User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পুরাতন ও নতুনের মধ্যে দারুণ ও বিষণ্ণ এক সেতু তৈরি করতে পেরেছে এই উপন্যাস। পাশাপাশি সুখপাঠ্য ও গভীর।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ-১৬ ইতিহাসের অর্ন্তগত ঘটনা বা ঘটনাপরম্পরাকে কথাসাহিত্যের বিষয় করা, বিশেষত উপন্যাসের, এক দূরহ প্রয়াসের নামান্তর। নানকার প্রথা, যা চরম দাসত্বএরই আরেক নাম প্রচলিত ছিল সেই কালের বৃহত্তর সিলেট জেলার বিশেষ কয়েকটি এলাকাজুড়ে। এই অমানবিক প্রতজার বিরুদ্ধে কালক্রমে গড়ে উঠে আন্দোলন। শেষ পর্যন্ত তা উঠেও যায়। কিন্তু এই প্রথায় পিষ্ট মানুষেরা, নর- নারী তথা মানব- মানবীরা দুক্ষ- কষ্টের, বিরহ- বেদনার যে মর্মভেদী ঘটনাজাত কাহিনীর জন্ম দিয়ে যান, তার বিবরণ, তার পাঠ এক অর্থে শ্বাসরুদ্ধকর। উপন্যাসিক ওয়াসি আহমেদ এই উপন্যাস লিখতে গিয়ে তার ভূমিকায় বলেছেন, " ইতিহাসের ধারাকে আবছাভাবে ধরার চেষ্টা থাকলেও এ রচনা সর্বতোভাবে একটি আখ্যান। নানকাররা যে তাদের দীর্ঘ ও অসম সংগ্রামে এক বিস্তৃত জনপদকে আলোড়িত করেছিল তার বিশদ বর্ণনা এটি কোনক্রমেই নয়। "লেখকের এই উচ্চারণ সূত্রে তাঁর সততাকে সাধুবাদ না জানিয়ে প্রথমে পারি না। আগেই বলেছি, ' তলকুঠুরির গান' এর পটভূমি বিস্তৃত। চরিত্রের সংখ্যাও কম নয়। লেখন এই সব নিপীড়িত নানকারের প্রতিনিধি হিসেবে বেছে নেন তকবির চান, তার ছেলে শুকুর চান, তার মেয়ে আম্বিয়া খাতুন, শুকুর চানের ছেলে শরীফ এবং বামপন্থী সংগঠনের আরো কিছু চরিত্রকে। এই সব চরিত্রকে ঘিরে পুরো উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। নানকারদের আন্দোলন গড়ে উঠেছিল কীভাবে, সংগঠিত রূপই বা পেয়েছিল কিভাবে, এই উপন্যাসে জীবন্ত হয়ে উঠেছে তাও। নানকার মেয়েদের ঘরের বাইরে, রাজপথে নেমে আসা, তাদের দিয়ে হারিকেন মিছিল করা- এসব ঘটনার বর্ণনা উপন্যাসে সত্যই জীবন্ত। জীবন্ত তকবির চানসহ অন্যদের রক্তাক্ত অত্যাচারের বর্ণনাও। এ বইয়ের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নানকারদের আন্দোলনে বামপন্থীদের অংশগ্রহণের পর্বটি। তাদের নিজেদের মধ্যেকার দ্বিধাদ্বন্দ্ব, দোদুল্যমানতা, পলায়নপরতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আসলে নানকারদের আন্দোলন ছিল নানকারদেরই। বাহিরে থেকে যাওয়া কারো প্রয়াসে এ আন্দোলন শেষ পর্যন্ত তার কাঙ্খিত মঞ্জিলে পৌঁছায়নি। কিন্তু কথা সেখানে নয়, লেখক পাঠককে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছেন, প্রশ্ন সেখানেই। আপাতত এখানে আমরা সেই প্রশ্নে আবদ্ধ হব না। এ উপন্যাসের আদ্যোপান্ত পাঠ এই অনির্বায প্রতীতি দিবে যে, ওয়াসি আহমেদের ' তলকুঠুরির গান' বাংলা কথাসাহিত্যের বিস্তৃত পটবূমিতে এক সেরা উপন্যাস। আর তা সার্বিক বিচারেই। লেখকের এই ইতিহাস খুঁড়ে বইয়ের পাতায় তুলে আনা অব্যাহত থাকুক এই কামনা করি #বইয়ের_নাম : তলকুঠুরির গান লেখক : ওয়াসি আহমেদ দাম : ৪৫০ টাকা