User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"গবেষণায় হাতেখড়ি" বইটি গবেষণার জগতে প্রবেশ করতে ইচ্ছুক নতুন শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং আগ্রহী পাঠকদের জন্য একটি অনন্য সহায়ক গ্রন্থ। বইটিতে গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে গবেষণাপত্র লেখার কৌশল পর্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। গবেষণার প্রাথমিক ধাপ, সমস্যা নির্বাচন, উদ্দেশ্য নির্ধারণ, তথ্য সংগ্রহের পদ্ধতি, বিশ্লেষণ ও প্রতিবেদন রচনার প্রতিটি স্তর এখানে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। বিশেষ করে বাংলা ভাষায় গবেষণার উপর মানসম্মত বইয়ের অভাব রয়েছে। সেই অভাব পূরণে "গবেষণায় হাতেখড়ি" একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি একাডেমিক দৃষ্টিকোণ বজায় রেখে গবেষণার নীতিমালা ও নৈতিক দিকসমূহও সুন্দরভাবে তুলে ধরেছে। নতুন গবেষক বা যারা গবেষণা শুরু করতে চান, তাদের জন্য "গবেষণায় হাতেখড়ি" বইটি একদম উপযুক্ত। গবেষণার জগতে পা রাখার জন্য এটি একটি অপরিহার্য সহচর বলা যায়।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
osthir , nice ,awesome, beautiful, wonderful
Was this review helpful to you?
or
বইটিতে সহজ শব্দ ও সরল বাক্যের ব্যবহার হয়েছে। গবেষণা শুরু করতে চাইলে বইটি দারুণ কাজে দেবে। কিছুটা সীমাবদ্ধতা আছে, তবে সেটা নগণ্য।
Was this review helpful to you?
or
Good book for new scientists.
Was this review helpful to you?
or
বইটি থেকে অনেক কিছু শিখলাম, বইটি নতুনদের জন্য ???
Was this review helpful to you?
or
রিসার্চ খাতে বেশ সহায়তা পেয়েছি এই বইটি থেকে।
Was this review helpful to you?
or
This book is so much helpful for beginners to start knowledge where and how to start for your thesis.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অত্যান্ত ভালো একটি বই। অত্যান্ত উপকৃত হয়েছি
Was this review helpful to you?
or
প্রাঞ্জল এবং উপভোগ্য ভাষায় গবেষনার ধাপ এবং এর জন্য করণীয় বিষয় গুলো সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। পড়ার পরে ভালো একটা আইডিয়া পেয়েছি কিভাবে গবেষণার জন্য নিজেকে প্রিপেয়ার করবো সেটার ব্যাপারে। স্যারকে ধন্যবাদ এমন একটা বই বাংলা ভাষায় নিয়ে আসার জন্য। নতুন গবেষকদের জন্য এই বইটা অনবদ্য!
Was this review helpful to you?
or
বইটি বিশেষত গবেষণা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপকারে আসবে বলে মনে করি। এই বইয়ে গবেষণার বহু জরুরী বিষয়ের মধ্যে গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সফটওয়ার, ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে প্রদত্ত্ব তথ্যগুলো একজন নব্য গবেষককে পথ প্রদর্শন করবে বলে আমার ধারণা।
Was this review helpful to you?
or
খুবই উপকারী বই।
Was this review helpful to you?
or
বিদেশে পড়তে যাওয়ার আগে অবশ্য পাঠ্য একটি বই।
Was this review helpful to you?
or
দারুন একটি বই
Was this review helpful to you?
or
Best book if anyone wants to start their research journey
Was this review helpful to you?
or
Most recommended book for scientific research... From planning, execution, organising, writing method & tools, presentation, publication. You will get a clear instruction.
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
good book for research
Was this review helpful to you?
or
তরুণ গবেষকদের জন্য সহজ সাবলীল ভাষায় লেখা চমৎকার একটি বই। বিজ্ঞান বিষয়ক বিশেষ করে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা বেশি উপকৃত হবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
I hardly understand about research. So, I have bought the book to know something more about research. But the book has given me a complete direction to be a researcher. I am not a researcher but I feel that I can start research now. Thanks to the honourable teacher Dr. Ragib Hasan.
