User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা সেলফ হেল্প বই। ভাল লাগবে।
Was this review helpful to you?
or
Valuable
Was this review helpful to you?
or
অনুপ্রেরণামূলক বই
Was this review helpful to you?
or
Love it
Was this review helpful to you?
or
Y
Was this review helpful to you?
or
porar moto motamoti valo ekti boi
Was this review helpful to you?
or
motamoti valo ekti boi
Was this review helpful to you?
or
বইটি পড়ে বেশ উপকৃত হলাম।
Was this review helpful to you?
or
আমাদের জীবনে আমরা কোনো না কোনো সময় স্বপ্ন হারিয়ে ফেলি, এই বইটা পড়ে হয়তবা এমন কিছু পেতে পারেন যেটা দিয়ে আপনি আপনার স্বপ্ন ফিরে পাবেন আর আবার নতুন করে শুরু করতে পারবেন।
Was this review helpful to you?
or
it's a good book like all other motivational
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
খুব ভালো বই
Was this review helpful to you?
or
kono dik diyey valo laglona
Was this review helpful to you?
or
লেখনির ভঙ্গি খুব বেশি একঘেয়ে।
Was this review helpful to you?
or
Rating = ৫/10. যারা সংক্ষেপে পড়তে ভালোবাসেন তারা পড়তে পারেন। কিন্তু বিস্তারিত বুঝার জন্য এই বই নয়। মানে সহজ কথায় , আমরা যেমন প্রথমে ক,খ,গ শিখে তারপর আস্তে আস্তে পুরো বাক্য লিখি ,ঠিক তেমনি এই বইটি একবারে ক,খ,গ টাইপের। বি দ্রঃ বিদেশি লেখকদের আত্নউন্নয়ন মূলক বই গুলো পড়ুন।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Boi ta tader jnnno jara olpotei hotash hoye jay . jara khei hariye fele . average motivational but onk kisu notun koore vababe
Was this review helpful to you?
or
ভালো খুব। অনুপ্রেরনামুলক...
Was this review helpful to you?
or
Average
Was this review helpful to you?
or
Not Good, Not Bad!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বইটি পড়লাম, ভালো লেগেছে। প্রিন্ট, কাগজ, কভারের মান ভালো ।
Was this review helpful to you?
or
খুবই বাজে একটা বই! পড়ে তাই ই মনে হয়েছে! প্রতিটি কথা ই যেন ধার করা! কপি পেস্ট!
Was this review helpful to you?
or
খুব ভাল একটা বই।সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
ভালো ছিলো
Was this review helpful to you?
or
valo chilo
Was this review helpful to you?
or
Boi ta pore aj ses korlam r boi ta porar age ebong boi ta porar por j change amr maje feel korchi... asa Kori onk e omon ta feel korben & finally it's a nice motivation book. Thanks Ragib Hasan Vai k.
Was this review helpful to you?
or
এইটা অবশ্যই একজন মানুষের দরকারি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ বই, অনেক কিছু জানার ও বুঝার আছে.. অনুধাবনের বিষয়, সবারই বইটি একবার হলেও পড়া উচিৎ...
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। বইটি পড়ার পরে অনেক ক্ষেত্রেই এখন নতুন ভাবে চিন্তা করা যায়। দৃষ্টিভঙ্গি বদলান যায়।
Was this review helpful to you?
or
Onk valo ekta boi,valoi legese.. Kinte paren sobai
Was this review helpful to you?
or
লিখার ভাবার্থ অনেকটা ভিন্নধরনে। লেখকের ধারণার অনেকেই খাপ খাওয়াতেপারছেন না। তবে এখানে বই মানেই পাঠকের মনকে বুঝতে পারা। পাঠকেরমনকেজয় করা না গেলে বৃথা। তবু খারাপ হয়নি....
Was this review helpful to you?
or
Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Rokomari amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Rokomari .
