User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আমি বইটি পড়েছি কয়েক বার৷ পড়ে মনে হয়েছে, বাংলাদেশের প্রত্যেটি বাবা-মা' র এবং শিক্ষার্থীর এই বইটি অন্তত একবার পড়া উচিৎ৷
ইমরান কায়েস লেখালেখি করছেন অনেক দিন । অনলাইনে, লিটল ম্যাগে, পত্রিকায় । সেক্ষেত্রে তার প্রথম উপন্যাস বিষাদ আসলে একজন পুরনো লেখকের প্রথম উপন্যাস । বিষাদে তিনি যে প্লটে গল্প গুছিয়ে এনেছেন, যে তীক্ষ্ণ অন্তরভেদী দৃষ্টিতে মনের অলিগলি ঘুরে বেড়িয়েছেন , তার তুলনা হয়না । মায়াময় এক ঘোর তিনি তৈরি করেছেন , ভালোবাসায় কাতর লজিকাল আর এন্টি লজিক্যাল ক্যারেকটার দাড়িয়েছে মুখোমুখি । অপর্ণাদি আমাদের সবার কৈশরের প্রেম হয়ে গোপন ফুলের ঘ্রাণের মতন ছড়িয়ে ছিলো উপন্যাস জুড়ে । আর বিষন্ন সমস্ত মেঘ মাথায় নিয়ে , সিগারে...See More
বুক রিভিউ - রিচার্জ your ডাউন ব্যাটারি লেখক-ঝংকার মাহবুব প্রকাশক-আদর্শ মুদ্রিত মূল্য-২০০ টাকা প্রতিদিনের এই রুটিন ধরে চলতে থাকা জীবনে আমরা সবাই কখনো না কখনো একটু ঝিমিয়ে যাই। মনে হয় যা করছি তা ঠিক মনের মত হয়ে উঠছে না। পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে এবং মনে হচ্ছে এখন আর কাভার করার সময় নেই।আত্মবিশ্বাস্টা একদম তলায় গিয়ে ঠেকে।একসময় আক্রান্ত হই বর্তমান যুগের মহামারী "ভাল্লাগে না" রোগে"। এছাড়া ডিপার্টমেন্ট ভালো লাগে না,এখান থেকে কিভাবে ভালো করা সম্ভব,ব্যবসাটা ঠিক জমছে না,আর হবে না,অন্যদের মতো আমি ...See More
Very nice comic.I like this book.I am waiting for read the book of zoom-2,3
রকমারি-বইপোকা রিভিউ পাচ গোয়েন্দার প্রতিটি বইও বেশ ভাল লেগেছে,কারন,লেখকের যুক্তিগুলো বেশ ভাল।সব যুক্তিই লৈাকিক।পড়ার মত একটি বই।অবশ্যই পড়ে আনন্দ পাবেন।
রকমারি-বইপোকা রিভিউ নাম-দা বস ইজ অলওয়েজ রাইট দাম-১৫০টাকা এত সুন্দ্র লেখকের সুন্দর একটা বই!অথচ সমালোচনায় ভরা! রম্য নিয়ে বাজারে এত ভাল বই কমই পাওয়া যায়।নি:সন্দেহে কিনতে পারেন।ঠকবেন না।অনেকে বলেছেন,রম্যের সাথে মুক্তিযুদ্ধের গল্পও আছে,তাতে সমস্যা কি? মুক্তিযুদ্ধের গল্প তার চেয়ে আর কে ভাল লেখতে পারেন! মা বইটি তো তারই লেখা।সর্বপরী, আরেকটা বেস্টসেলারের অপেক্ষায়...
অসাধারন
মহান এই বিজ্ঞানীকে নিয়ে এরকম সুন্দর ও সুপাঠ্য বই লেখার জন্য অশেষ কৃতজ্ঞতা। পড়ে উপকৃত হয়েছি। লেখার ভাষা বেশ লেগেছে। এই সিরিজ অব্যাহত থাকবে বলে আশা রাখি।
ধন্যবাদ সাবের।
good