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ভাল লাগছে,,,,, ???
Was this review helpful to you?
or
Ragib Hasan sir er boi asholei impressive
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
I guess this is the only book in Bangla for research methodology
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
mysterious book. really helpful
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
Outstanding book.
Was this review helpful to you?
or
ধরুন আপনি কোন একটা বিষয় নিয়ে গবেষনা তা আপনার পেশাগত কারনেই হোক আর আপনার একাডেমিক কারনে। এই গবেষনা কীভাবে শুরু করবো তা আমাদের অনেকের কাছেই ঠিক বোধগম্য হয় না। মূলত বইটি পড়ে আপনি গবেষনা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
Was this review helpful to you?
or
চমৎকার বই সংগ্রহে রাখার মতো, শুধু গবেষকদের জন্যই নয় আমাদের মত শিক্ষকদের জন্যেও খুব দরকারী বই এটা, প্রথমবার কেনার পর হারিয়ে গিয়েছিল তাই দ্বিতীয়বার কিনেছি। অনেক ধন্যবাদ লেখককে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Informative and easy to go through.
Was this review helpful to you?
or
best one
Was this review helpful to you?
or
Good to go for the beginners.
Was this review helpful to you?
or
wonderful
Was this review helpful to you?
or
Good One... Satisfied with the service
Was this review helpful to you?
or
যদিও বইটির নাম 'গবেষণায় হাতে খড়ি' কিন্তু বইটি পড়লে হাতে শুধু 'খড়ি' না, কলম বা কীবোর্ড সব কিছু ধরা শেখা যাবে। বইটির নাম যদি 'গবেষণা A-Z' হতো, তাহলেও নামের স্বার্থকতা অক্ষুণ্ণ থাকতো। লেখক রাগিব হাসান যে দেশপ্রেমের দায় থেকে বইটি লিখেছেন, যে কোনো পাঠক বইটি পড়লেই সেটা বুঝতে পারবেন। দ্বিতীয় সংস্করণের ভূমিকায় লেখক লিখেছেন, "বইটা লেখার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিলো বটে, তা হলো বাংলাদেশে প্রচুর নতুন গবেষক তৈরি করা"। প্রথম সংস্করণের ভূমিকায় লেখক লিখেছেন, "আমি বইটা খুব সহজ ভাষায় লিখেছি, যাতে করে সবাই এটা পড়ে গবেষণার জগতে প্রবেশ করতে পারে খুব সহজেই"। আসলেই গবেষণার মতো জটিল বিষয়কে এতো সাবলীল ভাষায়, এতো সংক্ষিপ্ত ও সহজ ভাবে তুলে ধরা যায়, তা এ বই না পড়লে বুঝা যাবে না। মাত্র ১১৮ পৃষ্ঠার বইটির একটি বিশেষ বৈশিষ্ট হচ্ছে এর প্রতিটি অধ্যায় খুবই সংক্ষিপ্ত, গড়ে মাত্র ৩ পৃষ্ঠা করে, তাই বইটি পড়তে কখনো বিরক্তি আসে না। তবে এই তিন পৃষ্ঠার প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। বইটিতে খুদে গবেষকদের মেসি-রোনালদো নিয়ে গবেষণা শুরু করতে বলা হয়েছে, আবার সম্ভাব্য বড় গবেষকদের বল হয়েছে যে 'দুধ-ভাত টাইপের' বিষয় নিয়ে গবেষণা না করতে। কেন গবেষণা করতে হবে, গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি