User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কিছু বই থাকে যার লেখা গুলো আপনি সুধু পড়তে নয় অনুভব করতে পারবেন, গল্পের কাহিনি গুলো মনে হবে আপনার সামনেই ঘটছে। তারাদাস বন্দ্যোপাধ্যায় তার লেখার মাধ্যমে এত সুন্দর করে আদিভৌতিক বিষয় গুলোকে উপস্থাপন করেছেন আপনি আবাক না হয়ে পারবেন না। বই ঠিকই পড়ে শেষ হয়ে যাবে কিন্ত কিছু রহ্যস্যের সমাধান পাঠককেই খুজতে হবে। “উত্তর গুলো হয়তো সাজানোই আছে ; প্রশ্ন গুলো আপনাকে খুজে নিতে হবে।”
Was this review helpful to you?
or
তারানাথ তান্ত্রিকের মোট কয়টি বই আছে?
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #অক্টোবর : ৮ বইয়ের নাম : তারানাথ তান্ত্রিক লেখক : তারাদাস বন্দোপাধ্যায় মূল্য : ২৫০ টাকা পৃষ্টা : ২০৮ বৃষ্টিময় দিন। আমাদের গল্প কথক অলস দিন যাপন করছেন। কি করে এই সময়টা কাটাবেন, ভেবেই পাচ্ছেন না। একবার ভাবলেন স্ত্রীর সাথে গল্প করবেন কিনা। তারপরই সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললেন। বিয়ের সাত বছর পর, আর যাই হোক না কেন স্ত্রীকে নিয়ে খোলা জানালার পাশে বসে বর্ষাযাপনের মানসিকতা থাকে না। সেসময় গল্প কথকের বাড়িতে হানা দেয় তার পুরানো বন্ধু কিশোরী সেন। এসেই তাকে নিয়ে চলে তারানাথ জ্যোতিষীর বাড়ি। সেই মট লেন নিবাসী তারানাথ তান্ত্রিক। পঞ্চাশোর্ধ, বয়সের ছাপ পড়া তারানাথ। টুকটাক জ্যোতিষ কার্য জানা তার। তবে আমাদের গল্প কথক আর তার বন্ধু কিশোরী সেনের এই বাড়িতে আগমন গল্প শোনার লোভে। তারানাথের মেয়ে তেল-লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়ে যায়। সেই মুড়ির সাথে ধোঁয়া ওঠা চায়ের সাথে ভেসে চলে তাদের গল্পও। তারানাথ শুরু করে তার জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার কথা। বিংশ শতাব্দীতে বসে যেসব কথা মানুষ তুড়ি মেরে উড়িয়ে দেয়, তারানাথের মুখে তা হয়ে ওঠে রীতিমত জীবন্ত। সেসব গল্পের আছে তারানাথের তান্ত্রিক হয়ে ওঠার নানান কাহিনী। আছে কাপালিকের সাথে দেখা হওয়ার ভয়ঙ্কর ঘটনা। মৃত শবদেহের উপর বসে থেকে সাধনা করা, অন্ধকার রাতের নিস্তব্ধতায় নেমে আসে হিমশীতল ভয়ের কাহিনী। পাঠ প্রতিক্রিয়া : অতিপ্রাকৃত ঘটনা আমাদের কার না ভাল লাগে! হলিউডের হরর ফিল্মের প্রতি আমাদের প্রচণ্ড নেশা। সেইরকম নেশা হরর গল্পের পেছনেও। তবে সে সকল গল্প - সিনেমার মূল অংশ জুড়েই গেল রক্ত,বিভৎসতা, কাটাকুটির ঘটনা। আমি ব্যক্তিগত ভাবে এইসব জিনিস ভিষন অপছন্দ করি। ঠিক তখনই হাতে পেলাম তারানাথ তান্ত্রিক। অলস সময় কাটানোর জন্য হাতে তুলে নিলাম বইটি। তারপর তলিয়ে গেলাম তারানাথের সাথে গহীন রহস্যের আড়ালে। তারানাথ তান্ত্রিক আমাদের উপমহাদেশেরই মানুষ। এই বাংলার মানুষ তিনি। তার জীবন কেটেছে গ্রামে। তাই তার অভিজ্ঞতা সবই আমাদের আশপাশের ঘটনা। তার কথায় কোথাও অত্যুক্তি নেই, নেই বিশ্বাস করানো, কিংবা জোর করে ভয় দেখানোর অপচেষ্টা। তিনি তার মত করে শুধু বলে গেছেন অভিজ্ঞতা গুলি। আর আমি মুগ্ধ হয়ে শুনে গেছি। বই শেষ করার পর শুধু মনের মধ্যে অন্যরকম অনুভূতি হানা দিয়েছে। মনে হয়েছে, ওই যে ঘরের বাইরে আলোকিত সকাল, নিস্তব্ধ দুপুর, তার মধ্যেই কি কোথাও লুকিয়ে আছে অতীন্দ্রিয় কিছু, যা আমাদের ইন্দ্রিয়ে ধরা পড়ে না? তারানাথ তান্ত্রিক পড়ার পর থেকে আউল ফাউল ঘাড় মটকানো ভুতের গল্প কে টাটা বাই বাই বলে দিয়েছি। সেগুলো আর সত্যিই আমাকে টানে না। আপনারা যারা পড়েননি, তাড়াতাড়ি পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
তারাদাস বন্দ্যোপাধ্যায়ের এক অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক। পড়তে গিয়ে বারবার অবাক হতে হয়, শিহরিত হতে হয়। প্রতিটা গল্পে আলাদা একটা টান খুঁজে পাওয়া যায়। প্রকৃতি বড়ই রহস্যময়। তারানাথ তান্ত্রিক পড়তে গিয়ে বারবার এই কথাটাই মনে পড়ে। পড়া শেষে শুধু আফসোস থেকে যায়। ইশ যদি এখনি শেষ না হতো। কিছু কিছু বই পড়া শেষ হলে আবার পড়তে ইচ্ছে হয়। তারানাথ তান্ত্রিক এমনই একটা বই। যারা পড়েননি তারা আজই বইটি সংগ্রহ করুণ এবং দেরী না করে পড়া শুরু করুন।
Was this review helpful to you?
