User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Got a clear explanation of the judgement day
Was this review helpful to you?
or
অবশ্যই অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
অনেক ভালো একটি বই
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
কেয়ামতের আগে ছোট বড় নিদর্শনগুলো অনেক গুছিয়ে সুন্দরভাবে কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করা হয়েছে। উৎসাহী সাধারণ পাঠকগণ এই বইটি পড়লে এই বিষয়ে আর অন্য বই পড়ার তেমন কোনো প্রয়োজন অনুভব করবেন না বলেই আমি মনে করি। এই বইটির অন্যতম ভালো বৈশিষ্ট্য হলো এর পাতার লিখা ও ছবিগুলো রঙিন এবং কাগজ অনেক মোটা ও ভালো মানের। কিন্তু কোনো কোনো পাতায় ছাপার মান এতই খারাপ হয়ে গেছে যে যার ফলে অনেক লিখা ঠিক মত পড়াই যায় না তাই ৫ রেটিং দিতে পারলাম না।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Very useful book....
Was this review helpful to you?
or
onak vlo akta book.apnara sobai nita paran
Was this review helpful to you?
or
বেশ ভালো একটা বই। আমার বইটি পড়তে বেশ ভালো লাগছে।❤️❤️❤️
Was this review helpful to you?
or
Onk Sundor Alhamdulilla
Was this review helpful to you?
or
very helpfulness book
Was this review helpful to you?
or
অনেক তথ্যবহুল
Was this review helpful to you?
or
Onek important information paise
Was this review helpful to you?
or
মুসলিমদেরকে কেয়ামতের দূরত্ব সম্পর্কে পুনরায় সতর্ক করার জন্য ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী সাহেবকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
কিয়ামত নিয়ে সকল ভুল ধারণার সমাপ্তির জন্য অসম্ভব ভালো একটি বই।
Was this review helpful to you?
or
this book is very modern way to write, one's iman become strong
Was this review helpful to you?
or
This book helped me to gain knowledge about the judgement day... ?
Was this review helpful to you?
or
"মহাপ্রলয়" বইটিতে মূলত রাসূল (স.) থেকে বর্ণিত কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসের সমন্বয় করা হয়েছে। কিয়ামতের আলামত সমূহকে দুই ভাগে ভাগ করে লেখক বিস্তারিত আলোচনা করেছেন। ক্ষুদ্রতম নিদর্শন সমূহ বইয়ের প্রথম ভাগে আলোচনা করেছেন এবং বৃহত্তম নিদর্শন সমূহ বইয়ের শেষ ভাগে আলোচনা করেছেন। প্রতিটি মুসলিমের দাজ্জালি ফিতনা সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকা প্রয়োজন। দাজ্জালি ফিতনা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে যেকোন মুসলিম এই ফিতনায় নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল (স.) তাঁর সাহাবিদের নিকট দাজ্জালের ফিতনা সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন যাতে উম্মাহ এই ফিতনা সমূহ মোকাবেলা করে তাওহীদের উপর অবিচল থাকতে পারে। দাজ্জালি ফিতনা সম্পর্কে সঠিক জ্ঞান লাভের অন্যতম সহায়ক হবে "মহাপ্রলয়"
Was this review helpful to you?
or
বইটিতে কিয়ামতের আলামত অত্যন্ত সুন্দর ভাবে বর্ণনা করা আছে।
Was this review helpful to you?
or
মহাপ্রলয় যা একদিন অবশ্যই হবে যা কেউ বদলাতে পারবেননা। এর আরেকটি নাম হল কেয়ামত। আমাদের পবিত্র কুরআনে এর কথা রয়েছে এবং বিজ্ঞানীরাও এটি স্বীকার করেছেন। কিন্তু কেয়ামত বা মহাপ্রলয় কিভাবে হবে তা অনেকেরই অজানা, তাদের জন্য এই বইটি অনেক গুরুত্বপূর্ণ। এই বইটিতে কোরআন ও বিশুদ্ধ হাদীস এর মাধ্যমে কিয়ামত বা মহাপ্রলয় কিভাবে হবে তার সুন্দর ও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
Was this review helpful to you?