কি, গবেষণা শুরুর আগে যাযা শিখতে হবে (LaTex, SPSS, BibTex, Zotero, Dropbox, Git, Subversion etc.), কিভাবে গবেষণার বিষয় নির্বাচন করা যায়, নিতুন আইডিয়া তৈরি, আইডিয়া উপস্থাপনে NABAC পদ্ধতির ব্যবহার, একটা গবেষণা আর্টিকেল কিভাবে পড়তে হবে, নোট করতে হবে, নিজের আর্টিকেল কিভাবে প্রকাশ করা যায়, কোথায় প্রকাশ করা যায়, জার্নালের ভালো মন্দ কিভাবে যাচাই করা যায়, কিভাবে সেমিনারে প্রেজেন্ট করা যায়, নিজের প্রেজেন্টেশন দক্ষতা কিভাবে বাড়ানো যায় ইত্যাদি বিষয় আলোচনা হয়েছে। এজন্য লেখক নিজের অভিজ্ঞতা থেকে অনেক বাস্তব উদাহরণের আশ্রয় নিয়েছেন। বইটির শেষের দিকে লেখক কিভাবে লেখার মান বাড়ানো যায়, গবেষণায় নৈতিকতা ধরে রাখা, ফান্ড কালেকশন, ভালো গবেষকের অভ্যাস, গবেষকের সোসাল পরিচিতি তৈরি, প্রফেসরদের কিভাবে মেইল করতে হয়, সময় ব্যবস্থাপনা সহ কিভাবে পিএইচডি করতে হয়, ডিফেন্স করতে হয় এবং থিসিস জমা দেয়া নিয়ে আলোচনা করেছেন। সব শেষ 'হাতে কলমে গবেষণা' অধ্যায়ে একটা কাল্পনিক গবেষণা প্রকল্প তোলে ধরেছেন। এছাড়াও বিভিন্ন অধ্যায়ের শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট লিংক দেয়া আছে, দেয়া আছে বিভিন্ন সফটওয়্যার ও এপের নাম যেখান থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে এবং এগুলোকে গবেষণায় কাজে লাগানো যাবে। সর্বোপরি বইটি পড়ে "শেষ হইয়াও হইলনা শেষ" মনে হবে না, মনে হবে এখনই গবেষণা শুরু করা যায়। এখনই একটু কষ্ট করলে একটা রিভিউ আর্টিকেল প্রকাশ করা যায়। ২০১৫ সালের বই মেলায় অন্যতম বেস্টসেলার বইটির লেখক ড. রাগিব হাসান একজন কম্পিউটার বিজ্ঞানী ও আমেরিকার Alabama বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যদিও লেখক বিজ্ঞানের ছাত্র তবুও, বইটি আমার মতো সমাজ বিজ্ঞানের হবু গবেষকদের জন্যও সমান উপকারী মনে হয়েছে। বইটির ফ্ল্যাপে লেখকের হাসি মাখা মুখের ছবি ও ইমেইল দেয়া আছে, চাইলেই যোগাযোগ করা যাবে (ছবি দেখে মনে হচ্ছে লেখক খুশিই হবেন)।
Was this review helpful to you?
or
গবেষণা করার পদ্ধতি শিখতে চাওয়া যে কারো জন্যই অসাধারণ একটি বই। বই-এর ভাষা এবং বর্ণনা পদ্ধতি একে ছেলে-বুড়ো সবার জন্য উপযোগী করে তুলেছে।
Was this review helpful to you?
or
Ok
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Excellent and Informative
Was this review helpful to you?
or
very helpful
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
gobeshona niye khub olpo shonkhok boi e ber hoyeche eti tar moddhe onnotomo ekti boi
Was this review helpful to you?
or
Ragib sir er boi mane onno rokom kichu sotti khub valo ekti boi
Was this review helpful to you?
or
গবেষনা সম্পর্কে বিস্তারিতভাবে লেখা আছে বইটিতে।
Was this review helpful to you?
or
Good!