Was this review helpful to you?
or
বইটা অনেক ভাল।পড়ে অনেক কিছু জানতে পারছি।বইটা পড়লে আশা করি সবারই উপকার হবে।আমার অনেক ভাল লেগেছে।আপনারাও বইটা পড়ে দেখতে পারবেন আশা করি ভাল লাগবে।বইটি পড়ে সবারই মন কিছটা হলেও পরিবর্তন হবে আমি মনে করি।অনেক সুন্দর একটা বই।আমার কাছে সব থেকে ভাল বই এটা
Was this review helpful to you?
or
মন প্রকৌশল শব্দটা কটমটে মনে হতে পারে কিন্তু বইটা মোটেই কটমটে নয়, খুব গুছিয়ে লেখা হয়েছে। স্বপ্নের কথা বলা হয়েছে, নিজেকে বদলে দেবার কথা বলা হয়েছে, ঘুরে দাঁড়ানো মানুষদের কথা বলা হয়েছে। অসংখ্য উদাহরণ দেয়া হয়েছে, অসংখ্য গল্প বলা হয়েছে। আমি নিজে এই বয়সে অনেকগুলো গল্প বা ঘটনার কথা পড়ে নিজের ভেতর এক ধরনের উত্তেজনা অনুভব করছি, সাহস পেয়েছি কাজেই ধরে নিচ্ছি অন্যেরাও পাবে
Was this review helpful to you?
or
ফেসবুক স্ট্যাটাস তুলে দিয়ে বই বের করা হয়েছে। তারপরও যারা মনকে শান্ত করতে, মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য ভালো বই পারে। বিশেষ করে যারা সাইকোলজির বড় বড় বই পড়তে চান, আমার এ বিষয়ে অল্প কথায় জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য ভালো বই। কিন্তু অত বেশি গবেষণাধর্মী বই না। অনেকটা আড্ডায় যেভাবে মানুষ কথা বলে ওইভাবে লেখা বইটি।
Was this review helpful to you?
or
আমরা অনেক সময় হতাশার কারনে সপ্ন দেখা ছেড়ে দেই।যা আসলে কখনো উচিত নয়।জীবনে সামনে আগানোর জন্য সপ্ন দেখা উচিত।সপ্ন মানুষকে সামনে আগানোর জন্য অনেক সাহায্য করে।আর সে বিষয়ে এই বইটা।জীবনে যেসব বাধা বেশি আসে তাকে কিভাবে না বলতে হয় তা নিয়েও বইটিতে বলা হয়েছে।বইটিতে যে অংশ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তা হলো বইয়ের শেষে কিছু কাজ দিয়েছে লেখ। সে অংশটি হলো বাড়ির কাজ।আমরা অনেক সময় অনেকের থেকে পিছিয়ে যাই।যার ফলে দেখা যায়যে অনেকে অনেক সময় আর ভালো করতে পারে না বরং আরো খারাপ অবস্থা তৈরী হয়।সে হতাশায় জীবন যাপন করা শুরু করে।তখন উচিত তাকে সপ্ন দেখতে শিখানো।সপ্ন দেখতে না পারলে আসলেই জীবনে হতাশা নেমে আসে।তাই লেখক সপ্ন দেখার জন্য,হতাশা থেকে ঘুরে দাড়ানোর জন্য এই বইটি লিখেছেন।সপ্ন দেখলেই চলবে না কাজও কররে হবে।তাই লেখক আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যেগুলোর জন্য সপ্ন কেবল সপ্ন রয়ে যায়।সত্য আর হয় না।যেমন আমরা অনেক সময় ভয় পাই অনেক কাজ করতে গিয়ে।অনেক কিছু ভাবি যে এই কাজ কি হবে আমার দারা?আমি পারবো করতে?আরও অনেক কিছু।সেখান থেকে কিভাবে বের হয়েআসতে হবে লেখক খুব সুন্দর করে তা ব্যাখা করেছেন।যেসব বিষয়গুলো বাধা হয়ে দাড়ায় তা থেকে কিভাবে বেরহয়ে আসতে পারি তা লেখক খুব সুন্দর করেই বলেছেন।সপ্ন দেখা যে কত দরকার তা জিবনে কিরুপ প্রভাব ফেলে তা এই বই পরলেই বুঝা যায়।