or
কিয়ামত সংঘটিত হবে একদিন। এজন্য মুমিনের উচিত এর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ, কিয়ামত সংঘটিত হতে আর বেশীদিন নেই। কিন্তু আমাদের সবার মাঝেই প্রশ্ন জাগে, কিয়ামতের আলামত কি কি? ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আলামতের তথ্য গুলোকে লেখক দুইটি মলাটের মধ্যে সুন্দরভাবে এনেছেন। সবার এই বইটি পড়া উচিত। মহান আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দান করুক। আমীন
Was this review helpful to you?
or
বই: মহাপ্রলয় কুরআন হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় নিদর্শনসম্বলিত ১ম সচিত্র গ্রন্থ । লেখক: ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী। অনুবাদ: উমাইর লুৎফর রহমান। প্রকাশনী: হুদহুদ প্রকাশনী। একদিন কেয়ামত হবে আর সেটা সুনির্দিষ্ট। বর্তমান মানুষ কেয়ামত সম্পর্কে একেবারে উদাসীন। তাদের চিন্তা-চেতনা কাজকর্ম এগুলোর মাঝে এর কোন প্রভাব দেখা যায় না। বলতে গেলে তারা এগুলো নিয়ে ভাবার সময় পায়না। কিন্তু অপ্রিয় হলেও সত্য একদিন কেয়ামত অনুষ্ঠিত হবে। সেদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু। কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে বেশ কিছু আলামত দেখা দিবে। এর মাঝে কিছু হচ্ছে ছোট আলামত আর কিছু হচ্ছে বড় আলামত। ছোট আলামত গুলো সংঘটিত হওয়ার পরে বড় আলামত শুরু হবে। বইটিতে কোরআন হাদিসের রেফারেন্স থাকায় এতে কোন সন্দেহ নেই। এ বইয়ে সচিত্র দেখানো হয়েছে এর আলামত গুলো। বর্তমান যুগ হচ্ছে ফিৎনার যুগ। চারিদিকে ফেতনার ছড়াছড়ি। পাঠকমহলে সজাগ ব্যক্তি অবশ্যই সচেতন হবে এ বই পড়ে।
Was this review helpful to you?
or
Maşaallah
Was this review helpful to you?
or
কিয়ামত কবে হবে—সেই দিন তারিখ কাউকে জানানো হয়নি। এই ইলম আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইসরাফিল ফেরেশতা শিঙ্গায় ফুঁক দেবার জন্য অপেক্ষায় আছে, যে ফুঁৎকারে ধ্বংস হয়ে যাবে সব কিছু, আবার হবে পুনরুত্থান, একত্র হবে হাশরের ময়দানে, দাঁড়াবে ন্যায় বিচারের কাঠগড়ায়। প্রতিটি বিষয়ের সূক্ষ্ম হিসাব হবে। আমলের তালিকায় অণু পরিমাণ কাজও বাদ যাবে না। আমাদের কল্পনার চেয়েও ভয়াবহ কিয়ামতের দিন। . তবে কিয়ামতের নিদর্শনগুলো কী কী তা আমাদের নবিজি ﷺ জানিয়ে গেছেন। এই নিদর্শনগুলোকে ছোট-বড় দুইভাগে ভাগ করা হয়েছে। ছোট নিদর্শনের মধ্যে যেমন, স্বামী অনুগত হবে স্ত্রীর, সন্তান মায়ের অবাধ্যতা করবে, বাবাকে দূরে সরিয়ে দেবে এবং বন্ধুকে নিকটবর্তী বানাবে। গায়িকা, নর্তকী ও গান-বাদ্যর ব্যাপক প্রসার ঘটবে। মদপানকে নানান নামে হালাল সাব্যস্ত করবে। উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিশাপ দিবে। লজ্জা-শরম হারিয়ে যাবে। প্রকাশ্যে যিনা হবে। সমকামিতার বিস্তার ঘটবে। আর বড় নিদর্শনসমূহের ভিতর, ইমাম মাহদীর আবির্ভাব, দাজ্জালের প্রকাশ, ঈসা আ.