User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খোলাফায়ে রাশেদীনের ইন্তেকালের পর, খেলাফতের মসনদে যারা আসীন হন, তাদের অনেকেই নিজের মনগড়া খেলাফত পরিচালনা করতে আরম্ভ করেন। কুরআন সুন্নাহ থেকে সড়ে গিয়ে তারা নিজেদের স্বার্থের উপযোগী এমন অনেক নিয়মকানুন সংযুক্ত করেন। ফলে সমাজে দুর্নীতি, কুসংস্কার, বেদয়াতসহ অনেক মন্দ জিনিস ব্যাপক বিস্তার লাভ করে। শাসনের নামে শোষণ, জুলুমবাজি করতে থাকেন শাসকরা ও তাদের প্রতিনিধিরা। এমনই এক মুহূর্তে খেলাফতে আসনে আসীন হন পঞ্চম খোলাফায়ে রাশেদা খ্যাত, দুনিয়াবিমুখ মনীষী, ন্যায় ও ইমসাফের উজ্জ্বল উদাহরণ, দ্বিতীয় উমরখ্যাত আমীরুল মুমীনীন উমর ইবনে আব্দুল আজীজ রহ.। খলিফা হয়েই তিনি একেবারে সাদাসিধে জীবনযাপনকে বেছে নেন। তার রাজ্যপরিচালনায়ও ব্যাপক পরিবর্তন আনেন। কুরআন সুন্নাহর আলোকে পরিচালনা করেন রাজ্য। ন্যায় ও ইনসাফকে করে তুলেন জীবন্ত । সমাজ থেকে বিদয়াত ও কুসংস্কারকে নির্মূল করেন৷ পূর্ববর্তী শাসকদের আমলে যেসব গভর্নররা অত্যাচারী ছিল তাদেরকে বরখাস্ত করেন। হাজ্জাজ বিন ইউসুফের বংশধর কাউকেই তিনি কোনো 'পদে' রাখেননি। মাত্র দুইবছরেই তিনি এমন পরিবর্তন আনেন সমাজে, যার ফলে সমাজ থেকে পাপাচার, দুর্নীতি, কুসংস্কারসহ মন্দ সব কাজ দূর হয়ে যায়। তার শাসনামলে মানুষ মানুষের সাথে নেক আমলের প্রতিযোগিতা করতো। আলেম উলামাদেরকে সর্বোচ্চ সম্মান করা হতো। রাষ্ট্রীয় কাজে তাদের সহযোগিতা নেওয়া হতো। তাদের মতামত ছাড়া কোনো কাজই হতো না। তার শাসনামলে মানুষ এই পরিমাণ ধনী হয়ে গিয়েছিল যে, জাকাত দেওয়ার জন্য ঘুরে ঘুরেও জাকাত খায় এমন মানুষ পাওয়া যেত না। . ইতিহাস অমর এই মনীষীকে নিয়ে লেখা হয় অনেকগুলো জীবনী। আর লেখা হবেই বা না কেন! তার গোটা জীবনই ছিল নববী আদর্শের উজ্জ্বল উদাহরণ। তাকে নিয়ে লিখেছেন আলেমসমাজের মুকুট , অসংখ্য গুরুত্বপূর্ণ কিতাবের রচয়িতা আল্লামা ইবনুল জাওযী রহ.। তিনি তার এই বইকে চৌত্রিশটি অধ্যায়ে বিভক্ত করে তার জীবনের নানাদিক ও গুণাবলী তুলে ধরেছেন নির্ভরযোগ্যভাবে। এখানেই তার স্বতন্ত্র বৈশিষ্ট্য । . বইয়ের অনুবাদ করেছেন মাওলানা আহমাদ হুসাইন। সম্পাদনা করেছেন মাওলানা হাবীবুর রহমান নদভী। বের করেছে মাকতাবাতুত তাকওয়া। মাকতাবাতুত তাকওয়ার অন্যান্য বইয়ে যদিও অনেক ভুল থেকে যায়, এই বইয়ে তার তুলনায় ভুল অনেক কম। তাছাড়া বইয়ের অনুবাদও ভালো হয়েছে। যারা খেলাফত পুনরায় ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন, কিংবা দুনিয়াবিমুখ সাধকের জীবনী পড়তে চান, তারা এই বইটি নিঃসন্দেহে পড়তে পারেন। বই পরিচিতি- বই-উমর ইবনে আব্দুল আযীয রহ.এর জীবন ও কর্ম। লেখক- আল্লামা ইবনে জাওযী রহ.। অনুবাদক- মাওলানা ইমরান আহমাদ। সম্পাদক-হাবীবুর রহমান নদভী। প্রকাশক- মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা- ২৩৮। গায়েরমূল্য- ২৪০ টাকা মাত্র।