User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
3 star
Best writter
not bad
One of the best book.It has radically changed my fearful thought about Math.Now I can think, I learned to think something new about the digits and number. Chomok vi i am from kushtia also. wishing you best of Luck. Thanks:)
মা আগের চেয়েও গম্ভির হয়ে বলল, “সেদিন তাে সিনেমা দেখতে না পেরে আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, মিতুল আমার মনে। দুঃখ দিলাে, তুমি মিতুলকে অংকে ফেল করিয়ে দাও।” মার কথা বলার ধরণ দেখে মন খারাপের। সময়ও মিতুল হেসে খুন। মিতুলের মা মােটেও এমন দোয়া করেনি। মিতুল তাে অংকে একশােতে একশােই পেয়েছে। কিন্তু মিতুলের। মন খারপ দেখলে ওর মা সবসময় এমন হাসির কথা বানিয়ে বানিয়ে বলে যেনাে মিতুল হাসে। মিতুলের রেজাল্ট নিয়ে মা কখনােই মন খারাপ করে না।।
তাযকেরাতুল আওলিয়া বা আওলিয়াকেরামের হাজার উপদেশ
মাওলানা ফরিদ উদ্দিন আত্তার
নিম্নমানের কাগজে, কপি করা বই, অথচ লেখা অফসেট!!!
এটি অমর একুশে গ্রন্থমেলা 2018-এর একটি বেস্ট সেলার বই।
It's a great book for learning Arabic.
বাংলাদেশে এইরকম 3D বই তৈরি হচ্ছে জেনে খুব ভাল লাগছে। আমি বইটি নিয়েছি, আমার ভাই বইটি পেয়ে খুব খুশি হয়েছে। আশা করছি তারা আরো ভাল ভাল বই আমাদের উপহার দিবে।
প্রতিটি মানুষের একজন প্রিয় গুরু থাকে। আমার গুরু, আইডল, প্রিয় ব্যাক্তি জে. আলী স্যার। তাঁর প্রতিটি কথা আমার কাছে আধ্যাত্মিক মনে হয়। স্যারের কথা বলতে গেলে অনেক বলতে পারবো। স্যারের আরো বাস্তবধর্মী লিখনি তে আমাদের পথচলা মসৃণ হবে। কৃতজ্ঞতায়: স্যারের একজন ভক্ত।