User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়ে ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি আপনারা চাইলে বইটি নিতে পারেন বইটি অনেক সুন্দর।
Was this review helpful to you?
or
Akdom baja akta boi ,akabarai baja. page ar serial thik ni ,oek kethra page gula ultano .
Was this review helpful to you?
or
বইটি গুরুত্বপূর্ণ একটা বই। বইয়ের ২য় অংশে বলা হয়েছে কুরানের কিছু অংশ মানা কিছু অংশ না মানাই মুসলমানদের পরাজয়ের কারণ। হ্যাঁ অবশ্যই। রকমারি থেকে আরেকটা বই আছে‘শিক্ষাব্যবস্থা’ বইটাতে বলা আছে পাশ্চাত্য ওরিয়েন্টিস্টরা মুসলমানদের মূল যে শক্তি কলেমার (لا الاه الا لله محمد الرسول الله) ইলাহ শব্দের অর্থ হুকুমদ্বাতার পরিবর্তে معبد মা'বুদ করা হয়েছে। যার অর্থ উপাস্য। অথচ উপাস্য এবং হুকুমদ্বাতার মাঝে বিস্তর ফারাক রয়েছে। বর্তমানে মুসলমানরা আল্লাহকে ইলাহ হিসেবে না নিয়ে মাবুদ হিসেবে নিয়েছে। ফলে।পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে কিন্তু আল্লাহ যে সুদ হারাম করলেন সেট ঠিকই খাচ্ছে। তো মুসলিমরা যতোদিন এই কথায় ঐক্যবদ্ধ না হবে যে, “আল্লাহ ছাড়া কোনো হুকুমদ্বাতা নাই, হযরত মোহাম্মদ (সা) আল্লাহর রাসূল” এই শর্ত মেনে নিয়ে এটা প্রতিষ্ঠার কাজ না করবে ততোদিন প্রচলিত রাজনৈতিক পন্থায় যতোই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাওয়া হোক না কেন কাজ হবে না। কারণ প্রচলিত রাজনৈতিক পন্থাটাই ভুল। এই বইয়ের পাশাপাশি বৃটিশ ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষাব্যবস্থা বইটা প্রত্যেক সচেতন মুসলমানের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
Indeed, Every muslim should read this book.
Was this review helpful to you?
or
Excellent book.
Was this review helpful to you?
or
সব দিক থেকেই বাজে একটা বই। লেখক ও অনুবাদকের নুন্যতম ইতিহাসের জ্ঞান নেই।
Was this review helpful to you?
or
খেলাফত ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কারণ কোনটি তা জানার জন্য এই বই পড়া প্রয়োজন
Was this review helpful to you?
or
ইসলামকে ধ্বংস করতে ব্রিটিশদের যে ডেডিকেশন সেটা আমাকে সত্যিই অবাক করেছে। ছোটবেলা থেকে কাউকে আমরা যদি কোনো চালাকি বা ধূর্ত কাজ করতে দেখি তাহলে তাকে এভাবে অনেক সময় বলতাম যে বেটা একটা ব্রিটিশ। এই বইটি পড়লে পাঠক জানতে পারবেন কেনো ব্রিটিশ ও ধূর্ত সমার্থক শব্দ হয়েছে।
Was this review helpful to you?
or
- মুসলমানদের তাদের দ্বীন থেকে হটাতে ইংরেজদেরও অনেক বড় একটা ভূমিকা ছিলো,আছে ।প্রত্যেক মুসলমানের বইটি পড়া উচিত ।
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
খুব ভালো বই
Was this review helpful to you?
or
It's very helpful and knowledgeable
Was this review helpful to you?
or
রকমারি বিপদের বন্ধু।
Was this review helpful to you?
or
খুব চমৎকার একটা বই, সকল মুসলমানদেরই পড়া উচিত। আমাদের দেশে যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা আসলে ওয়াহাবি নয়, তাদেরকে ওয়াহাবি বলে শুধুমাত্র গালি দেওয়া হয়। এই বইটি পড়লে বুঝা যাবে ১৭০০সালে ব্রিটিশ খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র করেছিলো এবং তারা সফলও হয়ে ছিলো আর প্রায় ২০০ শত বছর শাসন করেছিলো। বইটির দুইটি অংশ রয়েছে এক অংশ বৃটিশ গোয়েন্দা হ্যামফারের লেখা আর বাকিটা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ।
Was this review helpful to you?
or
এই বইটি অনেক গুরুত্ব পূর্ণ
Was this review helpful to you?
or
মিথ্যাচারে পরিপূর্ণ। শায়খুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব (র) এর নামে মনের ঝাল মিটিয়ে বানোয়াট সব অভিযোগ করা হয়েছে। প্রিয় মুসলিম! সতর্কতা গ্রহন করুন!
Was this review helpful to you?
or
satisfied.
Was this review helpful to you?
or
প্রতিটা মুসলিমের পড়া উচিৎ
Was this review helpful to you?
or
এক কথায় বলা যায় অসাধারণ। ।
Was this review helpful to you?
or
বইটি খুব ভালো। বইটি প্রত্যেক মুসলিমদের পড়া উচিৎ। বর্তমান বাংলাদেশসহ বিভিন্ন দেশে মুসলিম বিরোধী যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
Was this review helpful to you?
or
Great book on Muslim history
Was this review helpful to you?
or
প্রত্যেক মুসলমানের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
Historic and detailed.
