User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
joss
Was this review helpful to you?
or
⭐⭐⭐⭐
Was this review helpful to you?
or
onek sindor??
Was this review helpful to you?
or
এই গল্প এক কিশোরী মেয়ের গল্প। গল্পের সেই মেয়েটির নাম তিথি। বয়স চোদ্দ। বাবা বিপ্লব দত্ত এবং মা মিলি দত্ত। তিথির বড় বোন সঞ্চারি এবং একমাত্র ভাই বুক্কা। বুক্কাও তিথির বড়। অর্থাৎ এই পরিবারে তিথি সর্বকনিষ্ঠ সদস্য। পরিবার বেশ ভালো ভাবেই চলছিলো। তিথিদের নিজস্ব একটা বাড়ি আছে। অনেক বড় আর ভীষণ সুন্দর একটা বাড়ির মালিক তারা। তিথির বাবার বেশ কিছু ব্যবসায় আছে। বড়লোক না হলেও তিথিরা বড়লোকের মতোই থাকতো। যা দরকার তার চেয়েও বেশি পেতে অভ্যস্ত সঞ্চারী, বুক্কা, তিথি। এই চলার পথে বাধাঁ পড়লো বিপ্লব দত্ত মানে তিথির বাবার মৃত্যুর পর। তিথির বাবা মাস দুয়েক আগে সুইসাইড করেছেন। কোনরকম সুইসাইড নোট লিখে যান নি বিধায় কোন নির্দিষ্ট কারণ পুলিশ বের করতে পারে নি। বাবার অবর্তমানে এতো বড় বাড়িটা যেন আরো গুমোট হয়ে উঠলো তিথির কাছে। বয়সের অনুপাতে তিথি একটু বেশিই গম্ভীর আর চুপচাপ স্বভাবের। মা এবং দুই ভাই-বোনের সাথেও দরকার ছাড়া কোন কথা নেই তিথির। ওর সমস্ত স্বত্তাটা জুড়ে ছিলো বাবা। বাবা মারা যাওয়ার মামা সোমনাথের মাধ্যমে জানা গেলো বিপ্লব দত্তের কোন সম্পত্তি না থাকলেও অসংখ্য ধার-দেনা আছে। এই বাড়িটুক ছাড়া আর কিচ্ছু নেই। এখন এই বাড়ি বেচেঁ ঋণ শোধ করতে হবে। বাড়ি বেচাঁর পক্ষে না থাকলেও নিজেদের কথা ভেবে রাজি হতে হলো মিলি দত্ত এবং তিথি, সঞ্চারি, বুক্কার। কিন্তু বাড়ি বেচঁতে গিয়েও দেখা গেলো এই বাড়ির নামেও লোন নিয়েছিলো বিপ্লব দত্ত। পুরোপুরি পথে বসার উপক্রম এখন তিথির পরিবারের। এখন কি হবে? পরিত্রাণের কি আদৌ কোন উপায় মিলবে নাকি এভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে তিথিদের? সেই গল্প নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "তিথি"!