User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বই রিভিউ বইঃ হাবলুদের জন্য প্রোগ্রামিং লেখকঃ ঝংকার মাহবুব যারা বইটি পড়েছে বা পড়ছে তারা নিশ্চয় এই বিষয়ে নিশ্চিত যে প্রোগ্রামিং শুধু শেখার বিষয় নয় মজার জিনিষও বটে । প্রোগ্রামিং শিখার জন্য বড় কিছু করা লাগবে না,শুধু দরকার একটু খানি চেষ্টা আর লেগে থাকা । বইয়ের নাম "হাবলুদের জন্য প্রোগ্রামিং" হলেও প্রোগ্রামিং শিখতে চাওয়া যে কোন হাবলু , বলদ,বস যে কোন পাবলিকই বইটি পড়ে প্রোগ্রামিং এর বেসিক নিজের কব্জায় নিয়ে আসতে পারবে । এর আগে কেউ বলে নাই যে , অ্যারে মানে এক প্যাকেট বিস্কুট , লিটন ভাই এর চা বানানো হচ...See More
Jhankar Mahbub vai Er nam jemon ashadaron temni onar prottekti book o oshadaron really vai apnar book ta osthir and ai book ta pore amara onek upokrito hobo and really Thank you??
অনেক হাই লেভেলের বই। সাধারণ মানুষের জন্য বুঝা কষ্টকর
বইটা হাতে পেয়েছিলাম ফেব্রুয়ারির ১৩ তারিখে। একরাতেই বইয়ের অর্ধেক শেষ করে ফেলছি্লাম। রাত ১০ টা থেকে ২ টা কখন বেজেছে বুঝতে পারি নাই। বইটার পড়ার সময় মনে হবে কোন বড় ভাই কোন অলস, ফাকিবাজ এক ছোটভাইকে তার জীবনের ভুল গুলো ধরিয়ে দিচ্ছে এবং এই ভুল গুলো কিভাবে শোধরানো যাবে সেই নিয়ে উপদেশ দিচ্ছে। সেইটাও আবার গল্প আকারে। এখানকার সবচেয়ে ভালো লাগার ক্যারেক্টার হলো মাসুম ভাই। তিনি উপদেশ দিচ্ছেন ঠিকই আবার মাঝে মাঝে হালকা বাশ দিচ্ছেন সেইটা বোঝা যাচ্ছে। বইটা আমি একরাতে শেষ করলেও কিছু কিছু টপিক্স আছে আন্ডারলাইন করে ...See More
বইটি আর আট দশটি মোটিভেশনাল বইয়ের মতো নয়। বইয়ের ভিতর লেখক খুব সুন্দর ভাবে তার পাঠকের সাথে ইন্টারকশনের চেষ্টা করয়েছে, যেটা বরাবর ই ঝংকার ভাই করে থাকেন। কিছু পৃষ্ঠা পর পর ই লেখক তার পাঠকের কাছে কিছু প্রশ্নের উত্তর চেয়েছে, যে প্রশ্নের উত্তরের মাধ্যমে পাঠক তার নিজেকে নতুন ভাবে চিন্তে পারবে। লেখক খুব সুন্দর ভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যে লাইফে ভাল কিছু করতে হলে সুপার হিউম্যান হতে হয় না এবং আমরা দৈনন্দিন জীবনের কিভাবে সময় নষ্ট করই। আমরা কিভাবে নিজেদের সমস্যা গুলো অতি সহজে সমাধান করতে পারি। খু...See More
হাবলুদের জন্য প্রোগ্রামিং। রিভিউ আমি বইটার ৫ টা সেকশন পরছি। বইটা হচ্ছে হাব্লুদের জন্য (আমার মত- যাদের প্রোগ্রামিং মাথায় ডুকে না)। বইটাতে Jhankar Mahbub ভাই খুব সহজে প্রোগ্রামিং এর কন্সেপ্টা তুলে ধরছে । বইয়ের কিছু ৫ টা সেকশন পরে শিখছি প্রোগ্রাম খায়, পরে না মাথায় দেয়। ভ্যারিয়েবল আর স্ট্রিং। প্রোগ্রামিং এর কন্সেপট গুলো বুজতে পারতেছি, খুব সহজে। বইটাতে মজার মজার অংশের নাম দেখে পড়ার আগ্রহ টা আরো বারছে।
কোন বিষয়ই ভাবগম্ভীর ভাবে উপস্থাপন করা হলে সেটা বেশীক্ষণ নেয়া যায় না। সেদিক থেকে বেশিরভাগ মোটিভেশনাল বইয়ের গতানুগতিক টোনের কোন মিল নাই এই বইয়ে! মজার ভংগীতে চমৎকার উপস্থাপনার জন্যে অনেক সিরিয়াস কথাও ভাল ভাবে গ্র্যাব করা যায়। আর শেষ পার্টে অ্যাকশনেবল ফর্মটা হতাশার কফিনে যেন শেষ পেরেক।
ধন্যবাদ জানাই ঝংকার মাহবুব ভাইকে "রিচার্জ Your ডাউন ব্যাটারি " এর মতো অসাধারন বইটি লিখার জন্য।মনে হচ্ছে বইটি আরও কয়েক বছর আগে পেলে হয়তো আমার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য দুটোই বদলে ফেলতাম।যাইহোক বইটি পরে অনেক উপকৃত হচ্ছি।বইটিতে ছাত্রজীবন এবং ব্যক্তিজীবনের অনেক ছোটোখাটো এবং বড় ধরনের সমস্যা ও তার সমাধান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।যাই হোক আবারও ধন্যবাদ জানাই বইটির লেখক ঝংকার মাহবুব ভাইকে।।
jhankar mahbub is best one and only in programing.but "Recharge Your Down Battery " that's awesome book. i feel like to read more his word. all the best. i'm a hablu jhankar mahbub hablu the great.
বইটি আসলেই ভালো ।তৌহিদুর রহমান উদয়ের তিনটি বই প্রকাশিত হয়েছে।তার মধ্যে দুটো আমি পড়ছি। দুটোই অনেক ভালো বই এবং সেগুলো হল--কণা কোয়ান্টাম পরিচিতি , আইনস্টাইন, আপেক্ষিকতা’র তত্ত্ব ও মহাবিশ্ব।