User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কলামিস্ট ইফতেখার আহমেদ টিপুর সময়ের প্রতিচ্ছবি বইটিতে স্থান পেয়েছে এ সময়ের আলোচিত সমস্যাগুলো। বইটি লেখকের প্রতিদিনের চিন্তা-ভাবনার স্মারক। যানজট বাংলাদেশের জাজ্বল্যমান সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এ সমস্যা আমাদের সম্ভাবনাকে গ্রাস করছে। রাজধানী ছেড়ে যানজট যে সারা দেশকে আক্রান্ত করেছে মহাসড়কগুলোর চিত্র তারই সাক্ষী। এ বিষয়ে লেখকের চিন্তা-ভাবনা প্রকাশ পেয়েছে বইয়ে। ভ‚মিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা বলে-কয়ে আসে না। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমাদের কী প্রস্তুতি থাকা উচিত সে বিষয়ে লেখকের চিন্তা-ভাবনা প্রকাশ পেয়েছে বইটিতে। আমাদের রয়েছে মেধাবী ও সস্তা জনশক্তি। উন্নতির চাবিকাঠি হতে পারে এ অনন্য সম্পদ। কিন্তু বিদ্যুৎ ও গ্যাস তথা ইন্ধনশক্তির অভাবে দেশ কাক্সিক্ষত গতিতে এগোচ্ছে না। শিল্পায়নের অন্য ক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ সম্পর্কেও আলোকপাত করা হয়েছে বইটিতে। জনশক্তি রপ্তানি খাত বা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে প্রাণভোমরার ভ‚মিকা রাখছে। জনশক্তি রপ্তানি খাতের সমস্যা ও সমাধানের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে অন্য এক লেখায়। বাংলাদেশ নদ-নদীর দেশ। পদ্মা-মেঘনা-যমুনা বিধৌত এ দেশের পরিচিতির সঙ্গে নদ-নদীর অবিভাজ্য সম্পর্ক সহজেই অনুমেয়। মানবসম্পদের পর বাংলাদেশের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ এ দেশের নদ-নদী, পানিসম্পদ। অথচ ভালো নেই নদীগুলো। নদীদূষণ ও নদী দখল চলছে পাল্লা দিয়ে। আমাদের এই রাজধানী ঢাকা। ৪০০ বছর আগে এটি সুবে বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে। ৭০০ বছর আগে প্রতিষ্ঠিত ঢাকা এখন জনসংখ্যার বিচারে বিশ্বের অন্যতম মেগাসিটি। সোয়া কোটি মানুষের এ মহানগরীর জনসংখ্যা ক্যারিবীয় ডজনখানেক দেশের মোট জনসংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি। অস্ট্রেলিয়া মহাদেশের জনসংখ্যার অর্ধেক। মেগাসিটি হিসেবে ঢাকা আমাদের মর্যাদার অনুষঙ্গ বলে পরিচিত। কিন্তু সমস্যায় আকীর্ণ এ মহানগরী ইতোমধ্যে জাতীয় লজ্জার স্মারক হিসেবে পরিচিতি লাভের হুমকি সৃষ্টি করছে। জিম্বাবুয়ের রাজধানীর পর ঢাকাকে মানুষের বসবাস অনুপযোগী নগরী হিসেবে ভাবছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ লজ্জা থেকে বেরিয়ে আসতে রাজধানী ঢাকাকে মানুষের বাসযোগ্য নগরীতে পরিণত করতে সবাইকে ব্রতী হতে হবে। এ প্রেক্ষাপটে ঢাকার সমস্যা এবং নাগরিক প্রত্যাশা নিয়ে একটি লেখা সংযোজিত করেছেন লেখক ইফতেখার আহমেদ টিপু সময়ের প্রতিচ্ছবিতে। বইটি পাঠকদের চিন্তার রাজ্যে পরিবর্তন আনবে এমনটিই বিশ্বাস। - সালাউদ্দিন রাজ্জাক, সাংবাদিক