Was this review helpful to you?
or
অনেক তথ্য বহুল ও সহজভাবে লেখা একটা বই। এই বইটা আমার স্নাতক পর্যায়ে রিসার্চ মেথডোলোজি বিষয়ে অনেক সাহায্য করেছে। কীভাবে রিসার্চ করা যায়, কোন দিক গুলো নজরে রাখতে হয়, রিসার্চের স্টেপ কি কি............ সবকিছু এই বইতে অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। মানে রিসার্চ করতে যে সামগ্রিক ধারনার প্রয়োজন সেটা এই বই পড়লে খুব সহজেই জানা সম্ভব।
Was this review helpful to you?
or
ok
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় এমন বই খুব কমই আছে মনে হয়।
Was this review helpful to you?
or
চমৎকার বইটি।খুব ভালো লাগলে পড়ে।
Was this review helpful to you?
or
one of the best book in this field
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। গবেষণা করার ব্যাপারে খুবই বিশদ আকারে লেখা। যে কেউ গবেষণায় আগ্রহী হবে এই বই পড়ে।
Was this review helpful to you?
or
গবেষক হিসেবে নিজেকে গড়ে তুলতে এরকম বইয়ের কোন বিকল্প নেই।
Was this review helpful to you?
or
I learned a lot about research.
Was this review helpful to you?
or
It was very good, but it would have been better to pay later. Thanks you Rokomari.Com
Was this review helpful to you?
or
গবেষণা কাকে বলে, গবেষণার পদ্ধতি এবং কিভাবে গবেষণা করতে হয় সে সম্পর্কিত বিস্তারিত ধারণা পাবেন এই বই থেকে।
Was this review helpful to you?
or
GOOD
Was this review helpful to you?
or
মোটামুটি
Was this review helpful to you?
or
Such a good thing for a new researcher. recommend to buy it.
Was this review helpful to you?
or
ভালো লেগেছে, অবেক কিছু শিখেছি
Was this review helpful to you?
or
Every beginner in research should read this at least once.
Was this review helpful to you?
or
Very helpful for the new researchers.
Was this review helpful to you?
or
good for all newcomers.
Was this review helpful to you?
or
outstanding
Was this review helpful to you?
or
Excellent book.highly recommended
Was this review helpful to you?
or
very good book
Was this review helpful to you?
or
নতুন গবেষণা শুরু করার আগে একবার দেখে নেওয়া যেতে পারে বইটি, বিশেষ করে বাংলাদেশে অনার্স-মাস্টার্সে যারা গবেষণা করবেন তারা। পাঠকদের অনেক প্রয়োজনীয় কিছুর সাথেই পরিচয় করিয়ে দিয়েছেন লেখক বইটিতে।
Was this review helpful to you?
or
The delivery and books were very good.
Was this review helpful to you?
or
গবেষনা করতে হলে কিভাবে কি শুরু করতে হবে সেটা পরিষ্কার হওয়া যাবে এই বইটি পড়ে।
Was this review helpful to you?
or
Ever since I was a kid I always wanted to be a scientist. But my scientific boyhood couldn't go very far because of the lack of support. What I think it's that there are many good books these days that can help someone start his research in his own home. In that case, I would recommend this wonderful book. Highly recommended for those who want to start researching but don't know how.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
It's a completely recommended book for everyone who wants to be a good researcher in the future.
Was this review helpful to you?
or
This is a very essential book for thesis students or researchers. thanks Ragib Hasan.
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
anyone interested in research field i suggest you read these book.....you'll get all the information about how to researc, how to start it,how to complete it..... These book has added new dimensionfor the research lovers
Was this review helpful to you?
or
Good and motivating.
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Very good Book. I am even surprised that any such a bangla book even existed on the boring topic of Research. I read some other books written on Assignment writing, Reasearch methodology but got frustrated, but after reading this book, it just turned around. The book is full of practical notes, realistic suggestions. Rajib Hasan, being a teacher and researcher by himself, has got enough knowledge and experience, which he did share here with very dynamic language. Anyone related to education can read the book and will find it interesting and helpful. I wish he could produce such more books in future.
Was this review helpful to you?
or
This book helped to the skill developing
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বইটি পড়া থেকে বঞ্চিত হইয়েন না!
