User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি ভালো।তবে আমার মনে হয় এক্ষেত্রে আরও কাজ করা যেত।বোর্ড প্রশ্ন ও স্কুলের প্রশ্ন বাড়ানো।বিভিন্ন টেকনিক দেওয়া যার মাধ্যমে সহজে ও তাড়াতাড়ি এমসি কিউ সলভ করা যায়।টাইপভিত্তিক ম্যাথ দেওয়া।বিভিন্ন সুত্রের প্রতিপাদন দেয়া।
আসপেক্ট বায়োলজি (ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল, এইচএসসি)
দি নেটওয়ার্ক রিসার্স এন্ড পাবলিকেশন্স
1st year a boiti kaw kinben na sobai 2nd year a kinban booi ta onek informative
আসাধারণ বই।Best Ghost Book.
অনেক সুন্দর প্রোডাক্ট। দাম অনুযায়ী অনেক ভালো।
নামটা যতোটা আকর্ষনীয় বইটা ততোটা আকর্ষণীয় লাগেনি। মোটামুটি ধরনের একটা বই, তবে আমি বইটা পড়ার পড়ে চমৎকার শুটকী রেসিপি পেয়ে রান্না করতেও শিখেছি (জোকস এ পার্ট!) লাস্টের টুইস্ট এ কিছু আগ্রহ জন্মাবে পাঠকের মনে নেক্সট পার্ট পড়ার জন্য। ওভার অল মোটামুটি চলে টাইপ বই!
ভাল একটা বই
অসাধারণ একটা উপন্যাস। হুমায়ুন আহমেদের পরে এখন যারা নতুন লিখছেন তাদের মধ্যে ওবায়েদ হকের লিখাই সবচেয়ে ব্রিলিয়ান্ট মনে হয়েছে আমার কাছে।এতো চমৎকার সব উপমা এই বইতে দিছেন উনি, এক কথায় অসাধারণ। সমসাময়িক ঘটনা গুলাই উনার লেখায় স্থান পায়, এই বিষয় টাও আমার কাছে খুবি ভাল লেগেছে।বইটার উৎসর্গ পত্রটা আমার কাছে সব চেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে, "বুদ্বিজিবী এবং প্রতারকদের"।
বইটার নামের সাথে গল্প শব্দটা কেন জুড়েছেন লেখক আমি বুঝতে পারিনি কারণ বইটায় কোন গল্প বলতে কিছুই নেই। আছে শুধু জিন দের সম্পর্কে কিছু বর্ণনা। কিং সোলাইমানের সম্পর্কে ও কিছুই বলা নেই যাস্ট কিং সোলাইমানের জিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বর্ণনা করা হয়েছে। বইটা আমার কাছে কিনে মনে হয়েছে শুধু শুধুই কেনা হয়েছে, বেকার কোন কাজের নয়।
খুবি ভাল একটা বই, থ্রীলার প্রেমীদের জন্য বেস্ট।লেখার ধরন খুবি ভাল। বর্ণনা করেছেন অসাধারণ ভাবে। একটার পর একটা টুইস্ট চমৎকার ভাবে এনেছেন। খুবি চমৎকার একটা বই।
ভাল, অনুবাদ হওয়ায় পড়তে যা একটু সমস্যা করে। তবে অনুবাদ টা খারাপ না। মোটামুটি ভাল।