User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Sakib Hossan

      19 Jul 2023 06:00 PM

      Was this review helpful to you?

      or

      জাফর ইকবাল স্যারকে নিয়ে বলার ভাষা নেই।উনি অসাধারণ এক কথায়। রকমারির ক্ষেত্রে বলবো,ওভারঅল সবকিছুই ভালো লেগেছে বরাবরের মতো।ডেলিভারিও ফাস্ট ছিলো।কোয়ালিটি প্রিমিয়াম।

      By Nudratun Torsa

      21 May 2022 02:58 AM

      Was this review helpful to you?

      or

      বেশি সুন্দর একটা ব‌ই! ✨

      By Minu Begum

      03 Dec 2021 05:55 PM

      Was this review helpful to you?

      or

      বইটি অসাধারণ,,,

      By Sharmin Sultana

      29 May 2021 06:10 PM

      Was this review helpful to you?

      or

      thank you

      By Md Hasnath Rabby (Fahad)

      01 Apr 2021 02:07 PM

      Was this review helpful to you?

      or

      Excellent

      By Infajul Islam Shawon

      19 Nov 2020 10:29 PM

      Was this review helpful to you?

      or

      রিভিউ দেখে বইটা কিনতে আসছেন? কোনো প্রয়োজন নেই,আপনি কিনে দ্রুত পড়তে শুরু করুন খারাপ লাগবে না। রাতুলের জাহাজে পৌছতে লেইট করা কিন্তু এদেশের কোনোকিছুই ঠিক টাইমে হয় না। যার কারণে কোনোভাবে রাতুল জাহাজটাকে ধরতে পারে,তারপর জাহাজের মধ্যে শিশুদের সাথে রাতুলের দ্রুত মিশে যাওয়া শেষে অ্যাডভেঞ্চার। সব মিলিয়ে অসাধারণ বই।

      By farjana begum

      31 Aug 2020 09:21 PM

      Was this review helpful to you?

      or

      Zafor iqbal sir er boigulu sob somoy valo laghe. ei boiti pore onek valo lagce. asha kori sir er e rokom aro onek gulu boi pabo.....

      By RatulSarwar

      13 Jun 2020 03:25 PM

      Was this review helpful to you?

      or

      Amar chele porche ebong se enjoy korche

      By Mirajul Islam

      18 Mar 2020 10:02 PM

      Was this review helpful to you?

      or

      বইটি আমার একটুও ভালো লাগে নি। বাংলা সিনেমা টাইপ কাহিনী। আর লেখনীও খুব আনাড়ি।

      By গোলাম রাব্বি

      07 Mar 2020 06:46 AM

      Was this review helpful to you?

      or

      Very Nice Book.

      By Marjiya

      07 Oct 2021 05:35 PM

      Was this review helpful to you?

      or

      ভালো লেগেছে আমার কিশোরী বয়সে পড়া খুব প্রিয় একটা উপন্যাস

      By kamran sarker

      17 Jan 2020 10:23 PM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া জাফর ইকবাল স্যারের সবচেয়ে প্রিয় বই... আপনারা শুনে বিশ্বাস করবেন না..আমি বইটা ৫ বার পরেছি...

      By Mehedi

      01 Dec 2019 10:45 AM

      Was this review helpful to you?

      or

      দমবন্ধ এক উপন্যাস। প্রথমেই অভিযাত্রার এক সুমায়াময় আভাস পাওয়া যায় সুন্দরবন ভ্রমনের জাহাজে উঠার মাধ্যমে। এরপর নানা ঘটনায় উপন্যাস এগোয়, একজন মজার মানুষ একজন কবির সাথে কতো কি করেন, জাহাজেে থাকা অভিযাত্রীদের নানা কান্ড ইত্যাদি উপন্যাসের একটি হাস্যরসাত্নক জায়গা কিন্তু কোনোভাবে রাতুলদের সুন্দরবনে ঢুকে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসাই উপন্যাসের উপজীব্য। আমার কাছে অসাধারণ লেগেছে বইটি, এক মুহুর্তে শেষ করে ফেলতে ইচ্ছে হয়। অনেক ভালো একটি উপন্যাস।

      By Sajidur Rahaman

      01 Nov 2019 07:18 PM

      Was this review helpful to you?