Was this review helpful to you?
or
jodi kokhono teacher hote pari, student der dhore dhore text book er moto kore porabo ai boita
Was this review helpful to you?
or
❤️❤️❤️
Was this review helpful to you?
or
very good book in bangla language
Was this review helpful to you?
or
Wastage of time. Very ordinary type of writing.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। গবেষণার প্রতি ঝোক ছিল। ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি কিন্তু কখন পুরো ব্যাপার নিয়ে ধারনা পাইনি। বলতে গেলে কিছু কিছু বিষয় নিয়ে খটকা লাগছিল। যেমন কোথায় থেকে রিসার্চ পেপার যোগার করবো, রিভিউ কিভাবে লিখতে হয়, জড়তা দূর করার উপায়, কার সাথে রিসার্চ বিষয়ে সাহায্য নেয়া যায়, ফান্ডিং কোথায় পাবো, থিচিচ পেপার কিভাবে লিখবো, কোথায় জমা দিতে হবে গবেষণা পত্র। গবেষণা বিষয়টাকে মাতৃভাষায় ও সহজ ভাবে তুলে ধরার জন্য রাগিব হোসেন স্যারকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Very resourceful book for newbie researchers. Step by step information on how to do research.
Was this review helpful to you?
or
ভালো বই একখানা ...
Was this review helpful to you?
or
The author has the quality of describing every step in such a clear way that makes your work flow. 5 Star Book, Thank You Sir.
Was this review helpful to you?
or
good service
Was this review helpful to you?
or
বইটিতে শুধু গবেষণা লেখার কলাকৌশলই নয়, গবেষণার জন্য কোথায় কোথায় ফান্ড পাওয়া যায় তা-ও আছে। একটি আর্টিকেল কিভাবে লিখতে হয়, বইটি পড়ে তাও শেখা যায়। তাই বইটি ৮ম শ্রেণি থেকে পিএইচডি গবেষকদেরও কাজে লাগবে। গবেষণার উপর এরকম বই বাংলাভাষায় আর নাই।
Was this review helpful to you?
or
৫ স্টারের স্থানে ১০ স্টার দেওয়ার মতো ব্যবস্থা থাকলে খুশি হতাম!
Was this review helpful to you?
or
এই বইটা পড়ে উপকার পেতে হলে আপনাকে গবেষক হতে হবে না, বরং বইটা ছাত্র, গবেষক, শিক্ষক — সবার কথা মাথায় রেখেই লেখা। আপনার যদি স্নাতক, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে গবেষণা করা বা থিসিস লেখার দরকার হয়, তাহলে এটা পড়ে আপনি গবেষণার সব পদ্ধতি সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া একাডেমিক লেখালেখি, গবেষণাপত্র প্রকাশ — এসব কাজের জন্য এখানে রয়েছে বিস্তারিত নির্দেশনা। আমি বইটা খুব সহজ ভাষায় লিখেছি, যাতে করে সবাই এটা পড়ে গবেষণার জগতে প্রবেশ করতে পারেন খুব সহজেই। বইটা ভাগ করা হয়েছে কয়েকটি অংশে। প্রথমে আলোচনা করা হয়েছে গবেষণা কাকে বলে, এর প্রয়োজনীয়তা এবং মূলনীতি নিয়ে। এর পরে আস্তে আস্তে বলা হয়েছে, কীভাবে গবেষণা শুরু করবেন, বিষয় নির্বাচন ও লিটারেচার রিভিউ করবেন। তার পরে ধাপে ধাপে দেখানো হয়েছে, রিসার্চ পেপার পড়া, বোঝা, এবং নিজের গবেষণাপত্র কীভাবে লিখবেন। গবেষণার সমস্যা সমাধানের জন্য নতুন আইডিয়া কীভাবে চিন্তা করবেন ও যাচাই করবেন। এছাড়া গবেষণার ফলাফলকে প্রেজেন্টেশন বা বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করার নানা কৌশল সম্পর্কে লিখেছেন। বাংলাদেশে বসেই এক সময়ে প্রখ্যাত সব বিজ্ঞানীরা বিশ্বমানের গবেষণা করেছেন। আচার্য জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস, কুদরত-ই-খুদা, মাকসুদুল আলম, আবেদ খান — এঁদের মতো বরেণ্য বিজ্ঞানীরা সারা বিশ্বে বাঙালিদের নাম উজ্জ্বল করেছেন, আর জ্ঞান বিজ্ঞানে রেখেছেন বিশাল অবদান। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের নতুন প্রজন্মের তরুণেরা গবেষণার জগতে অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে। এই উদ্যমী হবু গবেষকদের পথ দেখানোর জন্য এই বইটা লেখা।
Was this review helpful to you?
