User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
good history.
Was this review helpful to you?
or
বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হলে বই টি পড়া দরকার।
Was this review helpful to you?
or
Nothing new here! It's a short version of "Bangladesh: A Legacy of Blood" by Anthony Mascarenhas.
Was this review helpful to you?
or
"বাংলাদেশ একটি রক্তের দলিল" বইটি অ্যান্থনি মাসকারেনহাসের "বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড থেকে রূপান্তরিত।" সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস সিনেমাটিক ঢঙে নিজের বর্ণনা এবং তার নেয়া বিভিন্ন ব্যক্তিবর্গের সাক্ষাৎকার থেকে বইটিতে স্বাধীনতার পরবর্তী অন্দরমহল ক্ষমতার দ্বন্দ্ব , সেনাবাহিনীর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামরিক ব্যক্তিবর্গদের ক্ষমতার দ্বন্দ্ব তুলে নিয়ে আসেন। বইটিতে প্রথমের দিকে শেখ মুজিবুর রহমান যে নিজেকে রাষ্ট্রপ্রধান ও বঙ্গবন্ধু হিসেবে আলাদা ব্যক্তিত্বের প্রমাণ দিতে পারেননি , দেশ শাসনের পরিবর্তে দলীয় শাসন , সরকার দলীয় লোকদের দুর্নীতি, পাকিস্তান আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাংলাদেশ আমলে দ্বিগুণ হয়ে যাওয়া , সাধারণ জনমনে অসন্তোষ এবং সর্বোপরি সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস এবং এর বিপরীতে রক্ষী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন কারণে বিপথগামী 2 মেজরের চৌকস পরিকল্পনায় বঙ্গবন্ধু সপরিবারে মৃত্যুবরণ। এর পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভুগিয়েছে একজন দক্ষ দেশ শাসকের অভাব । এ বিষয়টি আরও প্রকট হয় যখন 3 নভেম্বর জাতীয় চার নেতার জেলে থাকা অবস্থায় মৃত্যু হয়। এর পিছনে মূল হোতা ঐ 2 বিপথগামী মেজর ফারুক-রশীদ। "তারা দেশের পরিবর্তন চায় ,দেশের মুক্তি চায়, দেশের সাধারণ মানুষের কল্যাণ চায়" অন্তত তাদের দেওয়া সাক্ষাৎকারে এটুকু প্রমাণ পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীতে ব্যক্তি দ্বন্দ্ব চরমে পৌঁছালে একে অপরের বিপরীতে অবস্থান নেয় এবং অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান ঘটে থাকে। এজন্য এন্থনি মাসকারেনহাস এক জায়গায় উল্লেখ করেন,"জওয়ানরা মজা করে বলতো চলো আজকে অভ্যুত্থান করি।" এই সেনাবাহিনীর মধ্যে পরস্পর দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বে সবাই যখন সন্দিহানের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখনই ঘটে সিপাহী বিপ্লব এবং এর মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়া। তাই অ্যান্থনি মাসকারেনহাস একটি অধ্যায়ের নাম দিয়েছেন জিয়া একটি উপাখ্যান। তার ভাষ্যমতে জিয়া ছিলেন অত্যন্ত চতুর শান্ত ও ঠান্ডা মেজাজি যা তাকে পরবর্তীতে শাসনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। কিন্তু সে সুখ দীর্ঘস্থায়ী হয়নি , সরকার দলীয় লোকদের দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি যেসব কারণে পঁচাত্তরে শেখ মুজিবকে ও খন্দকার মোশতাক সরকারকে উৎখাত করা হয় ঠিক একই কারনে বিপথগামী সেনাদের হাতে অত্যন্ত নিষ্ঠুর মৃত্যু ঘটে জিয়ার। বইটি হাইলি রিকমেন্ডেড । বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে থ্রিলিং সব রোমাঞ্চ যেহেতু সেনেমেটিক ঢঙে বর্ণিত হয়েছে এর কাহিনী। এবং একইসাথে এন্থনি মাসকারেনহাসের বর্ণনায় জানা হবে দেশের কিছু না জানা ইতিহাস।
Was this review helpful to you?
or
অ্যান্থনী ম্যাসকারেনহাসের বাংলাদেশের ইতিহাস নিয়ে লিখিত দুটি বই অত্যান্ত জনপ্রিয়। "বাংলাদেশ একটি রক্তাক্ত দলিল" বইটিতে স্বাধীন বাংলাদেশের প্রারম্ভিক সময়কার বেশকিছু উল্লেখযোগ্য স্পর্শকাতর ঘটনাবলীর বর্ণনা রয়েছে, যেগুলি বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের জানা উচিত। তবে এই ঘটনাবলীর বর্ণনা জানার জন্য অ্যান্থনী ম্যাসকারেনহাসের "বাংলাদেশ একটি রক্তাক্ত দলিল" বইটির তথ্য কতোটুকু নিরপেক্ষ, তা বিচার করতে হলে ঐসকল উল্লেখযোগ্য ঘটনাবলীর বর্ণনা রয়েছে এমন অন্যান্য বইও পড়া উচিত। একজন অ্যাংলো-ইন্ডিয়ান হিসেবে অ্যান্থনী ম্যাসকারেনহাসের সদ্যস্বাধীন বাংলাদেশের ঔসকল স্পর্শকাতর ঘটনাবলীর উপস্থাপনা অসাধারণ হলেও তার এসকল তথ্য লব্ধতার উৎস কতোটা বিশ্বাসযোগ্য সেটি যাচাই করাটা অনিবার্য। কিন্তু ৩য় বিশ্বের উন্নয়নশীল দেশ হতে নব্য উত্তরণকারী দেশের সাধারণ নাগরিক হিসেবে সেটার প্রশ্ন তোলাটাই যেন পাপ।