User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ-১১ হরেক রঙের হরফে ' হরেক রঙের মানুষ ' বইটির প্রচ্ছদ দেখে ভেবেছিলাম, মুহাম্মদ হাবিবুর রহনান বুঝি তাঁর আশেপাশের বিচিত্র মানুষদের নিয়ে লিখেছেন। কিন্তু প্রচ্ছদেই তাঁর নামের ঠিক নিচেই ' স্মৃতিকথা, ভ্রমণ, গল্প, কবিতা, অনুবাদ, সাক্ষাৎকার ' শব্দগুলো দেখে বুঝে নিতে হল, এ বই আসলে লেখকের মতই বৈচিত্র্যময় লেখার সমাহার। এবার দৃষ্টি দেওয়া যাক বইয়ের দিকে, এ বই পড়ে উপলব্ধি করলাম আবারো কত বিচিত্র বিষয়ে লেখকের আগ্রহ ছিল। দেশের একটি এবং বাইরে আরেকটি ভ্রমণবিষয়ক লেখার সূত্রে আমরা জেনে যাই, ভ্রমণকে তিনি শুধু ' গেলাম, দেখলাম' এর মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং এলাকাটির ইতিহাস- ঐতিহ্যের সঙ্গেও পাঠককে পরিচিত করে তুলতে চান। তাঁর নিজের লেখা যে ৪টি গল্প ও বেশ কতগুলো কবিতা আছে, তাতে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে। সে কথা তিনি বুঝিয়েও দেন তাঁর একটি কবিতায়: " আমার কবিতা পড়তে তোমার বুদ্ধির গোঁড়ায় ধোঁয়া দিতে হবে না। আমার কবিতায় ধাধস, ধন্দ বা ধাঁধা নেই, কুহেলিকা - প্রহেলিকা কোন রহস্য নেই চোখ ধাঁধানো শানিত কোন শব্দ চমক দিতে চায় না।" অনুবাদ গল্প ও কবিতাগুলো দেখলে বোঝা যায়, রুচির জায়গায় আপস করার পক্ষপাতী তিনি নন। অনুবাদ গল্পে সমারসেট মম ও অক্তাভিও পাজ এবং অনুবাদ কবিতায় নেরুদা, বোর্হেস, হোলুব নামগুলোই তার প্রমাণ দেয়। বইটির উল্লেখযোগ্য সংযোজন আনিসুজ্জামান স্যারের নেওয়া তাঁর সাক্ষাৎকারটি। কীভাবে বেড়ে উঠলেন, কীভাবে বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘাত- প্রতিঘাত সামলে নিলেন, সংক্ষিপ্ত শিক্ষক জীবন, তত্ত্বাবধারক সরকারের প্রধান উপদেষ্টা হলেন - এ ধরনের বিষয়গুলো নিয়ে তাঁর বলা কথাগুলো ভালো লাগবে পাঠকদের। বইয়ের প্রথম লেখাটি ' ১৪৪ ধারা ভঙ্গ' নিয়ে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে হাবিবুর রহমানের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। সরল ভাষায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের বর্ণনায় বিচিত্র এক জগতের সন্ধান পাওয়া যাবে পাঁচমিশালী এ বইয়ের মাধ্যমে। #বইয়ের_নাম : হরেক রঙের মানুষ লেখক : মুহাম্মদ হাবিবুর রহমান দাম : ২৫০ টাকা
Was this review helpful to you?
or
লেখকের প্রকাশিত-অপ্রকাশিত-অগ্রন্থিত লেখার এক বিপুল ভান্ডার প্রথম আলোর কাছে রয়ে গেছে। সেখান থেকে ভ্রমণ, গল্প, কবিতা ও অনুবাদের মতো তাঁর স্বল্প জ্ঞাত কয়েকটি লেখা বাছাই করে এ বইয়ে মুদ্রিত হয়েছে। যুক্ত হয়েছে তাঁর ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতিকথাটিও। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের নেওয়া তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকারও এ গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে। এ বইয়ে যা আছে তা মূলত তাঁর জীবনে জড়িয়ে থাকা ও কল্পনায় রূপ পাওয়া নানা রকম মানুষেরই কথা। সেসব মানুষের বিচিত্র গল্পে জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিটি ধরা পড়েছে। মুহাম্মদ হাবিবুর রহমানের চিন্তা ও আগ্রহের বিচিত্র অভিমুখ সম্পর্কে জানতে এ বই পাঠ করতে হবে।