User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ড. মুহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, তারা সংস্কার প্রস্তাবের কোনটাতে কোনটাতে একমত এবং কোনটাতে কোনটাতে একমত নয়, সেটা যেন লিখিতভাবে জানান। দলগুলো এই প্রক্রিয়ায় প্রতিবেদন জমাদানের সময় কোনটাতে কেন একমত এবং কেন একমত নয়, সেইটার পক্ষে যুক্তি প্রদর্শন করতে পারেন। এরকম প্রতিবেদন প্রণয়নের কাজে এই গ্রন্থটি রাজনৈতিক দলগুলোকে ব্যাপক সহায়তা করতে পারে। উদাহরণ হিসেবে অনুচ্ছেদ ৭০ এর ব্যাখ্যাটা ছবিতে তুলে ধরা হলো:
আমি মনে করি বইটি সবার পড়া উচিত। কারন আমরা বেশিরভাগ মানুষই আরবি ভাষার অর্থ জানিনা।বইটিতে সহজ ও সাবলীল ভাষায় লেখা আছে।বুঝে বুঝে পড়তে সুবিধা হবে। আমরা কতো টাকা এদিক সেদিক নষ্ট করি।পরকালের জন্য না হয় এতটুকু ব্যয় করি।হয়তো এই বইয়ের অছিলায় প্রকৃত মুমিন কি বুঝতে পারবো,হয়ে উঠতে পারবো, ইনশাআল্লাহ।
"অলৌকিক ১৩" বইটি এক কথায় অসাধারণ! এটি এমন একটি বই, যা পাঠককে প্রথম পৃষ্ঠা থেকেই রহস্য আর ভয়াবহতার জগতে নিয়ে যায়। লেখক রাসেল ভাই তাঁর লেখনীর মাধ্যমে এক অনন্য ভৌতিক অভিজ্ঞতা তৈরি করেছেন, যা পাঠকের মনে দাগ কাটবে। বইটিতে যে গল্পগুলো রয়েছে, সেগুলো বাস্তবের সাথে মিশে থাকা অলৌকিক ঘটনার প্রতিচ্ছবি। ভাষার ব্যবহার সহজ ও সাবলীল, যা যে কোনো পাঠকের জন্য পড়তে আর বুঝতে সুবিধাজনক। লেখকের বর্ণনা এতটাই প্রাণবন্ত যে, পড়তে পড়তে মনে হবে যেন নিজেই সেই ঘটনার মধ্যে উপস্থিত! বিশেষ করে, প্রতিটি গল্পের শেষে যে সাসপেন্স ...See More
onk sundor Ekta book Valo legeche pore
যে-রকম অসাধারণ বইটির নাম ঠিক তেমনি বইটিতে কবির লেখনী।
সেইরকম একটি বই,অনেক কিছু বুঝার আছে।কবিগুরু মোহিত শাহর দীর্ঘায়ু কামনা করি
অসাধারণ একটি বই। একটা সময় চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের এই বইটা একবার হলেও পড়া উচিত । ধন্যবাদ প্রিয় লেখক আরিফ আজাদকে ।
সলিড কিছু আশা করেছিলাম। বেশিরভাগই লেখকের মনগড়া কথা বার্তা আর কপি পেস্ট। কোনো এনালাইসিস নাই। হতাশ হইলাম, টাকাটাই নষ্ট।
এই বই কোনোদিন মনে হয় প্রকাশিত হবেনা
joss❤️