User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এই চরমোনাই এর প্রত্যেকটা বই এর মাঝেই গাজা খুরি ঈমান নষ্টকারী কিচ্ছা আছে।।।কেউ এই বইগুলো পড়বেন না।।।
ভন্ড চরমোনাই এর ঈমান নষ্ট কারী বই।।।এই বই কেউ পরবেন না দয়া করে আল্লাহর দোহাই।।।
This Book is very Better Type..........
বেশ ভাল।৩-৪বার পড়লাম কিন্তু প্রকৃত সিক্রেটা যে কি ধরতে পারলাম না।কিন্তু অনুমান করেছি।
Zero to One: Notes on Start Ups, or How to Build the Future
পিটার থিয়েল
Best business book.you can think beyond. when I buy it from rokomari I think,I waste my money.because this book is so small and paperback. though it's paper is paperback but quality good.
বইটি আমি পড়েছি। অগোছালো। অপ্রয়োজনীয় ব্যাকরণে ভরা। আসলে আমি যা চেয়েছি তার কিছুই এই বইটি থেকে পাইনি। চিত্রনাট্যের কিছু স্যাম্পল আছে বটে। সাধনকুমার ভট্টাচার্যের নাটকের বইটি অনেক উন্নত। আর এটি একদমই কাজের বই বলে মনে হলো না। লেখক বোধহয় ভালোমতো স্টাডি না করেই বইটি লেখায় হাত দিয়েছিলেন। পড়ে তাই মনে হয়েছে।
মুর্তজা বশীর এদেশের একজন শীর্ষ চিত্রশিল্পী। বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের প্রথম প্রজন্মের এই শিল্পী তাঁর সৃজনভুবনে নানা মাধ্যমের কাজের মধ্য দিয়ে হয়ে উঠেছেন স্বাতন্ত্র্যে উজ্জ্বল অগ্রণী চিত্রকর। শক্তিশালী ড্রইং, রঙের সুমিত ব্যবহার এবং সমাজচেতনায় উদ্দীপিত দৃষ্টিভঙ্গি মুর্তজা বশীরকে দিয়েছে স্বাতন্ত্র্য। বহু মাধ্যমে তিনি কাজ করেছেন, যেমন ছাপচিত্র, জলরং, তেলরং, মিশ্র মাধ্যম। চিত্রশিল্পের ভুবনে এই দৃপ্ত পদচারণার পাশাপাশি তিনি নিরলস সাহিত্যসাধনা করে চলেছেন। সাহিত্যের সকল শাখায় তাঁর সহজ বিচরণ। তাঁর একা...See More
খুব সুন্দর বই
5**
Its really a very good book for those people who want to invest in capital market. Actually both new and existing investor will know lot of important things from this wonderful book.Every topics in this book are really easy to understand . I Hope people will be very helpful from this book as like me. Thanks to the Author Sir, hope it will be very good impact in our economy.