User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আপেক্ষিক!! বইটার অতিরঞ্জিত প্রসংশা যাঁরা করছেন- সম্ভবত পাঠক হিসেবে খুব কাঁচা। দুঃখিত! বিভুতিভূষণ, মানিক, রবীন্দ্রনাথ, সৈয়দ মুজতবা আলী, শির্ষেন্দু, শরৎচন্দ্র, হুয়ায়ুন আহমেদের পাঠক দের কাছে এসব বই অতি সস্তা মানহীন অপাঠ্য। তবে এটা ভালো যে, মানুষ বই ক্রয় করছে, পড়ছে, বই নিয়ে কথা বলছে- এসব সুখের কথা।
Inspirational book. It’s great ?
রোড টু অপারেশন আল আকসা ফ্লাড নামটা শুনলেই বোঝা যায় আল আকসা ফ্লাডের পটভূমি নিয়ে লেখা বই। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু ফলো করা কিংবা না করা মানুষজনও এটা শুনে থাকবেন গত প্রায় দেড় বছর যাবত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে আক্রমণ করে, যেটা সবাইকে অবাক করে দেয়। ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি আর সার্ভেইল্যান্সকে ফাঁকি দিয়ে যেকোনো আক্রমণই ছিল শুধু মুশকিলই না, অসম্ভব একটা ব্যাপার। কিন্তু হামাস সেটা করে দেখায়, সম্ভবত তারা নিজেরাও এতটা আশা করেনি। যদিও এর পরিণতিও হচ্ছে ভয়াবহ। গ...See More
best book ami ai boi pora anok benefits palam
দারুন লিখেছো। প্রতিটি গল্পই ভৌতিক ও আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।
'গল্পের রাজ্যে' বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে এই খুদে লেখক এর আরো অনেক গল্প পড়ার আশা রাখি ।
AL'HAMDULILLAH. প্রি-অর্ডার করা ড. মিজানুর রহমান আজহারি সাহেবের "এক নজরে কোরআন বইটি হাতে পেলাম। হাতে পেয়েই বইটা পড়ার লোভ সামলাতে পারলাম না। বইটা একটি ইনফো টাইপ বই। প্রতিটা সূরাতেই কয়েকটি টপিকে লেখক অনেক interesting infos দিয়েছেন। বইটা খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। বইটা পড়ে বুঝলাম কোরআন নিয়ে কত কিছুই জানি না। আমি সুরা ফাতিহার অংশটি পড়েছি। লেখক সূরার শুরুতে সূরাটার ইতিহাস তুলে ধরেছেন। এরপর নামের রহস্য, শানে নুযুল, ফযিলত, অন্য সূরার সাথে সম্পর্ক, overview, case study, reflection, ca...See More
অসাধারণ বই । সত্যি প্রতিকূল পরিবেশকে কিভাবে কাজে লাগানো যায় , সাথে লেখকের বাস্তব জীবনের বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে এইখানে
মেঘেরা জোছনায় উঁকি দেয়-চরিত্রগুলি বহু মাত্রার, তাদের প্রতিটি সিদ্ধান্ত উত্তেজনার বৃদ্ধি ঘটায়।ঠিক যখন আপনি ভাবেন সবকিছু বুঝে ফেলেছেন, তখন আবার আরেকটি বাঁক আসে। “এই অবিশ্বাস্য Cliffhanger,পরবর্তী বইটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেবল কল্পনা করতে পারি কীভাবে গল্পটি আরও এগিয়ে যাবে…“ Thanks Najmul Faisal for your creation.
বইটি অনেক সুন্দর আমি মনে করি সকলেরই এই বইটি কেনা প্রয়োজন এবং কোরআন সম্পর্কে বাংলায় এর থেকে ভালো আর কোন বই হতে পারে না ???????