User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Manna Chakraborty

      20 Jul 2023 02:17 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Md. Junayed Mazumder

      30 Aug 2022 06:10 PM

      Was this review helpful to you?

      or

      It's not a thriller, it's a philosophy book. The whole story can be written in 20 pages. This book is full of philosophical musings and unnecessary details that spoil the thrill. The translation is good though.

      By Sadia ani

      20 Oct 2019 10:04 PM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া অন্যতম সেরা একটি থ্রিলার! খুবই উত্তেজনাপূর্ণ একটি বই যার একদম শেষাংশে রয়েছে অপ্রত্যাশিত একটি টুইস্ট!!!

      By Zaber

      27 Sep 2019 01:57 PM

      Was this review helpful to you?

      or

      Name : Intensity. Author : Dean Koontz. Genres : Horror, Fiction, Thriller, Suspense. !!!অ সা ধা র ন!!! দুঃখের বিষয় যে আমি ৫ এর বেশি রেটিং দেয়ার সুযোগ পাচ্ছি না। লেগে থাকার মত একটা বই।

      By Rushoti Amin

      30 Nov 2018 11:26 PM

      Was this review helpful to you?

      or

      Intensity শাব্দিক অর্থ - তীক্ষ্ণতা,খরতা,কঠিনতা,আতিশয্য। নামের সাথে মিল বজায় রেখে বইয়ের কাহিনীও তেমনি তীব্র উত্তেজনায় টইটুম্বুর। প্রথম থেকে শেষ অবধি টানটান আর গা ছমছমে আবহাওয়ার মাঝে আটকে থাকতে হয়। সাইকোপ্যাথ একজন খুনি -যে কিনা খুন করে শুধুমাত্র আনন্দ লাভের উদ্দেশ্যে। এই খুনির সাথে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে জড়িয়ে গেল বইয়ের মূল চরিত্র চায়না শেফার্ড। চায়না এসেছিল বান্ধবীর বাড়িতে বেড়ানোর জন্য। কিন্তু রাতের আঁধারে এক সাইকোপ্যাথ হামলা চালালো সেই বাড়িতে। গুণে গুণে পরিবারের সবাইকে খুন করলো এই খুনি। কিন্তু বাড়িতে চায়নার উপস্থিতি খুনির অজানা। আর এই সুযোগ টুকুই গ্রহণ করলো চায়না শেফার্ড। পিছু নিলো খুনির। কেন জানেনা সে নিজেও। এবং তারপর মাঝমাঝি পথে এসে মনে হলো পালিয়ে যাবে সে। ঠিক সময়ে সে জানতে পারলো খুনি এডগার ভেস এক বছর ধরে এরিয়েল নামের এক কিশোরীকে আটকে রেখেছে কোথাও। নড়ে উঠলো চায়নার মানবিকতা। এরিয়েলের মাঝে যেন নিজের ছায়া দেখতে পেল চায়না। নাড়া দিলো চায়নাকে তার অতীত। এবার শুধু নিজেকে বাঁচানোই নয়,আরেক দায়িত্ব কাঁধে তুলে নিলো চায়না। খুঁজে পেতে হবে এরিয়েলকে,বাঁচাতে হবে মেয়েটিকে এই খুনীর খপ্পর থেকে। সেই সাথে টিকে থাকতে হবে নিজেকে। কিন্তু সময় খুব কম। এডগার এর মত নিষ্ঠুর,ভয়াবহ খুনির কবল থেকে নিজের এবার এরিয়েলের জীবন রক্ষা করতে পারবে কি চায়না? কীভাবে লড়বে সে? খুব চমৎকার একটি বই। ডিন কুন্টজ এর লিখনী রক্তের গতি বাড়িয়ে দিয়েছিলো। সিরিয়াল কিলিং এর আলাদা এক স্বাদ পেয়েছি। প্রতিটি পাতা গা ছমছমে আর রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরপুর। থেমে থাকার কোন উপায় নেই। আমার দম বন্ধ হয়ে আসছিলো! না জানি এরপর কী হয়! আর মনে হচ্ছিলো কেন মেয়েটি এমন ভুল করলো। কেন পিছু নিলো! নিজের জীবন নিয়ে ফিরে না গিয়ে এরিয়েলের জন্য সে ছুটে এসে ভুল করলো নাতো! আর তারপর যখন আটকে রাখা দম ছাড়তে যাবো ঠিক সেই সময় গল্পের টুইস্ট দেখে আবার দম আটকানোর জোগাড়! মাথায় হাত দিয়ে উপভোগ করবেন থ্রিলটুকু। আমার জানামতে এটি শাহেদ ভাইয়ের প্রথম অনুবাদ। সেক্ষেত্রে বলতে বাধ্য,চাল কেমন হবে তা নাকি মাঠের ধান দেখেই বোঝা যায়। একেবারে প্রাঞ্জল অনুবাদ। দারুণ ভাবে উত্তেজনা ধরে রেখেছে প্রতি পাতায়। বানান ভুল ছিলো অল্পকিছু। তবে কাহিনীর টানে তা নজরে আটকেনি। ২০১৫ সালে অনুদিত বইটি আমি বেশ দেরি করেই পড়লাম। দারুণ এই বইটি পড়ার জন্য থ্রিলার প্রেমীদের প্রতি অনুরোধ রইলো। যেখানে মূল চরিত্র এবং খল চরিত্র সমান শক্তিশালী,তেমন বই পড়েও আরাম।

