User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বুক রিভিউ : অনন্য বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ আচার্য জগদীশচন্দ্র বসু কে আমরা সবাই চিনি। ছোট থেকেই পড়েছি উদ্ভিদের প্রাণ আছে তা তিনি আবিষ্কার করেন। এছাড়াও এও শুনতাম বেতার এর প্রযুক্তি তিনি আবিষ্কার করলেও মার্কনি নাম পেয়ে যায়। আগ্রহ ওতেই থেকে ছিল কিন্তু যখন সুনীলের প্রথম আলো পড়লাম তার পর থেকে আমার আগ্রহ জন্মালো এই বিজ্ঞানী ওপর। প্রথম আলোতে জগদীশচন্দ্রের উপস্থিতি, কর্ম, রবীন্দ্রনাথ এর সাথে বন্ধুত্ব এবং অবলা বসু এই আগ্রহ সৃষ্টি করে। এরপরেই হাতে পেলাম এই বই টি। বই টি মূলত ছোটদের জন্য লেখা। সংক্ষেপে বিজ্ঞানীর জীবন তুলে ধরেছেন। প্রথমেই বিজ্ঞানীর পৈত্রিক বাড়ি ও ছোটবেলার কথা এসেছে, বিজ্ঞানী বড় হয়েছেন মুন্সীগঞ্জের বিক্রমপুরে। ছোট বেলার কাহিনী, ফরিদপুরে বিদ্যালয় জীবন অতিক্রম করে তিনি পাড়ি দিলেন কলকাতায়। সেখানে সেন্ট জাভিয়ার্স কলেজে পড়াশোনা করেন এবং এখানেই তার আগ্রহ জন্মে বিজ্ঞানের উপর। সাথে পদার্থবিদ্যার অধ্যাপক ফাদার ল্যাফো তো ছিলেন ই। এরপর তিনি পাড়ি জমালেন বিলেতে ডাক্তারি পড়তে। তা না হলেও পড়লেন প্রকৃতিবিজ্ঞানে। এভাবেই তার শিক্ষাজীবন এগিয়ে চলে। এরপর লেখক বিজ্ঞানীর পেশা গত জীবন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, পরিণয়, গবেষণা একে একে তুলে ধরেছেন। তুলে ধরেছেন তার গবেষণা, আবিষ্কৃত যন্ত্র, সাফল্য। বিদেশের মাটিতে এই বিজ্ঞানী ভারত বর্ষ ও বাঙালীর মুখ উজ্জ্বল করেছেন। এমন এমন জায়গায় গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন যেখানে তিনি ছিলেন প্রথম ভারতীয়। এই বিজ্ঞানীর জীবনে সাফল্যের স্বীকৃতি ও কম নয়। পেয়েছেন নাইট, ডিএসসি সহ অনেক পুরষ্কার। বই টির বিশেষ দিক হল রবীন্দ্রনাথ এর সাথে বিজ্ঞানীর সম্পর্ক সুন্দর ভাবে বর্ণিত আছে। বই টি কি সংগ্রহে রাখার মত? বিজ্ঞানীর জীবনী মূলত ছোটদের জন্য সুন্দর ও ছোট করে সাজিয়ে লেখা। ছোট দের জন্য সংগ্রহে রাখা যেতে পারে By: Muhammad Tanjim Farhat