User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
good
হিমেল ভাই, আপনার টিউটোরিয়াল গুলো দেখলাম, অনেক ভালো কাজ এবং খুব সাজানো গুছানো। যাঁরা শিখতে চান তারা এখান থেকেই সব কিছু শিখতে পারবে। তবে আপনার কাভারটির সর্ম্পকে আমার মন্তব্য : এটি অনেক বেশি হিবি জিবি হয়ে গেছে। যদি পারে কাভারটি আরেক টু সহজ ভাবে ডিজাইন করুন।
Supper.........
vai onek valo hoyeche. tobe kichu manush ace jara apnar ai kaz sundortomo kaz take mollo na diye somlachona korbe. k ki bollo k ki korlo pichone takanor dorkar nai himel vai. go ahead
about this book
Namaz sorbosreshtho ibadat.tai sothik niyome ta adai kora aboshok.ai boi to te namazer joruri abong sadharoner ojana bishesh masayel deya ase.tai namazider ai boo theke gaain neya joruri
টম সয়ারের দুঃসাহসিক অভিযান রিভিউ
মার্ক টোয়েন স্যারের সবচেয়ে আলোচিত বিখ্যাত চরিত্র টম সয়ার,বই "দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়ার" - আমার পড়া অন্যতম সেরা অ্যাডভেঞ্চারাস বই।টমের ছোটোবেলার দুরন্তপনা,দস্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া কিংবা টম-হাকল- জো এর অ্যাডভেঞ্চার দল তৈরি সবকিছুতেই যেনো একটা মোহনীয় ভাব আছে।বইটা অন্তত একবার যে পড়বে,সে বইটা আরো কতোবার যে পড়বে তার ইয়ত্তা নেই।তবে যতোবার ই পড়া হোক না কেনো প্রতিবার ই কাহিনী নতুনের মতো লাগবে।সবমিলিয়ে চমৎকার একটি বই "টম সয়ারের দুঃসাহসিক অভিযান"।
হাকলবেরি ফিনের দুঃসাহসিক অভিযান রিভিউ
মার্ক টোয়েন স্যারের বইগুলো এমনিতে ই আমার অত্যন্ত পছন্দের,যখন যেভাবে পারি কিনে নেই।সেদিক থেকে এ বইটিও সেভাবেই কেনা,আর এ বইটি কেনার সময় আরো একটি বইও কিনেছিলাম - মার্ক টোয়েন স্যারের ই "টম সয়ারের দুঃসাহসিক অভিযান"।এ বই দু'টির প্রেক্ষাপট আসলে একই তাই একসাথে কেনা।অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য চমৎকার একটি বই,এটা পড়ে নিয়ে আসল ইংরেজী বইটি পড়লে ভালো লাগবে বলে বিশ্বাস।
সানিব্রুক ফার্মের রেবেকা রিভিউ
বইটা অনেক আগে পড়া,সম্ভবত ২০০৯ সালের দিকে।লুকিয়ে কিনেছিলাম বইটা,স্কুলে বইয়ের ভেতর লুকিয়ে পড়েছিলাম।বইয়ের শুরুটা একেবারে সাদামাটা,শুরুতেই পড়তে ভালো লাগবে বলে মনে হয় না তবে আস্তে আস্তে ধৈর্য্য নিয়ে পড়া শুরু করলে অনেককিছু শেখা যাবে।
এ জার্নি টু দ্যা সেন্টার অব আর্থ রিভিউ
গল্পটা জুলভার্নের এক অনবদ্য রচনা,অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য বইটা যথোপযুক্ত।আসল বইটা পড়ার আগে অতি সাবলিল ভাষায় বিরচিত বাংলা অনুবাদটা পড়ে নিলে মূল রচনাটা অনেক সহজে বোঝা যায়।বাঙালী শিশুদেরকে অ্যাডভেনচারের স্বাদ দিতে এ বইটির তুলনা হবে বলে মনে হয় না।
এলজা অক্টাভেলা সিরিজ পর্ব ১ : একটি সাম্রাজ্যের মৃত্যু
আমের মোস্তাক
এক কথায় অসাধারণ !
বাংলায় কমিকস, তাও আবার নিজেদের লেখা এবং আঁকা । পড়তে গিয়ে আসলেই মনে হয় যুদ্ধবিধ্বস্ত অক্টাভেলা সাম্রাজ্যের ভিতর বসে আছি । অসাধারন ভাবে গল্পটাকে তুলে ধরা হইছে । গল্পে হয়ত হতে চলেছে একটি সাম্রাজ্যের মৃত্যু, কিন্তু আমি দেখছি এক নতুন সাম্রাজ্যের উদ্ভব । "কল্পবাবুর সাম্রাজ্য" । ধন্যবাদ কল্পবাবু , অসংখ্য ধন্যবাদ ।
আয়েশা ফয়েজ-এর দৃঢ় মনোবল অবশ্য অনুকরণীয় একটি গুণ।
বইটি পড়ে মন ভীষণ আর্দ্র হয়ে আছে। সব কিছু কেমন ভিজ্যুয়ালাইজ হয়ে উঠছে। ...... এটি একটি আত্মজীবনীমূলক লেখা। লেখিকা বাঙলা সাহিত্যের প্রবাদ পুরুষ, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর মা আয়েশা ফয়েজ। যিনি একাধারে একজন শহীদ মুক্তিযোদ্ধার বিধবা এবং রত্নগর্ভা জননী। সকলেরই জানা, তারপরও বলার লোভ সামলাতে পারছিনা। তার তিনটি পুত্রই স্ব স্ব ক্ষেত্রে দ্যুতি ছড়িয়েছেন, ..............হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল এবং আহসান হাবীব তাঁরা কেউ কারো পরিপূরক নন। এই বইয়ে লেখিকা লিখেছেন তার বিবাহ পরবর্তী জীবন থেকে সাল...See More