      By Farhana Sadiqua

      16 Apr 2016 04:12 PM

      Was this review helpful to you?

      or

      "চায়না শেফার্ড, অক্ষত এবং জীবিত" চায়না প্রায়ই কথাটা ফিসফিস করে বলে নিজেকে।ছোট বেলা থেকে এত বেশি বিপদজনক সময় কাটাতে হয়েছে যে জীবত আর অক্ষত থাকা ছাড়া অন্য কোন কিছু ভাবার সময়ই পায় নি চায়না।চায়না অবশ্য সেসব দিন দূরে ফেলে এসেছে।এখন সে রীতিমত সফল মানুষ। তার বন্ধু লরার বাড়িতে ছুটি কাটাতে এসেছে নাপা ভ্যালিতে।লরা তার খুব ভাল বন্ধু এবং একমাত্র বন্ধু।ছোটবেলার ভয়ংকর অভিজ্ঞতার জন্যই চায়না কারও সাথে ভালভাবে মিশতে পারে না; একমাত্র ব্যতিক্রম হল লরা।যাইহোক লরার বাড়িতে আসা দারুণ আনন্দের ছিল চায়নার জন্য।কিন্তু সেই রাতেই হামলা করল এক সাইকোপ্যাথ।তারপর লরা এমন একটা বিষয় জানতে পারল যে অক্ষত আর জীবিত থাকার চেয়েও গুরুত্বপূর্ণ মনে হল চায়নার কাছে। আমমার কাছে বইটা দারুণ লাগেছে।বইয়ের সাইকোপ্যাথটা দারুণ ছিল।খুন করার সময় ভিকটিমের কানে ফিসফিস করে বলে 'গড ফিয়ারস মি'। তবে আমার কাছে একটা ব্যাপার খারাপ লাগছে।কেন যেন মনে হচ্ছিল এইটা নাস্তিক ভার্সেস ধার্মিক একটা সাইকোলজিক্যাল থ্রিলার।আর কুন্টজ খুবই হোমোফোবিক বোধহয়। অনুবাদ ভাল ছিল।

      By Shayla Jesmin

      06 May 2015 10:15 PM

      Was this review helpful to you?

