User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কৈশোর জীবনের অন্যতম প্রিয় একটা বই । এখনও পড়তে ভালো লাগে ।
অসাধারণ একটি বই। এক নিঃশ্বাসে পড়ে শেষ করে ফেলা যায়
অসাধারণ লেখনী
Awesome
Excellent book . This book kicks the ass of atheist.
চমক হাসান ভাইয়া বরাবরই চমক নিয়েই হাজির হন, এবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি । পুরো বইটি পড়লাম, প্রথম দিকে অনেকটা উপন্যসের মতো ! পরে আবার গণিত শেখা !! এক কথায় গল্পে গল্পে গণিত শিখতে চাইলে এই বইয়ের বিকল্প কিছু নেই । সকলকে অবশ্যই রেকোমেন্ড করবো বইটি পড়ার জন্য :)
১. গণতন্ত্র নামক শাসন ব্যবস্থার মধ্যে একই সাথে দুটো বিপরীত বৈশিষ্ট্য ক্রিয়াশীল। একদিকে এটি যেমন সংখ্যাগরিষ্ঠের শাসন, একই সাথে সংখ্যা লঘিষ্ঠেরও। সাধারণত ধর্ম, বর্ণ কিংবা জাতিগত দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষেরা রাষ্ট্রীয় শাসনক্ষমতা নিয়ন্ত্রণ করে। আবার, অর্থনৈতিকভাবে বিবেচনা করলে কতিপয় পুঁজিপতি কিংবা পুঁজিবাদের রক্ষক শ্রেণিই এই শাসন ব্যবস্থার নিয়ন্ত্রক রূপে অবতীর্ণ হয়। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যখন এই মানুষগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন অর্থনৈতিক ভাবে নিম্নসত্মরে অবস্থান করা মানুষ হয় এর প্রথম শিকার। ...See More
বাজে অনুবাদ
তৎকালীন রাঁচী মানসিক হাসপাতালের বাংলার রোগীদের দুঃখ দুর্দশার চিত্র লেখক সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন তার বর্ণনাতে।
জাকির নায়েকের বাংলা ভার্শন পড়তে ফালতু লেগেছে। ইদানীন সবাই এমন জাকির কপিয়ার হয়েছে যে কোণটা কার লেখা বোঝাই যাচ্ছেনা।