User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। যাদের সমুদ্র, জাহাজ, নাবিক এই সকল জিনিস ভালো লাগে তারা পড়তে পারেন।
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর উপন্যাসঃ ক্যাপ্টেনস্ কারিজাস লেখকঃরুডিয়ার্ড কিপলিং অনুবাদঃ রেশাদ নোমান ধরনঃ শিশু কিশোর সিরিজ প্রকাশনীঃ পান্ঞ্জেরী মুল্যঃ ৮৫ টাকা কাহিনী সংক্ষেপঃ ছেলেটির নাম হার্ভে। বয়স কম হলেও বেয়াদপী তে সে ওস্তাদ। কখনো কারো কথা শোনেনা। নিজের ইচ্ছেমতো সে সব কাজ করে। এমন কি ধনী বাবার ছেলে হওয়ার কারনেই যে সে বিগড়ে গেছে এটাও কারো অজানা নয়। মা কেও সে মানে না। দেখলে মনে হয় ছেলেই মা'কে শাসন করছে। অবশেষে বাধ্য হয়ে তাকে পাঠানো হলো ইউরোপে। একটি যাত্রী বাহী জাহাজে তাকে তুলে দেয়া হলো। কিন্তু সেখানে ওঠামাত্রই সে তার বেয়াদপী দেখানো শুরু করে দেই। এবং তাকে নিয়ে ভেতরের যাত্রী রা কথা বলা শুরু করে। কারন সেখানে বসেও হার্ভে নিজের বাবার কি আছে না আছে তা নিয়ে মুখ চালানো শুরু করে। হার্ভের স্বভাব সবাই জানতো। তাই বেশীরভাগ মানুষ তাকে পাত্তা দিলো না। এই অপমান ও হার্ভে সহ্য করতে না পেরে জাহাজের ডেকের রেলিং আকড়ে ধরলো। যেখানে ওটা ছেড়ে দিলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশী। তাকে সাবধান করার পরও যখন সে শুনলনা তখন ই ঘটলো বিপত্তি। একটা ঢেউ এসে সজোরে জায়গাটা ডুবিয়ে দিয়ে গেলো এবং হার্ভে হাজার চেষ্টা করেও তার হাত আকড়ে ধরে রাখতে পারলোনা এবং হাত ফসকে পড়ে গেলো সেখানে। আর তার যে এরকম একটা পরিস্থিতি হলো কেউ ই জানতে পারলোনা। কি হলো তারপর হার্ভের?? হঠাৎ চেতনা ফিরলো হার্ভের বিভিন্ন হর্নের শব্দে। সে প্রথমে মনে করতে না পারলেও পরবর্তী তে মনে পড়লো জাহাজ থেকে পরে যাওয়ার কথা। কিন্তু সে যে এলাকাতে এসে পড়লো সেখানকার পরিবেশে তার বমি চলে আসতে লাগলো। পরবর্তী তে হার্ভে বুঝতে পারলো যে তাকে উদ্ধার করেছে এই ছোট নৌকার মানুষ গুলো। কিন্ত অবাক করা বিষয় তখন হলো যখন সে এতোটুকু কৃতজ্ঞতা না দেখিয়ে সেখানেও তার মন যা চায় তা করতে শুরু করলো। অবশেষে হার্ভ তার বয়সী একজন ছেলেকে দেখতে পেলো এবং তাকে খাবার দেয়া হলে ওগুলো কিভাবে তেরী করেছে তা ভেবে নিজের কাছে খারাপ লাগা শুরু করলো। কিন্ত তার পেটে অনেক ক্ষুধা থাকার জন্য অবশেষে সব খাবার সে নিমেষেই শেষ করে দিলো। অবশেষে তার বাড়ি ফিরে যাওয়ার কথা মনে পড়তেই সে তার রোদে শুকানো জামাকাপড় নিয়ে সেই দলপতীদের নেতা ক্যাপ্টেন ডিস্কো ট্রুপের কাছে গেলো এবং নিজের পরিচয় দিয়ে বাড়ি ফেরার কথা বললো। কিন্তু এইবার ঘটলো সমস্যা। মাছ শিকারি জাহাজে তার ঠাই হলেও কিছু কি করতে পারবে হার্ভ নিজে?? যদি বদলে যায় হার্ভের জীবনধারা?? অবশেষে বাধ্য হয়ে তাকে চাকরি নিতে হয় এই জাহাজে। এবং দিনরাত অমানুষিক নির্যাতনের স্বীকার হতে হয়। কি হবে এখন হার্ভের?? সে কি এই নির্যাতনের জন্য বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিবে?? নাকি জাহাজের বাকি মানুষ গুলোর সাথে নিজেকে মানিয়ে নেবে?? আর কখনো কি সে বাড়ি ফিরতে পারবে তার একমাত্র ধনী বাবার কাছে নাকি আজীবন এরকম পথে পথে ঘুরতে হবে?? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বইটিতে। পাঠ্য প্রতিক্রিয়াঃ সাগরের অভিযান নিয়ে আমার অনেক কম বই পড়া হয়েছে তবে এই বইটা একদম ই অন্য রকম ছিলো। জেলেদের জীবন, সাগরের মোকাবেলা, তাদের জীবিকা নির্বাহ, সব কিছু যে এতো জটিল আর কঠিন সেটা এই বইতে একদম স্পষ্ট করে দেয়া। খুবই ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা মানুষ কিভাবে ঠিকঠাক পরিচর্চা পেলে নিজেকে ঠিক করে নিতে পারে এটাও এই বইটির একটি অন্য তম উদাহরণ। সবশেষে বলবো একেতো সমুদ্র অভিযান তার উপর অনেক রিস্কের মধ্যে এগিয়ে যাওয়া গল্প। সবমিলিয়ে ভালো লেগেছে।