      or

      ইনটেনসিটি ডিন কুন্ট্জ এর লেখা এক ভয়ানক সাইকোপ্যাথ খুনি পুলিস অফিসার এজলার ভেসের, দুর্ঘটনাক্রমে সাইকোলজির ছাত্রী চায়না শেফার্ডকে ধাওয়া করা নিয়ে এক দম বন্ধ করা উপন্যাস। অনুবাদক শাহেদ জামানের ঝরঝরে অনুবাদের কারণে উপন্যাসে ডুবে যেতে একটুও অসুবিধা হয়নি। এই উপন্যাসে ভেসকে যে লাইনটি সব চেয়ে বেশি টেনেছে সেটা পাঠককেও টানবে বৈকি।"চায়না শেফার্ড, অক্ষত এবং জীবিত" কি শক্তিশালী একটি পংক্তি যখন পিছে লেগে থাকে ঠান্ডা মাথার খুনি। যে কিনা শুধু মাত্র ১৬/১৭ বছরের এরিয়েলকে বন্দী করে রেখে শুধু তার চোখে ভয় দেখার জন্য চায়নার প্রিয় বান্ধবী লরা আর তার পুরো পরিবারকে কয়েক মুহুর্তের মধ্যে বিকৃত ভাবে খুন করে ফেলে। আর স্যুভনির হিসাবে নিয়ে যায় লাশগুলো। জঘন্য অসুস্থ লোক ভেস। চায়নার ছোটবেলা খুব সুখের ছিল না মায়ের দুর্দান্ত জীবনের নেশার কারণে। লাভের লাভ একটাই হযেছিল, মায়ের সাথে পার করা দুর্দান্ত কিছু সময়ের সাহসের কারণে চায়নার প্রাণ সেদিন বেচে গিয়েছিলো সেই সাথে সে মানসিক ভাবে বিপর্যস্থ বালিকা এরিয়েলকেও শেষ অব্দি অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসতে পেরেছিলো। আমরা কখনো ভাবিনা আমাদের আশে পাশে কারা নজর রাখে, কেন রাখে। এই উপন্যাসের শেষে চায়না অনেক চেষ্টা করে বের করে যে কেন লরাদের পুরো পরিবার নিঃশেষ হয়ে গেল। খুবই তুচ্ছ ঘটনা যা কেউ হয়তো হাজার ভেবেও পাবেনা যে বাবার মানিব্যাগের থেকে পরে যাওয়া কাগজপত্রের মধ্যে যুবতী লরার ছবিই পুরো পরিবারের সেদিন মৃত্যু জাল বুনতে সহায়তা করেছিলো খুনীকে!! যেহেতু উপন্যাস তাই অনেক জায়গা একটু বেশি দীর্ঘ মনে হয়েছে। এতটা দীর্ঘায়িত না করলেও হয়তো চলতো। আর বইয়ের দামটাও অনুবাদ হিসাবে অতিরিক্ত বলে মনে হলো। নইলে বলা যায় বইটি মন্দ লাগেনি। তবে আঠার মত সেটে থাকবার মত অবস্থাও হয়নি অতিরিক্ত নির্মমতার কারণে।

      By Imraj Kabir

      04 Jun 2021 11:07 PM

      Was this review helpful to you?

      or

      গল্পটা আননেসেসারিলি টেনে লম্বা করা হৈসে যাতে করে সাসপেন্স বজায় থাকে, বাট দ্যা রাইটার মিজারেবলি ফেইল্ড।বিনা কারণে একটা চলমান ঘটনার মাঝখানে বিগত বছরের কথা রেমিনিসাইজ করা মনে হৈসে বইয়ের পেইজ বারানোর উদ্দেশ্যে॥পড়তে প​ড়তে একঘেয়েমি চলে আসছিলো, খুব কষ্ট করে ইচ্ছের বিরুদ্ধে শেষ করসি। প্রেডিক্টেড টুইস্ট। তবে অনুবাদক ভাল অনুবাদ করসেন। ওভাররেটেড বুক॥