      or

      "রাতুলের রাত রাতুলের দিন" জাফর ইকবাল স্যারের অন্যতম জনপ্রিয় একটি কিশোর উপন্যাস। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাতুল। এ উপন্যাসটির একটি অভিযাত্রীর সুন্দরবন ভ্রমণ উপস্থাপন করেছেন। উপন্যাসে চিলড্রেন ফিল্ম সোসাইটি নামে একটি সংস্থা সুন্দরবন ভ্রমণের উদ্যোগে গ্রহণ করে। এ ভ্রমণের সঙ্গী হয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ভ্রমণের চীফ ভলিন্টিয়ার নিযুক্ত হয় তৃষা নামের একটি মেয়ে। এই তৃষার ক্ষেত্রে রাতুল অনেকটা দুর্বল। তৃষার উৎসাহে রাতুল এ ভ্রমণের ভলিন্টিয়ার হিসেবে সেও ভ্রমণসঙ্গী হয়। কিন্তু যাবার দিন রাতুলের ক্ষেত্রে ঘটল অপ্রত্যাশিত কান্ড। সে ঘাটে পৌঁছে দেখে লঞ্চ ঘাট থেকে অনেকটা দূরে চলে গেছে। সে আরেক লঞ্চ থেকে তাদের ঐ লঞ্চে জীবন ঝুঁকি নিয়ে লাফ দেয় এবং ভাগ্যক্রমে সে ঐ লঞ্চে উঠতে সক্ষম হয়। রাতুলের এ কান্ড দেখে ভ্রমণের সঙ্গী বাচ্চারা তার ভুক্ত হয়ে যায়। ওরা রাতুলকে স্পাইডার আংকেল বলে ডাকতে শুরু করে। নদীতে যেয়ে সবাই অপরিচিত একটি জলশিশু রাজাকে পায়। সবাই রাজাকে নৌকা করে চলে যেতে বলে। রাতুলের উদ্যেগে রাজাও এ ভ্রমণের সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করে। ভ্রমণ শেষে ফেরার সময় পথিমধ্যে জাহাজ ডুবোচরে আটকায় এবং তখনই নসু ডাকাতের দলবল জাহাজে হামলা করে রাতুলরা কী পারবে এ মহাবিবদ থেকে নিজেদের উদ্ধার করে সুস্থভাবে সবাইকে নিয়ে ঢাকায় ফিরে আসতে? জানতে হলে এখনই পড়ে ফেলো চমৎকার এ উপন্যাসটা।

      By Nikhil Rahman

      20 Oct 2019 09:06 PM

      Was this review helpful to you?

      or

      Such an epic adventure story portrayed by our lord and savior, Zafar Iqbal! The protagonist is so relatable in this one. Very outrageous, goofy and a person driven by hormones. The character's in this novel are very iconic, which is endearing and cherishable. One of my favorite adventure books by the writer. One of the first books I read by him, and I read it thrice!! Definitely recommended.

      By Nivea Haque

      31 May 2019 03:45 PM

      Was this review helpful to you?