বইটিতে জিবন কে সহজ,সুন্দর করার জন্য মুলত লেখক এই বইটি লিখেছেন।লেখক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।আবার কিছু উদাহরণ দিয়েছে যারা তাদের জিবনে সপ্ন দেখা কখনো ছেড়ে দেই নি,তারা অনেক পরে হলেও সফল ঠিকই হয়েছে।তাদের জিবনী পরলে বুঝা যায় যে চেষ্টা করলে সফলতা আসবে হয়তোবা সময় লাগতে পারে কিন্তু সফল তুমি হবা।এই জন্য হার মানলে চলবে না।হয়তোবা সফলতা সহজে নাও আসতে পারে তাই বলে যে তুমি কখনো সফল হবা না তা নয়।অনেক বড় বড় মানুষের জীবনী ঘাটলে তা খুব সহজেই বুঝা যায় লেখক বইটি লিখেছেন সাহস দেয়ার জন্য যারা অল্পতেই বলে যে পারবে না তাদের জন্য যাতে তারা এই অবস্থা থেকে বের হয়ে ভালো কিছু করতে পারে।যারা সপ্ন দেখতে চান এবং সে অনুযায়ী কাজ করতে চান সে বিষয়নিয়ে ভালো পরামর্শ চান তাদের জন্য এই বইটা। এই বইটা পড়ে মনে এক ধরনের শক্তি পাওয়া যাবে যা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।খালি বই পড়ে ফেললেই হবে না যে সব কাজের কথা লেখক শেষে বলেছেন সে গুলো করতে হবে।তানা হলে লাভ কিছুই হবে না।যারা হতাশা হয়ে গেছেন,ভালো গাইড পাচ্ছেন না তাদের অবশ্যই কিনা উচিত এই বই। বইটা পড়ে সপ্ন বিষয় অনেক ভালো ধারণা পাওয়া যাবে,আমরা অনন্যদের থেকে কেন পিছিয়ে থাকে তাও জানা যাবে।পিছিয়ে গেলে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে তাও এই বইটা পড়ে ভালো ধারণা পাওয়া যাবে।আমি আশা করি এই বইটা সবাই পরবেন।কারন এই বই পড়লে অনেক উপকার পাওয়া যাবে বলে আমার বিশ্বাস
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এই বইটি শুনেছি অনেক জনপ্রিয় একটি বই কিন্তু এই বইটি পড়ে তেমন ভালো লাগেনি আশা করছিলাম বইয়ের মধ্য অনেক শিক্ষানীয় বিষয় পাব কিন্তু তেমন কিছুই পাইনি
Was this review helpful to you?
or
It is an extraordinary book. Everyone should read this book. it is so informative and educative as well. Thanks to Dr. Ragib Hasan for his outstanding creation.
Was this review helpful to you?
or
যদি কেউ হতাশায় ভুগেন অথবা ব্যার্থ তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ । আমি বইটা পড়ে অনেক উপকৃত হয়েছি
Was this review helpful to you?
or
not that much good as expected from ragib.
Was this review helpful to you?
or
ভালো বই। কিন্তু আরো বিস্তারিত লেখার মতো উপায় ছিলো।
Was this review helpful to you?
or
মোটিভেশান বই খুব ভালো বিক্রি হয়। লেখকের পকেট ভারি হয়। আদতে ওইসব মোটিভেট কাজে লাগে না। তবু বইটা মন্দ না। ছোট ছোট প্যারায় একেকটা বিষয় বর্ণনা করেছেন লেখক। এসব বই যতক্ষণ পড়বেন, ততক্ষণই—তার পর নিমেষে শেষ সব আবেগ-উত্তেজনা। এজন্যই কে একজন বলছিল—মোটিভেশন এবং মাস্টারবেশন এক। দুটোই সাময়িক আনন্দ দেয়।
Was this review helpful to you?
