User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আল-কুরআনের আলোকে ‘উলুল আমর’—বইটি বিশেষভাবে ঐক্য ও নেতৃত্ব প্রতিষ্ঠার প্রেক্ষাপটে কুরআনভিত্তিক নির্দেশনা দেয়। বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর মধ্যে যে বিভাজন, অনৈক্য ও অস্থিতিশীলতা চলছে, তার মূল কারণ এবং সমাধানের পথ দেখাতে এই বইটি অত্যন্ত সহায়ক। ‘উলুল আমর’ নির্বাচন এবং তাদের আনুগত্য সম্পর্কে বইটির ব্যাখ্যা অত্যন্ত পরিষ্কার ও বাস্তবভিত্তিক। যদি মুসলিমরা একত্রিত হয়ে এই নির্দেশনাগুলো অনুসরণ করত, তবে পৃথিবীজুড়ে মুসলমানদের অবস্থান আরও শক্তিশালী হতো।
nice book
সভ্যতা বলতে আমরা শুধু পশ্চিমা সভ্যতাকেই বুঝি। তারা আমাদেরকে যেসব জ্ঞান সেগুলোই মূল জ্ঞান হিসেবে বিচার করা হয়। কিন্তু মুসলমান ও ইসলামের অসাধারণ একটা সভ্যতা রয়েছে - তা আমাদেরকে জানা থেকে দূরে রাখা হয়েছে। যেন আমরা আমাদের সভ্যতা ও ঐতিহ্য সম্পর্কে না জানতে পারি। ড. মুসতফা আস সিবাঈ আমাদেকে পশ্চিমা ও ইসলামের সভ্যতাকে এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন।
Phoenix NSU Model Test Book is the best book for NSU admission test preparation. It's packed with valuable information and the explanations make it easier to grasp the concepts. Highly recommended!
বইটি রচনা করে মানুষকে প্রচলিত ভুল ধারনা সমূহ শুধরে দেওয়ার জন্য অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি।
বইটি থেকে কুরআনের দৃষ্টিতে মুসলিম উম্মাহর ঐক্য এবং নেতৃত্বের ভূমিকা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি। বিশেষভাবে, উলিল আমরের দায়িত্ব পালন এবং এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন এটি কুরআন ও সুনাহর নির্দেশনা অনুসরণে মুসলিম সমাজের ঐক্যবদ্ধতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে, তেমনি অন্যদিকে এটি আমাদের মনোযোগী করে তোলে নিজেদের দায়িত্ব সম্পর্কে। বইটি সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, যা সাধারণ পাঠকদের জন্য খুবই উপকারী। আমি মনে করি, এটি মুসলিমদের ঐক্য ও নেতৃত্...See More
নফস ও শয়তানের বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। একটু সুযোগ পেলেই শয়তান আমাদেরকে বিপথগামী করে ও পাপাচারে লিপ্ত করে। নফস ও শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য অসাধারণ একটা বই “ নফসের ধোঁকা ও আত্মনিয়ন্ত্রণ” বইটি। অনুবাদক যখন আলী আহমাদ মাবরুর ভাই, তখন তো অনুবাদ নিয়ে কথায় নেই। এক্কেবারে সাধারণ পাঠকদের ভাষায় অনুবাদ করেছেন।
আল কুরআনের আলোকে সালাত" খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি গ্রন্থ, যা সালাত সম্পর্কে আমাদের ধারণাকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে। এটি আমাদের যে প্রচলিত ধারণা রয়েছে, তার বাইরে গিয়ে কুরআনের আয়াতসমূহের ভিত্তিতে সালাতের প্রকৃত অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করেছে। সালাত শুধুমাত্র একটি আচার-অনুষ্ঠান নয়, বরং এটি আল্লাহর নির্দেশনা অনুসরণ এবং স্রষ্টার সাথে সম্পর্ক বজায় রাখার একটি মাধ্যম। এটি কুরআনের অনুসন্ধানী পাঠকদের জন্য একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।
বইটিতে ঈমান সম্পর্কে অনেক অস্পষ্ট ধারণা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। ঈমানের মৌলিক দিকগুলি কুরআনের আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, যা একজন পাঠকের জন্য অত্যন্ত পরিষ্কার। আমি এই বইটিকে ঈমান সম্পর্কিত যে কোনও জটিলতা বা বিভ্রান্তি কাটানোর জন্য একটি ভালো সহায়িকা মনে করি।
প্রতিটি যুবক-যুবতিদের জন্য বইটি পড়া বাধ্যতামূলক করা দরকার। এক কথায় অসাধারণ একটা বই। অবৈধ প্রেম - ভালোবাসা, ডিপ্রেশন, জ্ঞানের সীমাবদ্ধতা, যুবক-যুবতিদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে সুন্দর ও সাবলীলভাবে আলোচনা করা হয়েছে। সাথে সাথে সেগুলো থেকে কিভাবে দূরে থাকা যায়, তার সমাধান আলোচনা করা হয়েছে।