User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
সত্যি অসাধারন একটি বই। সাফল্য কামনা করছি।
১৯৯৮ সাল। কেমব্রিজ থেকে গ্র্যাজুয়েট শেষ করে তিন বন্ধু যোগ দিয়েছেন নিজ নিজ চাকরিতে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে দলবেধে নতুন নতুন উদ্যোগ নিয়ে সেই কাজগুলোর পিছনে ছুটে বেড়ানোটা গ্র্যাজুয়েশনের পরেও তাদের পিছু ছাড়েনি। তাই একদিন তারা ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন, শরবতের ব্যবসা। তবে তাদের শরবত ছিল বাজারে প্রচলিত শরবত থেকে একটু আলাদা। ছোট একটা এক্সপেরিমেন্টের ফলাফল থেকে তারা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তারপর শুরু হল ব্যবসার পিছনে ছুটে চলা। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা বুঝলেন বাজারে তাদের শরবতের চাহিদ...See More
মুনীর হাসান। যত পড়ছি তত উনার ফ্যান হয়ে যাচ্ছি। নাহ সেটা লেখার গুনে নয়। উনার চিন্তা ভাবনার জন্য। পড়ো পড়ো পড়ো দিয়ে শুরু। দেশের উদ্যোক্তাদের নিয়ে কিছু করার চিন্তা ভাবনা নিয়ে তাদের অনুপ্রেরনার জন্য গ্রোথ হ্যাকিং মার্কেটিং, শরবতে বাজিমাত। ক্রিয়েটিভ কমন্স এর আওতায় এই প্রথম কোন বই দেখলাম। লেখক বলেই দিয়েছেন নাম উল্লেখ পূর্বক কপি পেস্ট গ্রহনযোগ্য। প্রচ্ছদটাও ভালো। বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীদের চাকরি জুজুর পিছনে না ছুটে অন্য কিছু করতে ভাবাবে। আর যারা বই কিনতে পারবেন না, তাদের জন্য একটু বই থেকে হি...See More
সমসাময়িক যে কোনো লেখকের চেয়ে অনেক ভালো হাতের লেখনী। লেখকের প্রথম বই হিসেবে খুবই ভালো হয়েছে। আশাকরি পরের বই গুলো আরো ভালো হবে.
বইটির রাকিবের চরিত্রে নিজেকে খুঁজে পেয়েছি। বইটি জিবনের ডিপ্রেশনকে, বুড়ো আঙ্গুল দেখিয়ে- "সফলতার সাথে টিকে থাকার দিক নির্দেশনা হিসেবে কাজ করবে ।
বাংলাদেশের আমলাতন্ত্রে লেখকের যাত্রা ১৯৮২ সালে। সে বছরই এর নাম হয় বাংলাদেশ সিভিল সার্ভিস’-বিসিএস ।। এর আগে নানা নামে পরিচিত ছিল এই স্রোতধারা ।। আমলাতন্ত্রের এই মূল স্রোতধারায় লেখক তাঁর জীবনের অমূল্য বত্রিশ বছর কাটিয়েছেন। নানা জায়গায় নানা পদে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ােজিত থেকেছেন তিনি। তার অবস্থান ছিল এর অন্তঃপুরে। হয়েছেন অন্তঃপুরের অনেক ঘটনাপঞ্জির প্রত্যক্ষদর্শী। এর পাত্র-পাত্রীদের দেখেছেন খুব কাছ থেকে। প্রশাসনযন্ত্রের অন্দরমহলের রঙ্গমঞ্চে এসব। পাত্র-পাত্রীর অনেকে অভিনয় করে গেছেন ...See More
“ রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেন নি ” -সৈয়দ মুজতবা আলী। শত মাইল দূরে বাংলা একডেমীতে চলা অমর একুশে বইমেলায় যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হলেও rokomari.com এর সৌজন্যে পেয়ে গেলাম ভার্চুয়াল জগতের প্রিয় ব্যক্তিত্ব Jhankar Mahbub ভাইয়ের লেখা বই #রিচার্জ_Your_ডাউন_ব্যাটারি।।। পড়ার শুরুতে যে ভুমিকা লিখা রয়েছে সেটা পড়েই বইটির পড়ার তৃষ্ণা আরও কয়েক গুন ...See More
চরম ফালতু একটা বই। হরর, থ্রিলারের কচুও লিখতে পারে না, পুরাই জঘন্য সব গল্পে ভরা। আমার পুরাটা টাকাই জলে গেছে... কেউ টাকা নষ্ট করতে চাইলে কিনতে পারেন।
jooss
অনেক সাহায্য করেছে এই বইটি আমাকে।