or
সত্তিই অসাধারন বই। অন্তত আমার জন্য বইটি দরকার ছিল।
Was this review helpful to you?
or
২০১৫-র বইমেলায় রকমারির বেস্টসেলার লিস্টের ২ নম্বরে এই বইটি দেখে আশ্চর্য হয়েছিলাম। গবেষণার বইও বেস্টসেলার হয়! কৌতূহলবশত ২০১৫ বেস্টসেলার লিস্টের প্রথম ৩টি বই কিনে পড়লাম। বই ৩টি হচ্ছে ১. গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত, লেখক: চমক হাসান। ২. গবেষণায় হাতেখড়ি, লেখক: রাগিব হাসান ৩. মন প্রকৌশল: স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা, লেখক: রাগিব হাসান। সত্যিই অসাধারণ! বেস্ট সেলার হওয়ার মতোই বই তিনটি।
Was this review helpful to you?
or
ড. রাগিব হাসান স্যারের “গবেষণায় হাতে খড়ি” বইট সম্পূর্ণ পড়লাম। চমৎকার একটি বই। যারা কখনোই কোন রিসার্চ প্রোপসাল, রিসার্চ রিপোর্ট লিখেন নাই বা হয়ত ঠিকভাবে লিখতে পারেন নাই তাদেরকে এই বইটি খুবই চমৎকার ভাবে সহায়তা করবে। আমি দু তিনটা রিসার্চ প্রোপোসাল ও রিপোর্ট লিখেছি। শুরুর দিকটাতে সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক ঝামেলা পোহাতে হয়েছে । ইন্টারনেটে সার্চ করে নিয়মগুলো শিখতে হয়েছে। ওখানে নিয়মগুলোর সামান্য কিছু গড়মিলও খুজে পেয়েছিলাম। এরপর অনেকগুলো অরিজিনাল রিসার্চ পেপার পড়ে স্ট্যান্ডার্ড বের করতে চেষ্টা করছি। তবে যারা আমার মত এত কষ্ট ও ঝামেলায় পড়তে চান না তাদের জন্য এই বইটি সহযোগীর ভূমিকা পালন করবে। এছাড়াও গবেষণা কি? কিভাবে করতে হয়? কারা গবেষণা করতে পারে ? গবেষণা পত্র কিভাবে লিখতে হয়? গবেষণাপত্র কোথায় প্রকাশ করা যায়? কি ভাবে গবেষণা পত্রের স্ট্যান্ডার্ড বজায় রাখা যায় - এধরনের সকল প্রশ্নের উত্তর এই বইটা থেকে পাওয়া যাবে। এই বইটাতে বাংলা ভাষায় অতি চমৎকার ভাবে গবেষণা সংক্রান্ত ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। নতুন গবেষক, আর্টিকেল রাইটার, ইন্টার্ন রিপোর্টার, থিসিস রাইটার এবং রিসার্চ রিপোর্ট রাইটারদের জন্য শ্রেষ্ঠ সহায়ক হবে এই “গবেষণায় হাতে খড়ি” বইটি।
Was this review helpful to you?
or
Rubbish Book! There is a no similarity with its title. Also the previous review is not correct. Don’t buy this book. If you buy this book you will waste your money, so beware.
