User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বই এর ভেতরে সব ঠিক আছে যেমন আশা করেছিলাম তেমনি তবে বাইরের অংশে মলাট এর কিনারে ছেড়া,আর নিচের অংশেও স্ক্র্যাচ পড়েছে। এরপর থেকে সাবধানে বইপুস্তক ডেলিভারি দেওয়ার অনুরোধ রইলো। আশা করি এ ব্যাপারে রকমারি যত্নশীল হবে।
Very Helpful?
আসপেক্ট ফিজিক্স (ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এইসএসসি)
মো: সুমন হোসেন
got the desired book.thanks to rokomari
Khub valo boi, sohoj vabe sob bola hoiche.
মুনজেরিন আপুর গ্রামার বইটি খুবই কার্যকরী। তাঁর 'IELTS' কোর্সও আমার প্রস্তুতিতে খুব সাহায্য করেছে।
মুনজেরিন আপু সব সময় খুব সহজভাবে শেখান। Complete English Grammar বইটি পড়ার পর আমার গ্রামারের ধারণা অনেক পরিষ্কার হয়েছে।
আমি হোমিওপ্যাথি প্র্যাক্টিস করি। আমাদের হোমিওপ্যাথিতে একটা সাবজেক্ট আছে 'মায়াজম' বলে। যেখানে একজন মানুষের চেহারা বা অঙ্গভঙ্গি দেখে রোগীর অবস্থা অনেকটা নির্ণয় করা যায়। সেই হিসাবে 'চেহারা দেখে রোগ নির্ণয়' বইটি কিনেছিলাম। কিন্তু এখানে তেমন কিছুই পেলাম না।
মুনজেরিন আপু তাঁর বইয়ের মাধ্যমে খুবই কার্যকরীভাবে গ্রামার শেখান। তাঁর কোর্সগুলোও অসাধারণ!
মুনজেরিন আপু সব সময় সহজ উদাহরণ দিয়ে গ্রামার শেখান। তাঁর Complete English Grammar বইটা আমার খুব ভালো লাগছে!
ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স
মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
ব্রেইন ব্যালেন্স = ব্যাংক ব্যালেন্স বইটার একটা চমৎকার অধ্যায়ের বর্ণনা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে রিয়েলিটি ক্রিয়েশন। আমরা যেটা বাস্তবে পেতে চাই সেটা কিন্তু আগেই ইমাজিন করি। কিন্তু সেই ইমাজিনেশনটা বাস্তবায়নের একচুয়াল ফর্মুলাটা এই বইটা থেকে পেয়েছি। আশাকরি এটা সকল স্বপ্নবাজ মানুষের জন্য উপকার হবে।