Was this review helpful to you?
or
এই বইটি খুবই ভালো। কেননা লেখক বইটিতে তার আলোচ্য বিষয় সুন্দর ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। তাছাড়া আমি মনে করি বইটি পড়ে পঠকরা অনেক উপকৃত হবে এবং বইটি পড়ে তারা কিছু শিখতে পারবে। আর যারা বৈ পড়তে ভালোবাসে তারা বইটি পড়ে খুবই আনন্দ পাবে। আর যিনি বইটি লিখেছেন তিনিও খুব ভালো কেননা সে তার লিখিত বিষয় পাঠকদের বোঝাতে সক্ষম হয়েছে।
Was this review helpful to you?
or
????
Was this review helpful to you?
or
printing is very bad and same pages multiple times.
Was this review helpful to you?
or
rokomari is a good book supply company.it help us to find out important books. so I can to develop this company day by bay..
Was this review helpful to you?
or
প্রত্যেক মুসলমানের চাই এই বইটি পড়া। এটা আসলে তুর্কী এর ORIGINAL BOOK - Confessions of a Britsh Spy and British Enmity against Islam থেকে অনুবাদ করা বই। খুবই Informative! পড়ুন এবং জানুন।
Was this review helpful to you?
or
ইসলাম ধর্ম ভেতর থেকে অন্তঃসার শূন্য করার প্রয়াসে ব্রিটিশদের সাহায্যে ওহাবিবাদ এর প্রসার ঘটে নজদের কথিত শায়খ আবদুল ওহাব এর হাত ধরে। বইটি একজন ব্রিটিশ গোয়েন্দার ডাইরি অবলম্বনে রচিত। ওহাবি ষড়যন্ত্র সম্পর্কে জানতে হলে এই বইটি অবশ্য পাঠ্য।
Was this review helpful to you?
or
ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি বইটা পড়ে আমি ইসলামের প্রতি অনেক ভালোবাসা নিয়েছি। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আমি চিনেছি। নিজের ইসলামকে শক্তভাবে বুকে ধরে রাখতে পেরেছি।এক ব্রিটিশ গোয়েন্দার বই স্বল্পদামে অনেক ভালো একটা বই।
Was this review helpful to you?
or
ইসলাম ও আধুনিক বিশ্বের মধ্যে কেন এত ফারাখ? ইসলামের সোনালি ইতিহাস কেন আজ এত মলিন? ইসলামের আলোতে কেন একজন মুসলিম আলোকিত হতে পারছে না? ইসলাম যদি সত্যি আর আলোর পথ হয়, তাহলে কিসের এত সংশয়? এই সংশয় কে সৃষ্টি করল? এসব প্রশ্নের উত্তরের সম্যক একটা ধারণা এই বই হতে পাবেন।
Was this review helpful to you?
or
খুবই পিলে চমকানোর মত বই। বইটি পড়ার পর মনে হল সকল মুসলমানদের এই বইটি পড়া উচিত। কুফফাররা আমাদের নিয়ে কি ভয়ংকর খেলাটাই না খেলছে! তাই তো আজ মুসলমান দ্বিধা-বিভক্ত। আর যতদিন পর্যন্ত এই বিভক্তি মুসলমানদের মধ্যে বিদ্যমান থাকবে ততদিন মুসলমান গোলাম হিসেবেই জীবীত থাকবে।
Was this review helpful to you?
or
যে দিনটি প্রকাশ্য ইসলাম ঘোষণা দিলেন , সে দিন থেকেই ইসলামের বিরোধীতা । মক্কা থেকে যেদিন মুহাম্মাদ সাঃ মদিনায় আসলেন সেদিন থেকেই ইসলামের বিরোধীতা । খিলাফাতে রাশেদার যুগ , পরবর্তী ইসলামী নেতাদের যুগ , সর্ব শেষ তুর্কি খেলাফাত ধ্বংস এর চক্রান্ত । আজ ও থেমে নেই ওদের চক্রান্ত। যা দেখা গেল মিশর, তুরস্কে , আলজেরিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইরাকে। বিভিন্ন ধরনের চক্রান্ত লিপ্ত ইয়াহুদী , খ্রিস্টান মিশনারীরা । যার বিবরণ পাওয়া যাবে ' এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি (ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত) ' বইটিতে ।
Was this review helpful to you?
or
এটা খ্রিষ্টনদের একটা চাল ঠিক আছে। বাট এর উদ্দেশ্য যা বলা হয়েছে তা নয়। সোৗদিআরবের বিরুদ্ধে বিষেদগার করা হয়েছে। আর উসমানীয়দের প্রশংসা করা হয়েছে। এর উদ্দেশ্য দুই সুন্নী গ্রুপের ভেতর দ্বদ্ন্ধ উসকে দেয়। আর শিয়াদের দিকে টানা হয়েছে। তাদেরকেও উসকে দেয়া হয়েছে। এই বইটা কতক শিয়া আমাকে খুব সাজেষ্ট করেছে।আরো আগে।