User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কিভাবে ডিভিডেন্ট এডজাস্ট হয় এবং কিভাবে টাকা ও শেয়ার সেটেলমেন্ট করা হয় বইটি পড়ে সেটি জানতে পেরে উপকৃত হয়েছি। ধন্যবাদ লেখক ও রকমারি.কম।
বইটি চমৎকার লেগেছে ।
তথ্যবহুল ।
সত্যিরকমারি -বইপোকা রিভিউ নাম-অনতুর দশ নাম্বার মুল্য:৭২টাকা সত্যি কথা বলতে কি,পুরাই ফাও বই।গল্প ইচ্ছা করেই টেনে বড় করা হয়েছে।৩১ পৃস্টার বই দাম ৮০ টাকা!তাও এক পৃস্টাতে ১০০শব্দের বেশি লেখা হয়েছে বলে মনে হয় না।প্রতেক পৃস্টা পর পর আবার পৃস্টা ভরা ছবি।গল্পের কাহিনীও বেশি ভাল না।এত ছোট গল্প কোন সংকলনে ঢুকিয়ে দিলেই হত।অযথা বাড়তি করে বই আকারে বের করা হয়েছে।সুমন্ত আসলামের মত লেখকের থেকে এটা আসা করা যায় না।অবশ্য প্রকাসনীর চাপেও এটা হতে পারে।একটা রেটিং দিলাম।মনে হয় তার যোগ্য না
অত্যন্ত চমৎকার একটি বই। এক নিশ্বাসে পড়ে ফেলার মতো একটা বই।
দারুণ লিখেছেন দিবাকর দা। একটিমাতর খুনের ঘটনা থেকে পুরো পলট সাজানো আসলেই ভালো হয়েছে। একটানে পড়ার মত বই। পড়েওছি তাই। বোরিং লাগেনি কোথাও, সবসময় রানিং ছিল। পুলিশের পরপরই এনএসআই-য়ের দৃশযপটে আসা, ঢাকা-গাজীপুর যাওয়া-আসা, কলু খুঁজে না পাওয়া, বাইটটযা রমিজের সাকষাৎ ইতযাদি সবই ছিল মজার। তবে আমার মতে আসল খুনী কে সেটার চাইতে বেশি চমক ছিল এনএসআই-য়ের ভেতরেই। আর রসুন দিয়ে মরিচ ভরতা…দিবাকর দা পারেন নাকি বানাতে? একদিন চেখে দেখতে হবে। #হযাপি_রিডিং
রকমারি-বইপোকা রিভিউ নাম-দিপু নাম্বার টু দাম-৯৩টাকা অসাধারন এক কিসোর উপন্যাস।বেশ রোমাঞ্চকর।দিপু নামক এক মা হারা ছেলের কাহিনি।তার বাবা বেশ অদ্ভুত।তার সাথে পরিচয় হয় তারেক নামক আরেক দুস্টু ছেলের। তার মা পাগল।তাকেই ভাল লেগে যায় দিপুর।গল্পের শেষ এ বরাবরের মত জাফর ইকবাল স্যারের এর লেখা আরেকটি মজার আডভেঞ্চার।পড়ার মত একটি বই......
গ্রেট ম্যান
নাঈম ভাই বস
One of my favourite book among all