or
Norman Vincent peale ও আত্মোউন্নয়ন মুলক বই লিখেন, রাগিব হাসান, আয়মান সাদিকরাও লিখেন। কিন্তু লেখার সীমিত আকার, আর মোটিভেট করার চেষ্টা দেখে মনে হল-আমি যদি বই পড়ে মোটিভেট না হই, তাতে আমার দোষ। নিতান্ত ছোট লেখা-ফেসবুক অডিয়েন্স কে টার্গেট করে লেখা এগুলি। এতে কথা গুলো মনের ভিতরে দাগ কাটে না। বইয়ের পাঠক আর ফেসবুক পাঠক এক না। বইয়ের পাতায় ঘন্টার পর ঘন্টা আমরা চোখ রাখতে বিরক্ত হই না-ফেসবুকে পার পোস্ট ৫ মিনিট। আমার মতে মোটিভেটর হতে হলে প্রথমে মোটিভেটর স্পিকার হওয়া দরকার-দেখতে হবে কিসে জনগনের চোখ চিকচিক করে। তরুনরা কিসে উদ্বুদ্ধ হয়। আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার ভালো বলতে পারবেন। বই পড়ে আমি হতাশ। বারবার মনে হয়েছে-লেখকের নিজের তাড়া আছে-চটপট বলে যাচ্ছেন। যে আশা নিয়ে বই কিনেছিলাম তা ব্যার্থ। শিরোনাম টা সুন্দর। এলোচিন্তা ডট কম এখন কাজ করেনা।
Was this review helpful to you?
or
বইটি ভালো। কিন্তু এই বইটি তে খুব বেসিক self helf content আছে। যারা self help নিয়ে অন্য কোনো বই পরেছেন বা YouTube এ ভিডিও দেখেন তাদের কাছে নতুন তেমন কিছুই নেই।
Was this review helpful to you?
or
Superb....very inspirational book...Great...Ma Sha Allah
Was this review helpful to you?
or
its a superb book..u will have lot of inspirations to read this book
Was this review helpful to you?
or
আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে আপন জিনিষ হলো আমাদের মন। সেই মন যদি হয় বিক্ষিপ্ত, কিছুতেই মনকে ভালো করতে না পারেন, তবে মনটাকে সারিয়ে নিন। মন প্রকৌশল হলো সেটাই — বেয়াড়া মনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আনার, স্বপ্ন দেখার অভ্যাস গড়ে তোলার, অনুপ্রেরণা পাবার কলা কৌশল। এই বইটা আলাদিনের চেরাগ নয়। সবার জীবনের সব সমস্যা রাতারাতি দূর করে দেয়ার মতো জাদুর কাঠি আমার হাতে নাই। কিন্তু এই বইতে যা আছে তা হলো ছোট্ট কিছু পরামর্শ, পথ দেখার নির্দেশনা। মন প্রকৌশলের এসব কাজগুলা করলে, এই লেখাগুলা পড়লে হয়তোবা কেউ না কেউ পাবেন চলার পথের দিশা, দেখতে পাবেন স্বপ্ন, আর সেই স্বপ্ন আর অনুপ্রেরণায় গড়ে নিতে পারবেন জীবনকে। বইটা পড়ে এক ধরনের অনুপ্রেরণা পাওয়া যায়। এতে স্বপ্নের কথা বলা হয়েছে, ঘুরে দাঁড়ানো মানুষদের কথা বলা হয়েছে। অসংখ্য উদাহরণ দেয়া হয়েছে, অসংখ্য গল্প বলা হয়েছে। আমাদের তরুণদের কিছু বাঁধাধরা সমস্যা আছে সেই সমস্যাগুলোর কথা বলা আছে। হতাশ হয়ে যাওয়া সেই তরুণদের কেউ না কেউ নিশ্চয়ই এই বইটা পড়ে এক ধরনের শক্তি পাবে, এক ধরনের সাহস পাবে, নিজের ভেতর অনুপ্রেরণা খুঁজে পাবে। পড়ে দেখতে পারেন । স্বপ্ন দেখার, অনুপ্রেরণায় জীবনকে পাল্টে দেয়ার সময়টা এক্ষুনি। কাল বা পরশু নয়। তাই শুরু করে দিন। শুরু হোক আপনার এগিয়ে যাওয়া, সব বাধা সব বিঘ্নকে জয় করে, সামনের দিকে, স্বপ্নের দিকে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই । এই মানুষ কে নতুন করে স্বপ্ন দেখা শিখাবে আর স্বপ্ন বান মানুষদের নতুন ভাবনার দিক খুলে দিবে । আমি রাগিব স্যার এর কাছে অনেক কৃতজ্ঞ এই রকম বই আমাদের উপহার দেবার জন্য ।
Was this review helpful to you?
