User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ - ১৩ বইয়ের শুরুতেই সদ্য প্রয়াত প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা যখন 'অশোক ' গাছের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, " ছেলেবেলা থেকেই অশোকগাছ চিনি। আমাদের কয়েক প্রজন্ম কবিরাজ চিকিৎসক। তাই বাড়িতে ছিল নানা জাতের অশোক। বসন্তে বাতাসে ভরে উঠত বাড়ির চারপাশ মধুগন্ধে।" এই রকম মনকাড়া ভাষায় ' ছোট্টপিডিয়া' সিরিজের অন্তর্গত ' গাছ' শিরোনামের আলোচ্য এ বইয়ে ২৮ টি গাছের পরিচয় তুলে ধরেছেন লেখক। বইটি কিশোরদের উপযোগী করে লেখা হলেও বড়দের কাছেও সমান উপভোগ্য। প্রতিটি লেখার উপর চোখ বুলিয়ে এবং লেখা- সম্পৃক্ত ছবি দেখে চিনে নেওয়া যায় বর্ণিত গাছটির প্রাথমিক পরিচয়। এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে যে ২৮ টি গাছের পরিচিতি তুলে ধরা হয়েছে তাদের প্রত্যেকের বর্ণনাই এক পৃষ্ঠার বেশী নয়। এবং পড়তে গিয়ে অবাক হয় এমন অনেক গাছ রয়েছে যেগুলো চোখে দেখা দূরে থাক নামও শুনিনি। যেমন : কলকে, ডুলিচাঁপা, পবনঝাউ প্রভৃতি। 'অশ্বত্থ ' গাছ সর্ম্পকে এত পড়েছি, দেখেছিও একসময় দুচোখ ভরে, তার সর্ম্পকে যখন নতুন করে এ বইয়ে পড়ি মনে হয়, সবকিছু ছেড়েছুড়ে আবার প্রকৃতির উদার কোলে ছুটে যাই। গাছটি সর্ম্পকে লেখক জানাচ্ছেন এই বৃক্ষের নিচে বসে গৌতম বোধি লাভ করেন। তাই এর আরেক নাম বোধিবৃক্ষ। এবং এজন্য এটি বৌদ্ধদের পূজ্য। অশ্বত্থ হিন্দুদের কাছেও পবিত্র। ' কনকচূড়া ' গাছের পরিচয় তুলে ধরতে গিয়ে লেখকের যে বর্ণনাভঙ্গি তা সত্যই অতুলনীয়। এমনিভাবে যে ২৮ টি গাছের বর্ণনা ধারণ করে এ বই, তার প্রতিটি গাছের সংক্ষিপ্ত বর্ণনাই শুধু নেই এতে, আছে তাদের ছবিও। আছে প্রতিটি গাছের ঔষুধি গুণাগুনের বর্ণনাও। কোথায় তাদের আদি জন্মস্থান আছে তাদের কথাও। উল্লেখ করা হয়েছে তাদের বৈজ্ঞানিক নামও। কোন পরিবারভুক্ত কোন গাছ তাও উল্লেখ করা হয়েছে। এত সংক্ষেপে লেখা প্রতিটি গাছ নিয়ে তাও বর্ণনা পড়লে মন ভরে যায়। প্রথমা প্রকাশন ও তার ' ছোট্টপিডিয়া' সিরিজ আরো নানা বিষয়কে ধারণ করে সমৃদ্ধ হোক এই কামনা করি। শেষে একটা কথাই বলব ৩২ পৃষ্ঠার বই হিসেবে বইয়ের দাম ১৫০ টাকা রাখা এটা একটু বাড়াবাড়ি। #বইয়ের_নাম : গাছ লেখক : দ্বিজেন শর্মা প্রকাশক : প্রথমা দাম : ১৫০ টাকা