-এর অবতরণ। তারপর... . কিয়ামত বিষয়ে অনেক বই পাওয়া যায়। যেহেতু কিয়ামত ভবিষ্যৎ সংক্রান্ত জ্ঞান, আর ভবিষ্যৎ জানার ব্যাপারে মানুষের আগ্রহ বেশি, তাই এই আবেগকে কাজে লাগিয়ে অনেকেই নবিজির নামে মিথ্যা হাদীসও রচনা করেছে। এছাড়া এই বিষয়ে বহু দুর্বল বর্ণনাও ছড়িয়ে আছে বইপত্রে। এই দিক থেকে আরবের বিখ্যাত আলিম ড. আব্দুর রহমান আরিফীর রচিত 'মহাপ্রলয়' বইটি অনন্য। অনন্য এই কারণে যে, এতে শুধুমাত্র বিশুদ্ধ বর্ণনাগুলোই জায়গা পেয়েছে, এবং অতীতে প্রকাশিত কিয়ামতের আলামতগুলো রঙিন ছবিসহ যুক্ত আছে। ছোট-বড় নিদর্শনগুলো লেখা হয়েছে স্বতন্ত্র শিরোনামে। ফলে ষোল থেকে ষাটোর্ধ যে কোনো বয়সী পাঠক সহজেই বুঝতে পারবে এবং স্মরণ রাখতে পারবে।
Was this review helpful to you?
or
মহাপ্রলয় বইটি সব মুসলিমেল পড়া উচিত । বইটিতে কিয়ামতের ছোট বড় আলামত সম্পর্কে বাস্তব উদাহরণ এবং চিত্র সহ দেখানো হয়েছে । সম্পূর্ণ বই কালার প্রিন্ট । কিয়ামত সম্পর্কে খুবই সুন্দর একটা বই ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব ভালো আর তথ্যবহুল বই।প্রতিটি মুসলিমের উচিত এই বইটি পড়া আর অনুধাবন করা যে আমরা কোন যুগে রয়েছি।যে যুগটা টাকে স্বয়ং সাহাবিরা ভয় করতো।আর আমরা সেই যুগেই বিদ্যমান, কিন্তু এ নিয়ে আমাদের ভয় বা চিন্তা কোনটাই হয় না ?।আল্লাহ রহম করুন।আমিন। আর বইটা ১ দিনের কম সময় হাতে পেয়েছি।ধন্যবাদ রকমারি টিম?❤️।
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
amazing
Was this review helpful to you?
or
খুব ভালো বই সবার পড়া উচিত এবং কেয়ামতের কথা স্বরন করে সতর্ক হওয়া উচিত ।
Was this review helpful to you?
or
#REVIEW:- Book: Mohaproloy_Writer:Dr. Mohammad Ibn Abdur Rahman _Translator:Umayer Lutfar Rahman# One day the world is going to be in its' end and so all the Muslims are instructed to have the preparation of the day of judgement in worldly life. The Holy Quran has narrated the signs of Kiyamah in many phases. And this book contains all minor and major signs of Kiyamah with proper references. It is a great content by Dr. Mohammad Ibn Abdur Rahman Arifi which anticipates all the signs and symbols before Kiyamah sequentially and good piece of translation by Umayer Lutfar Rahman who made the book easy to be taken for the native people and get proper sense of the end of the world. Moreover, narration with the illustration of picture has made the book more enchanting that knocks a Muslims' heart to fear the day of judgement. Overall, the book is just outstanding. Thank You!
