User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি অনেক গোছালো কিন্তু বইটি পড়ার সময় অনেক প্রশ্নের ভুল উত্তর পাইছি।
Nice Book
শিরিন শবনম আপুর লেখা দারুণ। সহজ - সাবলীল ভাষায় আপু তার লেখাগুলোকে বইয়ের পাতায় চমৎকারভাবে উপস্থাপন করেন। জলজোছনা বইটা ভালো লেগেছে। বইটার প্রচ্ছদ এবং প্রোডাকশন দারুণ হয়েছে।
ফরেস্ট গাম্প চমৎকার একটা বই। লো আই-কিউ সম্পন্ন ফরেস্টের কাহিনীটা পড়ে ভালো লেগেছে। লেখক বইটির সরাসরি অনুবাদ না করে যেভাবে মূল ভাবটা নিয়ে নিজের মতো করে সাজিয়ে লিখেছেন তা ভীষণ ভালো লেগেছে। পড়েও আরাম পেয়েছি। অনুবাদ বইগুলোর প্রতি আমার আলাদা একটা আকর্ষণ থাকে। এই বইটার নামও সুন্দর ছিল। অনুবাদক হিসেবে পায়েল মণ্ডল এবং শিরিন শবনমের কাজ অনেক ভালো হয়েছে। বইটির প্রোডাকশন এবং প্রচ্ছদ ভীষণ ভালো লেগেছে।
কিছুটা পড়েছি। অসাধারণ লেগেছে। আসলে শক্তি ভাইয়ের সব বইগুলোই অসাধারণ। "মুমিনের ক্যারিয়ার ভাবনা", "মিশন ইসলাম" এই বইগুলোও আমার প্রিয়। উনি একজন বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার, সরকারি মেডিকেল কলেজের শিক্ষক। তারপরেও নাস্তিকতা, পশ্চিমা মতবাদ, সংশয়বাদ এসবের বিরুদ্ধে অসাধারণ লিখে যাচ্ছেন প্রতিনিয়ত
শবনম শিরিন আপুর লেখা অসাধারণ। খুবই ভালো লেগেছে ?
বইটি অনেক সুন্দর, বেশ ভালোই লাগলো পড়ে
আশা করি অতি দ্রুত পাওয়া যাবে।
মনে পড়ে মনও পোড়ে বই টা পড়া সম্পর্ন হয়েছে কিছু দিন সালমান হাবীবের লেখা গুলো সব সময় মন কাড়ে এবার ও তার বেতিক্রম হয় নি । কবি সাহেবের জন্য শুভ কামনা .......❤❤❤
এইচটিএমএল এর সহজ পাঠ (প্রজেক্ট এবং সিএসএস) সহ
মাহবুবুর রহমান (আইসিটি)
Very Excelent Book