      or

      বই : রাতুলের দিন রাত রাতুলের দিন। লেখক : মুহাম্মদ জাফর ইকবাল। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ১৫০ টাকা। পৃষ্ঠা : ১০৮। প্রকাশনী : পার্ল পাবলিকেশন্স। ভার্সিটির ফিল্ম সোসাইটি জাহাজ ভাড়া করে সুন্দরবন যাচ্ছে, তৃষা তাই রাতুলকে জিজ্ঞেস করেছিলো ভলান্টিয়ার হয়ে সে যাবে কিনা। সে বিনাবাক্য ব্যয়ে রাজি হয়ে যায়, শুধু তৃষার জন্য। কিন্তু ঘুম থেকে দেরি করে উঠায় পড়িমরি করে শেষ মুহূর্তে এক জাহাজ থেকে লাফিয়ে তার গন্তব্যের জাহাজে উঠে। এই ঘটনা ঘটে জাহাজে অবস্থানরত এক ঝাক বাচ্চাকাচ্চার দলের সামনে। তৃষা রাগ করলেও বাচ্চারা রাতুলকে স্পাইডারম্যান হিসেবে খেতাব দিয়ে দেয়। রাতুলের সাথে তাদের ভাব হয়ে যায়। এর মাঝে তৃষার দৃষ্টি পড়ে পিএইচডি ওয়ালা শামসের উপর। রাতুল একটা দীর্ঘশ্বাস ফেলে। ভলান্টিয়ার হিসেবে রাতুলকে বাচ্চাদের সামলানোর দায়িত্ব দেয়া হয়। এর মাঝে জাহাজে রাজা নামের এক বাচ্চা পাওয়া যায় যে লুকিয়ে এসেছে সুন্দরবন যাবে বলে। জাফর ইকবাল স্যারের অন্যান্য বইয়ের মতো এই বইতেও আছে ডাকাতের আক্রমণ। আছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার উপস্থিতও। নানা ঘটনার মধ্য দিয়ে রাতুল আর তার বাচ্চাপার্টি মিলে সকল সমস্যা মোকাবিলা করে। শুধু তৃষাকে মুগ্ধ করতেই নয়, নিজের দায়িত্ববোধ থেকেই সে যা করার করেছে। কিন্তু সকল কাজের কৃতিত্ব নিয়ে নেয় অন্য কেউ! গেস করুন তো সে কে? বাচ্চারাও জানে তাদের স্পাইডারম্যানই হিরো। কিন্তু যার জানার কথা সে জানে কী? লেখক বইয়ের শুরুতেই বলেছে, "যারা একটু বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছে তারা মাঝে মাঝেই আমাকে বলে তাদের জন্য লিখতে। এই বইটি তাদের জন্য লেখার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু আমার সন্দেহ হচ্ছে বইটি পড়ে এই পাঠকেরা হতাশ ভাবে মাথা নেড়ে বলবে, এটি আমাদের উপযোগী নয়,এটি ছেলেমানুষী লেখা —বাচ্চা-কাচ্চাদের জন্য। আর বাচ্চা কাচ্চারা প্রতিবাদ করে বলবে, এটি মোটেও আমাদের জন্য নয়।" আসলে জাফর ইকবাল মূলত শিশু কিশোরদের জন্য লেখালেখি করেন। তাই তার সকল লেখাতেই দুষ্টু মিষ্টি নানা রোমাঞ্চকর ঘটনা তো থাকেই। পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ মানবিক মূল্যবোধের মত গুণাবলিসহ শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটায়। বইটি টিনেজারদের জন্য উপযোগী হলেও বড়রাও পড়তে পারেন নির্মল আনন্দের জন্য।

      By মুনিয়া জামান

      31 Mar 2019 11:52 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ রিভিউ নংঃ৩১ বইঃরাতুলের রাত রাতুলের দিন লেখক- মুহম্মদ জাফর ইকবাল মুল্যঃ১৪৮ টাকা লেখক পরিচিতিঃ মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন। কাহিনী সংক্ষেপেঃ রাতুল ইউনিভার্সিটি স্টুডেন্ট। মধ্যবিত্ত পরিবারের সন্তান। তৃষার আমন্ত্রনে সুন্দরবনে এক অভিযাত্রী ট্যুরে ভলেন্টিয়ার হিসেবে যোগ দেয় সব সেলিব্রেটিদের মাঝে। যদিও সকাল বেলা ঘড়ির এলার্ম মিস হয়ে যাওয়ায় সেটা নিয়েও এক কাহিনী হয়ে যায়। শেষ পর্যন্ত লঞ্চে ওঠে রাতুল। তৃষা তার বন্ধু হলেও সে তাকে বন্ধুর চেয়েও বেশী কিছু মনে করে এটা জানার পরও তৃষা তাকে বার বার মনে করিয়ে দেয় সে বন্ধু ছাড়া আর কিছুইই নয়। এভাবে কাহিনী আগাতে থাকে আর তৃষার নজরে পড়ে যায় এক সেলিব্রেটি ব্যাক্তিত্ব শামিমের দিকে। আর সব জাফর ইকবালিয় বই এর মতেও এতেও ডাকাত আক্রমন করে আর রাতুলের সাহসিকতায় বেঁচে যায় সবায়। যদিও ক্রেডিট অন্য কেউ নিয়ে যায়। কাহিনী আগাতে থাকে। কজন -সেটি কে রাতুল জানে না, জাহাজের ছাদ থেকে প্রায় উড়ে গিয়ে সমুদ্রের পানিতে পড়েছে। রাতুল ছুটে গিয়ে দেখল বাচ্চাটি আতঙ্কে চিৎকার করতে করতে সমুদ্রের নীল পানিতে ডুবে গেল। রাতুল চিন্তা করার জন্য কোনো সময় নিল না। হাতের গিটারটি ‍নিচে ফেলে জাহাজের ছাদ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ল। জাহাজ থেকে অনেকে চিৎকার করছে কিন্তু তার সেগুলো শোনার সময় নেই। সামনে পানিতে একটুখানি আলোড়ন দেখতে পেয়ে সে আবার ডুব দিয়ে এগিয়ে যায়। স্বচ্ছ পানিতে অনেক ‍ডুব দূর দেখা যায়। কিন্তু কোথাও বাচ্চাটির চিহ্ন নেই। রাতুল বুকে সাঁতার কেটে আরও একটু এগিয়ে গেল আর তখন সে বাচ্চাটিকে দেখতে পেল, হাত-পা নাড়তে নাড়তে সে ডুবে যাচ্ছে। সদরঘাটের ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটতেে হাঁটতে রাতুলের মনে হলো আশেপাশে কোন মানুষ নেই, ভিড় নেই, গাড়ি নেই। রিকশা, দোকানপাট- কিচ্ছু নেই। তার মনে হলো, বুঝি শুধু তারা দুইজন হাঁটছে। শুধু দুইজন।' পাঠ্য প্রতিক্রিয়াঃ ভালই লেগেছে। লেখক বুদ্ধি করে সব ডাকাত কে ঘুমের ঔষধ খাওয়াতে যাননি, সম্ভাবনার সূত্র মাথায় রেখে রাতুল কে মারামারি করে সবাই কে বাঁচানোর সুযোগ দিয়েছেন। ন্যায়ের জয়।