      By Shuvagoto Dip

      28 Jun 2017 01:44 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা || রিভিউ || বই : ইনটেনসিটি মূল : ডিন কুন্টজ অনুবাদ : শাহেদ জামান প্রকাশক : আদী প্রকাশন প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০১৫ ঘরানা : সাইকোলজিক্যাল থ্রিলার প্রচ্ছদ : নাজিম উদ দৌলা পৃষ্ঠা : ২৮৫ মুদ্রিত মূল্য : ৩০০ টাকা শান্তিময় একটা পরিবেশে ছুটি কাটাতে এসে বিপদের আশঙ্কা করে ক'জন! বান্ধবী লরা টেম্পলটনের প্রাসাদোপম বাড়িতে বেড়াতে এসে চায়না শেফার্ডও কোনরূপ বিপদের আশঙ্কা করেনি। কিন্তু যেকোন বিপদ কখনোই বলেকয়ে আসেনা। বিকৃত মানসিকতার এক উন্মাদ খুনির কবলে পড়ে সেই রাতেই প্রাণ হারালো পুরো টেম্পলটন পরিবার। চারিদিকে গানপাউডার আর রক্তের অসুস্থ গন্ধে ছেয়ে গেলো। অনেকটা ভাগ্যের সহায়তাতেই বেঁচে গেলো চায়না শেফার্ড। সাদামাটা এই মেয়েটা এই একটা রাতেই যেন অনেকটা পালটে গেলো। দাঁতে দাঁত চেপে খুনির পেছনে ধাওয়া করলো সে। এদিকে নিজ গন্তব্যে ফেরার সময়েও পথে দারুন নৃশংসতার সাক্ষর রেখে যেতে লাগলো প্রচণ্ড বুদ্ধিমান এই খুনি। নিজেকে মৃত্যপথের যাত্রী দাবি করা এই খুনি বারবার সদম্ভে শুধু একটা কথাই উচ্চারণ করে, "God fears me!" নিজের কাজেকর্মে অত্যন্ত গোছালো এই ঠান্ডা মাথার খুনিকে একা হাতে কিভাবে সামলাবে এটা ভেবেই যেন কালো ঘাম ছুটতে লাগলো চায়নার। বিপদ যখন আসে ভাইবোন সব সাথে করেই নিয়ে আসে। খুনির কবল থেকে প্রথমবার বেঁচে যাওয়া চায়না শেফার্ডের প্রতিটা পদক্ষেপেই ওঁৎ পেতে আছে বিপদ। এদিকে ভয়ঙ্কর এই খুনির বাড়ির সেলারে অনেকদিন ধরে বন্দি জীবনযাপন করতে বাধ্য হচ্ছে ষোড়শী এক মেয়ে। তাকে উদ্ধার করারও একটা জোর তাগিদ অনুভব করলো চায়না শেফার্ড। শিকার যখন নিজে নাচতে নাচতে বাঘের গুহায় উপস্থিত হয়, তখন কেমন হয়? প্রিয় পাঠক, আপনিও ঠিক এমনই একটা টানটান উত্তেজনাকর অবস্থা অবলোকন করবেন 'ইনটেনসিটি' উপন্যাসে। যার প্রত্যেকটা অধ্যায়ে ঠাসা আসে উত্তেজনার বারুদ, যেকোন সময় বিস্ফোরিত হওয়ার জন্য প্রস্তুত! ব্যক্তিগত মতামত : আমেরিকার জনপ্রিয় থ্রিলার লেখক ডিন কুন্টজের অসাধারণ সৃষ্টি গুলোর একটা 'ইনটেনসিটি'। এর আগে কুন্টজ সাহেবের হরর থ্রিলার 'ডার্কফল' ও সাইকোলজিক্যাল থ্রিলার 'ভেলোসিটি' পড়ার সৌভাগ্য হয়েছে। তবে অনুবাদক শাহেদ জামানের অনুবাদ এর আগে পড়ার সুযোগ হয়ে ওঠেনি। সেই অচলাবস্থাও এবার কেটে গেলো। শাহেদ জামানের অনুবাদ যথেষ্ট সাবলীল ছিলো। পাঠকের সামনে সুখপাঠ্য ও সহজবোধ্য হিসেবে অনুবাদকর্মকে উপস্থিত করতে পারলে তবেই সেই অনুবাদককে সার্থক বলা যায়। আর সেই যুক্তি মেনে শাহেদ জামানকেও আমি শতভাগ সার্থক বলবো। একটা সাধারণ মেয়ে, যার অতীতটা খুব একটা সুখময় ছিলোনা। বারবার যে নিজেকে সমস্ত ঝুটঝামেলা থেকে দূরে রাখতে চেয়েছে, তার হঠাৎ পরিবর্তনের গল্প 'ইনটেনসিটি'। সেই সাথে এই গল্প মাস্টারমাইন্ড এক সাইকোপ্যাথের, যার জীবনে 'অনুভূতি'-এর অনুভব ছাড়া কোন কিছুর স্থান নেই। আর একই সাথে এই গল্প অপরিচিত দু'জন মানুষের একে অপরের পাশে দাঁড়ানোর গল্প। একটা আদর্শ সাইকোলজিক্যাল থ্রিলার হয়ে ওঠার পাশাপাশি 'ইনটেনসিটি' সন্দেহাতীত ভাবে একটা মানবিক গল্পও হয়ে উঠেছে। আর সেই সাথে উপন্যাসটার প্রতি ভালো লাগা বাড়িয়ে তুলেছে আমার। ছোটখাটো কিছু প্রিন্টিং মিসটেক ছিলো। বইয়ের শেষের দিকে এসে কয়েকবার চায়না শেফার্ড হয়ে গেছে লরা টেম্পলটন। তবে ভুল গুলো বিরক্তিকর পর্যায়ে যায়নি। নাজিম উদ দৌলার প্রচ্ছদ মোটামুটি ভালো লেগেছে। আমার মতো লেট লতিফ পাঠক, যারা এখনো ২০১৫ সালে প্রকাশিত এই অনুবাদটা পড়েননি তারা পড়ে ফেলতে পারেন। সময়টা দ্রুত যাবে। রেটিং : ৪.৮/৫ © শুভাগত দীপ

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!