User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইসলামি সংস্কৃতির কিংবদন্তি বিপ্লবী মহাপুরুষ মাওলানা আইনুদ্দীন আল আজাদ (রহ.)। ১৯৭৭ সালের ১ মার্চ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার হাজরাতলা গ্রামে তার জন্ম। ১৯৯৬ সালে মাগুরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল ও ২০১২ সালে ঢাকা সরকারি মাদ্রাসা-ই আলিয়া থেকে কামিল সম্পন্ন করেন তিনি। আইনুদ্দীন আল আজাদ (রহ.) সবার কাছে অমর হয়ে আছেন এমন এক বিপ্লবের জন্য, যা ছিল জাহেলি এ সমাজে দুঃসাধ্য ও কণ্টকাকীর্ণ। তিনি সব সময় একটি সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন দেখতেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি দুর্বল ছিলেন। গ্রামের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালে প্রতিযোগিতায় ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ গেয়ে পুরস্কৃত হন। এ ছিল তার জীবনের প্রথম পরিবেশনা। এরপর থেকে তিনি গ্রামের ওয়াজ মাহফিলগুলোতে সংগীত গাইতেন। স্বপ্ন বুনতে লাগলেন সংগীত ও সংগীতের আগামী। মফস্বল ছেড়ে ১৯৯৩ সালে চলে এলেন ঢাকায়। সুরের বেলাল হয়ে গেয়ে উঠলেন নতুন এক বিপ্লবের গান। তিনি তার গানে জাতিকে সব সময় নতুনের স্বপ্ন দেখাতেন। তার গান ছিল অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে। সমাজের অসঙ্গতি দেখে তার অন্তরাত্মা কেঁদে উঠত। সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারেবার, দেশটা নয়তো কারও বাপের ভিটা, কী হবে বেঁচে থেকে, দুর্নীতিরই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, বিপ্লব মানে জীবন দেওয়া, আল কোরআনের সৈনিক আমি, পেরিয়ে রক্ত ভেজা পথ, আর কত চাও শহিদ খোদা, শহিদ নামের ওই, কেউ কি আছ জীবন দিতে খোদার পথে, একটি অনুনয় তার উল্লেখযোগ্য জনপ্রিয় নাশিদ। এ ছাড়া দুর্নিবার, অবগাহন, কবর পথের যাত্রী, এলো রমজান, খুঁজি গো তোমায়, শিক্ষিত শয়তান, কী হবে, মানুষ, জনতার আর্তনাদ, বীর মুজাহিদ উসামা, যদি, বুঝে শুনে, বুশের কবর, রক্ত ভেজা পথ, ভোট, তেল, তাই তো, দামামা, বদলে যাবে দিন, যায় যদি যাক প্রাণ, নাঙ্গা তলোয়ার, বন্ধু শিরোনামে তার গানের মোট ২৭টি অ্যালবাম বেরিয়েছে। তারই প্রেরণা আর স্বপ্ন বুকে নিয়ে ইসলামি সংস্কৃতি বিজয়ে এগিয়ে যাচ্ছে তার হাতে গড়া প্রতিষ্ঠান কলরব। তার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই কলরবের যোগ্য শিষ্য মুফতি সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হানের মতো স্বপ্নাতুর উত্তরসূরিরা। ২০১০ সালের ১৮ জুন শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি শাহাদত বরণ করেন।
Was this review helpful to you?
or
~পছন্দের একজন মানুষ ❤️
Was this review helpful to you?
or
অনেক ভালো লাগলো আর বিশেষ করে স্যার এর গাওয়া গজল দেখে আরও ভালো লাগলো