Was this review helpful to you?
or
গবেষণা কাকে বলে? কীভাবে একজন নবীন গবেষক গবেষণার, জ্ঞান বিজ্ঞানের রাজ্যে পা দিবেন? কীভাবে গুছিয়ে কাজ করে সমস্যার সমাধান করবেন, কীভাবে গবেষণাপত্র লিখবেন ও কোথায় প্রকাশ করবেন, এমনকি কীভাবে একটা নতুন আইডিয়াকে গুছিয়ে লিখবেন, চিন্তা করবেন, ও যাচাই করবেন — এসব নিয়ে নবীন গবেষকেরা অনেক সময়েই সমস্যায় পড়েন। লেখক রাগিব হাসান পেশায় ও নেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। কিন্তু গবেষণা কীভাবে করতে হয়, তা তাঁকে শিখতে হয়েছে, স্নাতক এবং পরে পিএইচডি করার সময়ে অনেক কিছু ধাপে ধাপে হাতে কলমে শিখে তবেই গবেষণার পদ্ধতি তিনি বুঝতে পেরেছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা শেখাটা খুব কঠিন কিছু নয়, কেবল দরকার দিক নির্দেশনার। বাংলা ভাষায় গবেষণা করার পদ্ধতি নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি, এই সংক্রান্ত সবকিছুই ইংরেজিতে। তাই এই বইতে চেষ্টা করা হয়েছে, গবেষণা করার নানা ধাপ, নানা দিককে মাতৃভাষা বাংলায় সবার কাছে তুলে ধরতে। বাংলায় কোনো কিছু সবাই যেভাবে বুঝতে পারেন, অন্য কোনো ভাষায় সেভাবে শেখা সম্ভব না। বইটা কাদের জন্য? এই বইটা পড়ে উপকার পেতে হলে আপনাকে গবেষক হতে হবে না, বরং বইটা ছাত্র, গবেষক, শিক্ষক — সবার কথা মাথায় রেখেই লেখা। আপনার যদি স্নাতক, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে গবেষণা করা বা থিসিস লেখার দরকার হয়, তাহলে এটা পড়ে আপনি গবেষণার সব পদ্ধতি সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া একাডেমিক লেখালেখি, গবেষণাপত্র প্রকাশ — এসব কাজের জন্য এখানে রয়েছে বিস্তারিত নির্দেশনা। আমি বইটা খুব সহজ ভাষায় লিখেছি, যাতে করে সবাই এটা পড়ে গবেষণার জগতে প্রবেশ করতে পারেন খুব সহজেই। বইটা কীভাবে পড়বেন? বইটা ভাগ করা হয়েছে কয়েকটি অংশে। প্রথমে আলোচনা করা হয়েছে গবেষণা কাকে বলে, এর প্রয়োজনীয়তা এবং মূলনীতি নিয়ে। এর পরে আস্তে আস্তে বলা হয়েছে, কীভাবে গবেষণা শুরু করবেন, বিষয় নির্বাচন ও লিটারেচার রিভিউ করবেন। তার পরে ধাপে ধাপে দেখানো হয়েছে, রিসার্চ পেপার পড়া, বোঝা, এবং নিজের গবেষণাপত্র কীভাবে লিখবেন। গবেষণার সমস্যা সমাধানের জন্য নতুন আইডিয়া কীভাবে চিন্তা করবেন ও যাচাই করবেন। এছাড়া গবেষণার ফলাফলকে প্রেজেন্টেশন বা বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করার নানা কৌশল সম্পর্কে লেখা হয়েছে। এবং সবশেষে আলোচনা করা হয়েছে গবেষণার অর্থায়ন কীভাবে করবেন, এবং গবেষণার সাথে আনুসঙ্গিক অনেক বিষয় যেমন গবেষকদের অভ্যাস, গবেষণার জন্য সময় জোগাড় করা, এসব কিছু। আমাদের নতুন প্রজন্মের তরুণেরা গবেষণার জগতে অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে। এই উদ্যমী হবু গবেষকদের পথ দেখানোর জন্য এই বইটা লেখা।