User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
জাকির নায়েকের লেকচার গুলো শুনে লেখা বই। লেখকের নিজের বক্তব্য এত কম যে মাঝে মাঝে মনে হয়েছে আমি জাকির নায়েকের লেকচারের সামনে বসে আছি।
এই বইটা অনেকের কাছে বাজে বলেই মনে হবে। আমি ধারণা করি কেউ যদি একটু ধারণা প্রবণ না হয় তাহলে এই বই বোঝা তো দুর-একদম ই বাজে বলেই মনে হবে। এই সিরিজের প্রথম বই হিসেবে এটা বেশ বেমানান মনে হয়েছে। তবে ওভার অল বেশ সুন্দর লেখনী। মনেহয় কোন বিশাল কবিতা লিখেছে কেউ।
আসলে প্রথম বইটা না পড়লে এই বই কেউ তেমন বুঝবে বলে মনে হয়না। আবার প্রথম বই এর সাথে খুব সামান্যই মিল্বে ঘটনার ধারাবাহিকতা। সব মিলে ভালোই বইটা। সিরিজের শেষ বইটাতে আমুল পরিবর্তীত লেখকের লেখনী। এটা বেশ চিন্তার উদ্রেক করে।
লেখকের লেখা মনমুগ্ধকর। তবে একটু খাপ ছাড়া লেগেছিল। এই বইটা শেষ পাতা পর্যন্ত না পড়লে কোনভাবেই বোঝা সম্ভব না নিশি মিয়া কে- কী ও কেন সবাই তাকে খুজছে। আশা করি লেখক নতুন বই লিখবেন নিশিমিয়াকে নিয়ে...
এত দুর্বল লেখা লিখে কীভাবে একজন লেখক বাংলা একাডেমি পুরষ্কার পেতে পারে এটাই মাথায় আসেনা। বাকোয়াজ সব গল্প। এত বাজে কেন এই ছোটকাকু সিরিজ? কোন গল্প নাই। কোন প্লট নাই। শুধু নামের অন্তমিল!
The book is not like any others book, its a different taste in every single point. Like it.
বইটার ভাষা এতই খারাপ ও নোংরা যে পড়া যায় না, আর কথায় কথায় গালি, টাকাটা নষ্ট হল আরকি...
''চমক ভাই চমক দিসে''
কবির পুরো নাম শান্তিবাবু প্রসাদ রায়। আমি তাকে সস্নেহে শুধু শান্তি নামে ডাকি। অফিসে আমার প্রতিবেশী শান্তি মৃদুভাষী, ভীষণ বিনয়ী ও সদাহাস্যময়। একজন কবির এসব গুণ থাকতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। যদি থাকে, মন্দ কী? এমন গোবেচারা কবিটি যখন হাত কচলে এতো এতো প্রেমের কবিতা আমাকে ধরিয়ে দিলো প্রায় বছর খানেক আগে, প্রথমত পড়ার জন্য, দ্বিতীয়ত মূল্যায়ন ও পরামর্শ দেওয়ার জন্য এবং সবশেষে ক’দিন আগে একটি ভূমিকা লেখার জন্য, বিচিত্র সব অনুভূতি আমাকে পেয়ে বসে। ও যেভাবে বলে না করা যায় না। আমার খুব ইচ্ছে করেছিলো এই দেবদাস ...See More
This Book is very helpful for New investor as well as existing. Topics are sorted by many questions thus I can find the answer easily of my queries.I can understand the language easily. Thanks to the Author, Mr. Mohammed Mohiuddin FCMA for the fantastic book.