাসির্টিতে পড়ুয়া সকলকেই পড়া উচিত, অন্তত যারা ভাসির্টিতে উঠে হঠাৎ ডিপ্রেশনে পড়ে যায়। প্রতিটি পেজের নিচে, পরিশ্রমী সফল মানুষদের উক্তিগুলো যে কাউকে উৎসাহিত করবে। প্রতিটি অধ্যায়ের শেষে...See More
চমক
বইটির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে নিজে নিজেকে প্রশ্নবিদ্ধ করার কৌশল টি। নিজের অর্জন গুলো দেখিয়ে দেয়া আর যা এখনো অর্জন করা বাকি তা অর্জনে উদ্বুদ্ধ করা। আর ব্যাটারি রিচার্জের দশটি point তো অসাধারণ। এমন একটি বই লেখার জন্য ধন্যবাদ ঝংকার মাহবুব ভাই কে ।
কথাগুলো রাজু নূরুলের স্ট্যাটাস থেকে নেয়া: একজন সাংবাদিক যখন প্রেমের গল্প লেখে, তখনও কি অনুসন্ধিৎসু চোখে সেই প্রেমের দিকে তাকায়? প্রেমের দিকে অনুসন্ধিৎসু চোখে তাকালে সেটা দেখতে কেমন হয়? আবার পেশায় সাংবাদিক কেউ যদি জীবনের গাঢ় অনুভূতিকে বর্ণনা করে সেটা কি অনেক বেশি তীব্র আর প্রখর মনে হয়? যেমন, প্রিয়জনহীন মেয়েটি পতিতালয়ে বড় হলেও তার মধ্যে প্রেমের তীব্র আকুতি দেখি। সেই প্রেম, অচেনা বাবার জন্য, যাকে খুঁজে বেড়ায় খদ্দেরের শীতল হাড়ে। পড়তে পড়তে কেমন চোখে জল জমা হয়। পড়তে পারেন। ছোট গল্পের বই। প্রতি...See More
অনেক ভালো বই
Dear Mr. Bishwajit Banik, Thanks for your comments. As a new writer this book is my first book. I know regarding your comments. I should improve in next edition. You can try my another book from Onnonna Europer Sonali Dingulo which is now running 3rd edition. If you don't mind i can send a specimen copy. Regards Hafiz
দেশের শীর্ষ মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট, শীর্ষ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমাদের এক ঝাঁক তরুণ ভাই-বোনদের দ্বীনে ফিরে আসার গল্প। এদের কেউই মাদ্রাসায় পড়েন নি। বড় হয়েছেন সেক্যুলার অথবা গতানুগতিক মুসলিম পরিবারে। সেসব ভাই-বোনরা যখন দ্বীনে আসে, প্র্যাকটিসিং হয়, তার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে কোন জিনিস? সেসব গল্প নিয়েই 'প্রত্যাবর্তন'। শুধু নন-প্র্যাকটিসিং থেকে প্র্যাকটিসিং মুসলিম হওয়া ভাই-বোনদের গল্প নয়, আছে ভিন্ন ধর্ম থেকে ইসলামে ফিরে আসা কিছু ভাই-বোনদের ...See More
এক নিঃশ্বাসে পড়লাম। মনে হচ্ছিলো শ্বাস আটকে যাচ্ছে প্রতিটা লাইনে। সত্যি বলছি তোমার জল দিয়ে লিখা নাম গুলোর ভিতর এতোটা ডুবে যাবার প্রস্তুতি নিয়ে বইটা পড়তে শুরু করিনি। ভেবেছিলাম অনেক হাসবো। তাই মন খারাপ হবার সাথে সাথেই বইটা খুললাম, একটু হাসবো বলে। কিন্তু মিউ মিউ যখন থেকে মিউ মিউ করা বন্ধ করে দিলো আমার হাসিটাও যেনো তখন থেকেই থেমে গেলো। মনে হচ্ছিলো চোখের সামনে বৈশাখীকে দেখছি। দেখছি পূর্নকে নিয়ে তূর্য্যর মায়ের পূর্নতা। আবার পূর্নকে হারিয়ে সেই মায়ের ই শুন্যতা। সত্যি অসাধারন। কিজানি মন খারাপ ছিলো বলে ক...See More
অসাধারন একটি বই
5 star