      By Safwan Hossain

      06 Sep 2021 02:43 PM

      Was this review helpful to you?

      or

      this book has a memory with my friend.Whom I loved the most. Jake ami khub bhalobashtam shei ekhon nei amar sathe ekhono ei boi r trisha name ta porle tar kotha mone pore ?

      By Walid Pathan

      24 Jan 2020 01:56 PM

      Was this review helpful to you?

      or

      জাফর ইকবাল স্যার এর লেখা দারুন একটা বই। রাতুলের জীবনের কাহিনী নিয়ে এই উপন্যাস। অামার কাছে অসাধারন লেগেছে বইটি।অনেক ভাল একটি উপন্যাস।

      By syed ashraful alam

      14 Nov 2020 07:14 PM

      Was this review helpful to you?

      or

      nice

      By Jawad Habib

      15 Feb 2012 01:59 PM

      Was this review helpful to you?

      or

      Motamoti...

      By Nazim hossain

      05 Nov 2019 06:50 AM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া জাফর ইকবাল স্যারের সবচেয়ে সেরা বই। রাতুলের জীবনের একটি অংশ নিয়ে এই উপন্যাসের কাহিনি।শিশুদের সোসাইটির ভাড়া করা একটি জাহাজে করে রাতুল সুন্দরবন ঘুরতে যায়। তার বন্ধু তৃষা তাকে যেতে বলে তাই রাতুল রাজি হয় কারণ রাতুল তাকে ভালোবাশে কিন্তু তৃষা তাকে বলে দেয় যে তারা শুধুই বন্ধু। একসময় নসু ডাকাত জাহাজে হামলা চালায়। রাতুল জীবন বাজি রেখে সবাইকে বাচায়। আর শেষে রাতুল আর তৃষা একসাথে পথচলা শুরু করে।

      By আকিল মোস্তফা

      09 Jan 2013 12:37 PM

      Was this review helpful to you?

      or

      undoubtedly this is very good book for the tin agers. Thanks to Muhammod Zafar Iqbal. He conveyed some messages in a very simple manner without any difficulties to understand it. he unveiled our musk and revealed the truth. yes we should be simple as child, we have a lot of things to learn from them. we shouldnt forget to make just with the street boys/girls, they may have latent talent inside them and also this shouldn't be forgotten this is not their fault to born in a poor/slum area. thanks again to writer for his rightful choice and way of writings.

      By আবরার জাহিন

      28 Apr 2012 06:12 PM

      Was this review helpful to you?

      or

      বইটির শুরুতেই লেখক বলেছেন বইটি ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদের জন্য কিন্তু তারা পড়ে বলবে বইটি আসলে বাচ্চাদের জন্য; আবার বাচ্চারা বলবে বড়দের বই। কথাটা ঠিক। আমার কাছে মনে হয়েছে বইটি বাচ্চাদের জন্যই বেশী উপযোগী তবে বইটি পড়তে ভালোই লেগেছে। কিন্তু কিছু ক্ষেত্রে রাতুলের সাহসিকতা বর্ণনা করতে গিয়ে যা বর্ণনা দেয়া হয়েছে তা বাস্তবতা বর্জিত। গল্প হতে পারে কিন্তু রাতুলের জাহাজে লাফ দিয়ে ওঠার ঘটনা একটু বেশীই কাল্পনিক।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!