User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এই লেখকের কোন বইই ভাল না।
আমি উনার কয়েকটি বই কিনেছিলাম। বই গুলো পড়ে দেখি উপস্থাপনা অত্যন্ত খারাপ। বই পড়ার অযোগ্য।
সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ : C
মোঃ কামরুজ্জামান নিটন
রাসূল (স.) এর শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ: আর রাহীকুল মাখতূম
আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
The Best one of all
এই বইটি কেন শ্রেষ্ঠ সিরাতের বই তা না পড়ে বুঝা যাবে না। রাসুল (সঃ) এর জীবন অত্যন্ত ব্যাপক। এই ব্যাপকতাকে বইয়ের পাতায় পাতায় পরিমিত ভাবে ছফিউর রহমান মোবারকপুরী এত নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন যে তা এক কথায় যেন 'লেখনী-বিজ্ঞানে' পরিণত হয়েছে। চমৎকার বই। অন্য কোন সীরাতের বই না কিনে এইটা কিনে নিলে সব সিরাতের বইয়ের সারাংশ পড়া হয়ে যাবে ইনশা-আল্লাহ। জাযাকাল্লাহ!
রান্নার জাদুকর ফখরুদ্দিন বাবুর্চি : ৮০ টি দুর্লভ রেসিপি
শহীদুল হক খান
দি লেজেন্ড
আজ থেকে ২৬ বছর আগে প্রথম তার রান্না তেহারী খেয়েছিলাম স্কুলে। সেই থেকে শুরু, ১২ বছর পার করে এসেছি ভিকারুন্নিসার প্রাঙ্গনে। আধো হিন্দি আর বাংলা মিশিয়ে কথা বলতেন ফকরুদ্দিন বাবুর্চী। আমাদের স্কুলের বিশাল মাঠের এক কোনায় বড় বড় ডেগচিতে তার তেহারী আর কাচ্চীর সুগন্ধ আজও ভুলতে পারিনা। মাথায় টুপি, সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে তিনি ঘুরতেন আর তার সহকারীদের নির্দেশ দিতেন। মশলা আর লবন তিনি নিজের হাতে দিতেন। হয়তো সেই রান্নায় স্কুলের মেয়েগুলির জন্য প্রচুর ভালবাসা ছিল তাই রান্নার স্বাদই অন্যরকম ছিল। আজও ভুলতে পারি...See More
অভিনব।
রকমারির প্রিভিউ থেকে বোঝা দুষ্কর নোটবইটা কতটা চমকপ্রদ। দাদুর টেবিলে দেখা মেটেরিয়া মেডিকার আদলের ক্ষুদে সংস্করণ। ১৫০ টাকায় আসলেই ৬০০টা হলদেটে পৃষ্ঠা, ১০* ১৩.৫*৪.১ সেমি.! প্রচ্ছদে পাবলো পিকাসোর হাতে আঁকা সেলফি একটা স্বকীয়তা এনে দিয়েছে। নিজে ব্যাবহার করুন, দারুন। গিফট আইটেম হিসেবেও অনবদ্য। এমন কাজ দেশে হচ্ছে ভাবতে ভালো লাগে। নোটবইতে এত আঙ্গিকের বিন্যাস হতে পারে জানানোর জন্য খেরো- খাতাকে ধন্যবাদ। আরও ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার কাজ প্রত্যাশা করি।
ভাল লাগার মত একটি বই
বইটা পড়ে ভাল লেগেছে...আরও লিখবেন...শুভ কামনা রইল... :)
চেয়েছি জোছনার প্লাবন
তারুন্যের হাতে অনন্য একটি সুন্দর কবিতার বই। দারুন লিখেছেন ভাইয়া। শুভ কামনা রইল।
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো- তোমার মনের মন্দিরে....
শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম ।। প্রেম, ছোট ছোট অভিমান, প্রকৃতি আর বয়ে বেড়ানো কিছু দুঃখ , সব মিলিয়ে একটি চমৎকার ভাললাগার বই।।শুভকামনা এবং অপেক্ষায় রইলাম আগামী বই টি হাতে পাওয়ার জন্য ।।
Excellent
This is an excellent book. The opening contains one of the best known beginnings of English literature and although the first couple of chapters can be a little tiring,because they are setting the scene, the rest of the book is quick paced. This is one of the best Charles Dickens books and one of the best books I have ever read.
ভালোবাসার ও একটি নীল প্রজাপতি
boita khub valo lagcee....heart touching book..humayun ahmed ar par ai kono writer ar boi ato valo lagsccee, writer k thanks.....