User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো বই। সাবলিল অনুবাদ। ধন্যবাদ অনুবাদককে।
Was this review helpful to you?
or
দারুণ একটি ফ্যান্টাসি বই ।
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই। অনুবাদ ও অনেক ভালো
Was this review helpful to you?
or
খুব ভাল লাগল।
Was this review helpful to you?
or
অনেক ভালো বই
Was this review helpful to you?
or
---রিভিউ-নং-৩৬---- বইয়ের নাম:দ্য হবিট লেখক:যে.আর.আর.টোলকিন অনুবাদক:শাহেদ জামান প্রচ্ছদ:রাকিব শাহরিয়ার মূল্য:২৪০ টাকা। প্রকাশনী:আদী অনলাইন পরিবেশক:রকমারি। রিভিউ:গল্পটা একজন হবিটের,কিংবা তেরো জন বামনের,কিংবা একজন জাদুকরের,কিংবা ভয়ঙ্কর যুদ্ধের। যে হবিটের গল্প তার নাম হচ্ছে বিলবো ব্যাগিনাস।পাহড়ের নিভে একটা গর্তে সে বাস করে।পেশায় সম্ভ্রান্ত চোর।পরিবারের গর্ব।হবিট দের পরিবার,চিরকালই সুখে শান্তিতে থাকতে চায়,ঝামেলা তাদের ধাতে নেই।একদিন এমনই সুন্দর একটা সকাল উপভোগ করতে যাচ্ছিলো বিলবো, এমন সময় হাজির হলো জাদুকর গ্যান্ডালফ।গ্যান্ডলফ মোটামুটি বিখ্যাত,কারন তার গল্পের জন্য।গ্যান্ডলফ অভিযানে যান।আর সেইসন অভিযানের গল্প এতই রোমাঞ্চকর যে সবার কাছে পরিচিত তিনি।তো গ্যান্ডলফ এসে বলল,সে অভিযানে যাবে কি না।বিলবো তো কক্ষনই যাবে না,কারন আগেই বলেসি হবিটরা অভিযানে বেরোই না।এভাবে প্রথম দিন গ্যান্ডলফকে তাড়িয়ে দিলেও পরদিন বিলবোর বাড়িতে হাজির হলো ১৩ জন বামন।সবাই অভিযানে যাবে।সঙ্গী হিসাবে তাদের লাগবে দক্ষ চোরকে।আর হাত সাফাইয়ের কাজ বিলবোর চেয়ে ভালো কেও করতে জানেনা।তাই বিলবোকে তাদের সফর সঙ্গী হিসাবে লাগবে।কোনভাবেই বিলবো এই ১৩ বামনকে বোঝাতে পারল যে হবিট ফ্যামিলি অভিযানে যায় না।আর অভিযানের কাহিনী শুনে তো বিলবো মোটেই রাজি হলো না।১৩ নামনের মধ্যে একজনের নাম থোরিন,রাজ পরিবারের ছেলে।এককালে ড্রাগন স্মাউগ তাদের পরিবারকে ধ্বংস করে দিয়ে নিয়ে যায় তাদের সোনাদানা।স্মাউগ সোনা-দানা ভালোবাসে।সেইসব ভরি ভরি হিরে পান্নার ওপর শুয়ে আছে স্মাউগ এক পাহড়ে।এবারের অভিযানের বিষয় এটাই,যে করেই হোক স্মাউগের হাত থেকে সেইসব হিরে পান্না নিয়ে আসতে হবে। স্মাউগের বিষয়ে একটু বলে রাখা দরকার,তার শরীরের চামড়া হাজারটা বর্মের সমান,হাজারটা ছুড়ির আঘাতেও কিছু হয় না তার।সেই ড্রাগনের কাছ থেকে কিভাবে, ১৩ বামন,গ্যান্ডলফ আর শান্ত প্রিয় হবিট বংশোদ্ভূত বিলবো ছিনিয়ে আনবে সোনা দানা? একসময় শান্ত প্রিয় বিলবো মুখো মুখো হলো ঘুমন্ত মহান ড্রাগন স্মাউগের,পালাতে যাবে এমন সময়েই জেগে উঠল স্মাউগ। এখন?কিভাবে বাচবে বিলবো আর তার যাত্রীরা?তারা কি আদৌ সোনা দানা নিয়ে ফিরতে পারবে?পারলেও কিভাবে?আর এত সোনা তারা বইবেই বা কিভাবে?এটাই কি হবে বিলবোর প্রথম আর শেষ অভিযান? চলুন তাহোলে ঘুরে আসা যাক বিলবোর সাথে সোনা দানা উদ্ধার করতে। প্রথমে লেখক সম্পর্কে বলি,টোলকিন অনেক ভাবুক মানুষ এটা আমি পড়তে পড়তেই বুঝতে পেরেছি।প্রথমে একটা কাহিনী শুরু করে শেষ করে দিয়েছে পরে শেষের দিকে আবার সেই কাহিনী উঠে এসেছে।অর্থাৎ একেক্টা অধ্যায় রিলেটেড। এবার অনুবাদকের কথা আসি।শাহেদ জামান ভাইয়ার অনুবাদ বরাবরই অসাধারন হয়।দারুন ভাবে তিনি আমাদের।মাঝে ব্যক্ত করেছেন সব কাহিনী।কখনো মনে হয়নি আমি অনুবাদ পড়ছি,মনে হয়েছে টোলকিন সাহেব যেন বাংলাতেই লিখেছেন!আর প্রচ্ছদ ও তেমনই সুন্দর হয়েছে। এবার নিজের কথা বলি,হবিট এককথা অসাধারণ একটা বই।অনেক নাম ডাক শুনলেও পড়ার সৌভাগ্য আগে হয়নি।কিন্তু এবার পড়ে আমি আসোলেই মুগ্ধ।এক বসাতে মন্ত্রমুগ্ধের মত পড়েছি এক'শ পৃষ্ঠা। আর বইটা শেষ করে চোখে হাত দিয়ে দেখি নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। গ্যারান্টি দিচ্ছি নিরাশ হবেন না। পড়ার আমন্ত্রণ রইলো। রেটিং:৪.৯/৫