or
বইটা খুবই ভালো লেগেছে। এমন বইয়ের খুব প্রয়োজন ছিলো।
Was this review helpful to you?
or
আমাদের দেশে , আমাদের মাতৃভাষায় অনুপ্রেরণামূলক বইয়ের বড় অভাব। এখানে সাধারণত কেউ মটিভেশনাল বইগুলো লিখতে চান। যা দুই একটার হয়তো নাম পাওয়া যাবের তেমন কোয়ালিটিফুল না, আর সব থেকে বড় কথা আড়াল থেকে যিনি অনুপ্রেরণা যোগাবেন , তিনিও একজন সফল মানুষ কিনা। ‘মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার কৌশল’ বইটি যখন আমি প্রথম হাতে নেই, একটু বিরক্তিভরেই খুলি। নাহ ! এরপর আমার ধারণা পাল্টে গেল। যিনি লিখেছেন , ড. রাগিব হাসান একজন কম্পিউটার বিজ্ঞানী এবং ইউনিভার্সিটিত অব আলবামার সহকারী অধ্যাপক। সেটা বড় কথা নয়, আসল কথা তাঁর লেখা, লেখার ভাষা, অনুষদ, আঙ্গিক সব আমাদের দেশীয় ভঙ্গিতে, আমাদের উদাহরনে ভরপুর। বইটা পড়লেই মনটা প্রফুল্ল হয়ে যায়, মানসিক অবসাদ দূর হয়ে যায়। একজন ব্যর্থ মানুষকেও এই বই স্বপ্ন দেখাবে। এই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়, এই স্বপ্ন হল সেটা যার তাড়না আমাদের ঘুমাতে দেয়া না। বইয়ের শুরর অধ্যায়টাই এমনঃ ‘স্বপ্ন। ছোট্ট একটা শব্দ। অথচ এই শব্দটাই পাল্টে দিতে পারে আমাদের জীবনকে।’ স্বপ্ন দেখাটা খুব জরুরি। স্বপ্ন মানুষকে বাচিয়ে রাখে। প্রতিটা চ্যাপ্টারে অনেক উদাহরণ দেয়া আছে, দৃষ্টান্ত দেয়া আছে, অনেকের সাফল্যের কথা লেখা আছে। সব মিলিয়ে একটি অসাধারান বই, কিভাবে সফল হতে হয়, সফল মানুষেরা কিভাবে ভাবতেন , কিভাবে কাজ করতেন এরকম অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে, যা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হবে। আমি মনে স্কুল, কলেজ, ভার্সিটিগামী সকল চাঁটর ছাত্রীদের একবার হলেও এই বইটা পড়া দরকার। জীবনটাকে প্রথম থেকেই গুছিয়ে নেয়ার সুযোগ পাবে।
Was this review helpful to you?
or
বাংলায় এরকম বই নেই বললেই চলে ।
Was this review helpful to you?
or
নাম খট্মটে হলেও, বর্ণনা সহজ ভাষায় একদম-ই সহজ! অবশ্য পাঠ্য একটা বই!
Was this review helpful to you?
or
boita khub khub khub valo legece... Tar sathe mone onek onupreronao peyesi :)
Was this review helpful to you?
or
No doubt that it's an important book
Was this review helpful to you?
or
It's a important book.