Was this review helpful to you?
or
কিয়ামত বা মহাপ্রলয় একটি আবশ্যম্ভাবী বিষয়।যার সত্যতা বর্তমান বিশ্বের বিজ্ঞানীরাও অস্বীকার করে নাই। পবিত্র ধর্ম ইসলামে মানবতার মুক্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জবানে কিয়ানতের যে বিভিন্ন আলামতে কথা বলা হয়েছে, তার এক অনবদ্য সংকলন "মহাপ্রলয়" বইটি।আব্দুর রহমান আরিফীর বই মানেই সাহিত্যের ঝংকারিণির সাথে সাথে আত্মার খোরাক। এই বইটিও তার ব্যতিক্রম নয়।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
বইটি খুবই ভালো??❤❤
Was this review helpful to you?
or
আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। তাঁর পর আর কেউ আল্লাহর বার্তা নিয়ে দুনিয়ায় আসবেন না। এজন্য তিনি কিয়ামতের বহু আলামত বয়ান করে গেছেন। তার অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে; কিছু বাস্তবায়িত হতে চলছে; আর কিছু বাকি রয়েছে। কিন্তু আমরা গাফলতের কারণে যেগুলো ঘটে গেছে, সেগুলোর খবর নিচ্ছি না। আর যেগুলো ভবিষ্যতে ঘটবে, সেগুলো সম্পর্কে তো কিছু বলারই অপেক্ষা রাখে না। সৌদিআররেব বিশিষ্ট মুবাল্লিগ ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী মুসলিম উম্মাহর উপর অনেক বড় এহসান করেছেন। তিনি কিয়ামতের ঘটিত ও ঘটমান আলামতগুলোর প্রত্যেকটির উপর সচিত্র প্রতিবেদন তৈরি করেছেন। ভবিষ্যতে যেগুলো ঘটতে যাচ্ছে, সেগুলোরও কাল্পনিক চিত্রের মাধ্যমে প্রতিবেদন তৈরি করেছেন। এরপর সবগুলো একত্রে বৃহৎ কলেবরের একটি গ্রন্থে পরিণত হয়েছে। আলোচ্য বিষয়ে এটি পুরো দুনিয়াতে সর্বপ্রথম উদ্যোগ। গ্রন্থটি মুদ্রিত হয়ে জনসম্মুখে আসার পর মাত্র একমাসেই দেড় লক্ষ কপি বিক্রি হয়ে যায়। গ্রন্থটির তিনি নাম দিয়েছেন ‘নেহায়াতুল আলাম’। আরবী ও ইংরেজির হুবহু অনুকরণ করতে গিয়ে পুরো বই চার রঙ্গে মুদ্রিত।
Was this review helpful to you?
or
মহাপ্রলয়! এক অপ্রিয় সত্য। প্রায় সব ধর্মেই এর উল্লেখ আছে। এমনকি মহাকাশ বিজ্ঞানীরাও এর সতর্কবাণী করে যাচ্ছে। কিন্তু কেমন করে হবে এই মহাপ্রলয়, যাতে এই মহাবিশ্ব ধুলিস্যাৎ হয়ে যাবে? • আজ থেকে প্রায় চৌদ্দশত বছর পূর্বে এক মহামানব বার বার সতর্ক করে গেছেন মানব জাতিকে এই মহাপ্রলয় সম্বন্ধে। বিভিন্ন সময়ে তিনি মহাপ্রলয়ের বিভিন্ন নিদর্শন বর্ণনা করেছেন। তাঁর সাথীরা পরম যত্নে তাঁর কথাগুলোকে সংরক্ষণ করেছেন। সেখানে এমন কিছু ঘটনার আভাস ছিল, উচ্ছল একজন যুবকের রক্তে যা শিহরণ জাগায়। যুগে যুগে তাই কিছু গোষ্ঠী এই "কথাগুলোকে" নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার কাজে লাগিয়েছিল। • বর্তমানেও মহাপ্রলয় নিয়ে প্রলয়ঙ্করী কর্মকাণ্ডের অভাব নাই। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এগুলোর ব্যাখ্যা দিচ্ছে। মুসলিম ছাড়াও খ্রিস্টান আর ইয়াহুদী সম্প্রদায়ের অনেকেই এসব গবেষণায় নিয়োজিত। মুসলিম মানসে যেগুলো সবচে বেশি নাড়া দিচ্ছে তা হল ঈমাম মাহদী ও ঈসা আ. এর আগমন, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের প্রকাশ পাওয়া। • সমস্যার আবর্তে ঘুরপাক খাওয়া মুসলিম সমাজের অবস্থা এমন যে এক ঈমাম মাহদী আসলেই সব সমস্যার আসান হয়ে যাবে। তাই তারা নিজের সামর্থ্যের যথাব্যাবহার না করে অপেক্ষায় থাকে বিশ্বের কোথাও এমন কিছু ঘটে কিনা যা ঈমাম মাহদির পূর্বাভাস দেয়। • এমনসব বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির ঘূর্ণিপাক থেকে মুসলিম সমাজকে সঠিক দিশা দিতে এগিয়ে আসেন মুহাম্মদ আরিফী। তিনি সৌদি আরব নিবাসী একজন দাঈ, যিনি যুবকদের মন মানসিকতা ভাল বুঝেন। তিনি কুরআন ও হাদীসের আলোকে শেষ জামানা সম্পর্কিত নিদর্শনাবলী একত্রিত করে এই গ্রন্থে রূপ দেন। • কুরআন ও হাদীসে বর্ণিত নিদর্শনাবলী কে তিনি ক্ষুদ্রতর ও বৃহত্তর এই দুটি ভাগে ভাগ করেন। ১৩১ টি ক্ষুদ্রতর ও ১০ টি বৃহত্তর নিদর্শন তিনি উল্লেখ করেন। ক্ষুদ্রতর নিদর্শনকে আবার দুই ভাগ করেন: ৮৪টি নিদর্শন যা ঘটে গিয়েছে ও বাদবাকি ৪৭টি যা এখনও ঘটে নাই। ঈমাম মাহদির আগমনকে কিন্তু তিনি ক্ষুদ্রতর এর মাঝে রেখেছেন, একেবারে শেষ নিদর্শন। তিনি এমন ১০টি নিদর্শনকে বৃহত্তর হিসেবে বর্ণনা করেছেন যেগুলো ঘটলেই কিয়ামত ঘটে যাবে। • বইটির পাতায় পাতায় রঙিন লেখা আর ছবির ছড়াছড়ি। ছবির মধ্যে আছে আলোচনা সম্পর্কিত প্রয়োজনীয় নকশা আর মানচিত্র। তাই বলে অপ্রয়োজনীয় ছবির সংখ্যাও কম নয়। প্রকাশক একটু নতুনত্ব আনতে চেয়েছেন এর মাধ্যমে। তবে এসবের মাধ্যমে বইয়ের কলেবর বেড়ে গেছে। • বইটি যথেষ্ঠ তথ্য সমৃদ্ধ, প্রায় সকলেরই বুঝার উপযোগী। তবে এই বিষয়ে সম্পূরক অন্যান্য বইও পড়া উচিত। বইটি পড়ার পর লেখকের "পরকাল" বইটিও পড়া উচিৎ। কারণ পরকালের চিন্তাই মহাপ্রলয়ের জ্ঞানকে সঠিক দিকে নিয়ে যাবে।
Was this review helpful to you?
or
আল-কোরআন ও বিশুদ্ধ হাদিসের উপর নির্ভর করে লেখার মত লেখক আমাদের দেশে প্রচুর প্রয়োজন। তাহলে আমরা নিত্যদিন বিশুদ্ধ ইসলাম সম্পর্কে অবগত হতে পারব। সাধারণ গল্প, উপন্যাস, কবিতা লেখার মত অনেক আছে নেই শুধু আল-কোরআন ও বিশুদ্ধ হাদিসের বানী লেখার মানুষ। আর সেই জন্য আমাদের ধর্মীয় ব্যপারে বিভিন্ন মতাদর্শ ।