User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক আপুকে রিকমেন্ড করতে দেখে উইশলিস্টে ছিলো। কিন্তু কিনাও হয়ে উঠছিলো না, পড়াও না। অতঃপর জরুরি ভিত্তিতে বইটি পড়ার রিজন চলে এলো আমার! মানে আমার ভাগ্নী! মানুষজন ঠিকই বলে। খালা হওয়া মানে অর্ধেক মা হওয়া! যা হোক, মেয়ে বাবু যাদের আছে তাদের জন্য অবশ্য পাঠ্য একটি বই। মেয়েলী ব্যাপার স্যাপার বুঝতে পারলে অযথা আতঙ্কিত হওয়া থেকে বাঁচা যায় আবার কোন পরিস্থিতিতে ডাঃ দেখাতে হবে সেটাও বুঝা যায়। তাতে অনেক জটিল সমস্যাও এড়ানো যাবে ইনশাআল্লাহ। পড়তে গিয়ে একটা গল্পে আটকে গেলাম। কিছু বিষয়ে খটকা লাগলো। তারপর মনে পড়ল, আরে আমার তো একজন ডাক্তার আপা আছে! আপাকে জিজ্ঞেস করলাম, আপা সময় বের করে এতো সুন্দর করে বুঝিয়ে বললেন সুবহানাল্লাহ! একদম গল্পের ডাক্তার আপার মতো! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের হেফাজত করুক, বারাকাহ দিক। তো আপনিও যদি কোথাও আটকে যান আর আপনার যদি এমন কেউ থাকে বুঝে নেয়ার তাহলে তো সোনায় সোহাগা। আবারও পড়তে পড়তে মনে হলো! আরেহ আমার নিজেরই তো আমিষ খাওয়া উচিত। কিছু বিষয় : স্পর্শকাতর কিছু বিষয় রয়েছে, তাই বইটি স্ট্রংলি প্রাপ্তবয়স্কদের জন্য। (আমার কাছে প্রাপ্তবয়স্ক মানে ১৩+) এটা ইসলামিক কোনো বই না। সামাজিক প্রেক্ষাপটে লেখা হয়েছে। গল্পে গল্পে স্ত্রী রোগ সম্পর্কে সচেতনতার জন্য বেশ ভালো বই। ফিক্বহের দৃষ্টিকোন থেকে বিচার করার যোগ্যতা আমার নেই। তবে জন্মনিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ইসলামি আদর্শের বিপরীত হতে পারে। এবিষয়ে না হয় এক্সপার্টদের দারস্থ হলেন? এছাড়া মুটামুটি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। পড়া শুরু করেছিলাম ভাগ্নীর জন্য। কিন্তু নিজেরই অনেক উপকারে লেগে গেলো আলহামদুলিল্লাহ।