Was this review helpful to you?
or
মন প্রৌকশল বইটা আসলেই মন এর বিজ্ঞান দিয়ে নিজেকে অনুভব করার কথামালা আছে। অনেক গুলো টপিককে লেখক মনোবিজ্ঞান এবং তার পয়েন্ট অফ ভিউ থেকে জানিয়েছেন। তবে বই হিসাবে এটা আরও বিস্তারিত হতে পারত আমার মতে।
Was this review helpful to you?
or
মন প্রকৌশল : স্বপ্ন, অনুপ্রেরণা, আর জীবন গড়ার ফরমুলা্থ বইটির ভূমিকা লিখেছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি লিখেন, বইটা পড়ে এক ধরনের অনুপ্রেরণা পাওয়া যায়। মন প্রকৌশল শব্দটা কটমটে মনে হতে পারে কিন্তু বইটা মোটেই কটমটে নয়, খুব গুছিয়ে লেখা হয়েছে। স্বপ্নের কথা বলা হয়েছে, নিজেকে বদলে দেবার কথা বলা হয়েছে, ঘুরে দাঁড়ানো মানুষদের কথা বলা হয়েছে। অসংখ্য উদাহরণ দেয়া হয়েছে, অসংখ্য গল্প বলা হয়েছে। আমি নিজে এই বয়সে অনেকগুলো গল্প বা ঘটনার কথা পড়ে নিজের ভেতর এক ধরনের উত্তেজনা অনুভব করছি, সাহস পেয়েছি কাজেই ধরে নিচ্ছি অন্যেরাও পাবে। উল্লেখ্য ড. রাগিব হাসান এসএসসিতে চতুর্থ ও এইচএসসিতে প্রথম মেধাস্থান অধিকার করে পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কম্পিউটার কৌশল বিভাগ হতে সর্বোচ্চ জিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। সব বিভাগে সেরা ফলাফলের জন্য পান চ্যান্সেলর গোল্ড মেডেল। বুয়েটে কিছুদিন শিক্ষকতার পরে উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যান, সেখানে কম্পিউটার নিরাপত্তার উপরে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন থেকে। তারপর যোগ দেন অধ্যাপনা পেশায়। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম এর কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং সিক্রেটল্যাব নামের গবেষণাগারের প্রতিষ্ঠাতা গবেষণা করছেন কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং নিয়ে। গবেষণার উৎর্কষের জন্য মার্কিন জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন থেকে ২০১৪ সালে পেয়েছেন ক্যারিয়ার পুরস্কার। উইকিপিডিয়া বাংলার শুরু থেকেই তিনি প্রশাসক হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠা করেছেন শিক্ষক.কম-এর মতো জনপ্রিয় ওয়েবসাইট। সেজন্য পেয়েছেন ২০১২ সালে Google RISE Award, Information Society Innovation Fund Award, Internet Society Grant। দৃষ্টিপ্রতিবন্ধিদের জন্য ব্রেইল ও অডিও বই বানাবার ক্রাউডসাের্সড প্রজেক্ট বাংলাব্রেইল প্রতিষ্ঠা করেছেন ২০১৩ সালে, এর জন্য ২০১৪ সালে পেয়েছেন ডয়চে ভেলের The Best of Blogs and Online Activism (The BoBs) Award।
Was this review helpful to you?
or
খুবই দুঃখজনক, এই বইটি বেস্ট সেলারের তালিকায়। আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ মনে হয়নি, শুধু রকমারির প্রচারের কারণে কিনেছিলাম। একদম ভাল লাগেনি।
Was this review helpful to you?
or
রেটিং ও নাম দেখে বইটি কিনেছিলাম, ভাবলাম বাংলাভাষায় এমন বইয়ের খুব প্রয়োজন ছিলো। পড়ার পরে মনটাই খারাপ হয়ে গেল। এটা একটা বই হলো..? এর চাইতে ইউটিউব এ সন্দিপ মাহেশরীর লাস্ট লাইফ চেনজিং সেমিনার হাজার গুনে ভালো।