or
ভৌতিক গল্প যারা ভালোবাসেন তাদের জন্য বেস্ট বই এটি। আপনাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে সক্ষম এই বইটি। বইটিতে গল্পটি লেখক খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তা আপনাদের বিরক্তি তো দূরের কথা একবার পড়া শুরু করলে ছেড়ে উঠতে ইচ্ছে করবেনা। একটা অন্যরকম আকর্ষণ করবে গল্পটি। এরকম ভৌতিক রোমহর্ষক গল্প এটা ছাড়া আর পাওয়া যাবেনা না।
Was this review helpful to you?
or
এককথায় বলতে গেলে বইটি অসাধারণ। লেখক অনেক সুন্দরভাবে গল্পগুলোকে উপস্থাপন করেছেন। যারা আমার মত ভৌতিক, থ্রিলার, রহস্য পছন্দ করেন তারা এই বইটিকে নিশ্চয়ই তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। সত্য কথা বলতে বইটি একবার পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত অপেক্ষা করা সহজ ছিলো না।বইয়ের কিছু কিছু স্থানে রোমহর্ষক কান্ডকারখানা ছিলো যা অনেক উপভোগ করেছি। আমার মতে যারা এই ধরনের বই পছন্দ করেন তাদের একবার হলেও পড়া উচিত।
Was this review helpful to you?
or
Hamlet - এর সেই অমর বানী,"There are more things in heaven and earth" - আশাকরি এই কথার সাথে একমত হতে বাধ্য হবেন তারানাথ তান্ত্রিকের গল্পগুলি পড়ে।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর জাদুকরী কলমের কালিতে যে কয়টি অসামান্য চরিত্র সৃষ্টি করেছেন তারানাথ তান্ত্রিক তাদের মাঝে অন্যতম। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতা এই চরিত্রকে কেন্দ্র করে তিনি মাত্র দু'টি গল্প লিখেই দেহ ত্যাগ করেন। তবে তারানাথ তান্ত্রিক হারিয়ে যাননি। তাঁকে হারিয়ে যেতে দেয়া হয়নি। বিভূতিভূষণ এর যোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তার কলমে জীবিত রেখেছেন তারানাথ তান্ত্রিককে। আর তারানাথকে নিয়ে লিখা এই গল্প গুলিই সংকলিত হয়েছে এই বইয়ে,যার নাম "তারানাথ তান্ত্রিক"। বইয়ের প্রথমেই লেখক উল্লেখ করেছেন, এই কাহিনীগুলি তার চিন্তাপ্রসূত নয়,অভিজ্ঞতালব্ধ। আসুন এবার তারানাথ তান্ত্রিকের সাথে পরিচয় করিয়ে দেই। মানুষটির নাম তারানাথ চক্রবর্তী। লেখক এর চেয়ে প্রায় ২০ বছরের বড় হলেও তাদের পারস্পরিক সম্পর্ক বন্ধুর মতোই। অবশ্য সেখানে শ্রদ্ধাবোধটুকুও অটুট।তারানাথ চক্রবর্তী তান্ত্রিক হিসেবে আত্মপরিচয় অর্জনের লক্ষ্যে যাত্রা শুরু করেন সেই বাল্যকালেই। মানুষটার জন্মতিথিও নাকি অদ্ভুত। ছোট থেকেই সংসার এর মোহ বিবর্জিত ছিলেন। বয়সকালে তিনি গৃহ ত্যাগ করেন সাধনার উদ্দেশ্যে। উপযুক্ত গুরুর খোঁজে ঘুরে বেড়ান অজস্র জায়গায়। সম্মুখীন হন অসংখ্য ঘটনার, প্রত্যক্ষ করেন ব্যাখ্যাতীত নানা কাহিনী।লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায় ও তাঁর বন্ধু কিশোরী সেন অবসর সময়ে এক প্যাকেট সিগারেট নিয়ে হাজির হন তারানাথের বাড়িতে। শুরু হয় আড্ডা। তারনাথ বলতে থাকেন জীবনের বিচিত্র ও রহস্যময় অলৌকিক সব অভিজ্ঞতার কথা। আমি অনেক ভীতু মানুষ। তবুও নিষিদ্ধ আগ্রহ থেকেই হরর কাহিনী পড়তেই থাকি। এর আগে বেশ কিছু অনুবাদ এবং অল্পকিছু ব্যাখ্যাতীত কাহিনী পড়লেও একেবারে দেশী ভূতের গল্প বা অতিপ্রাকৃত শক্তির কাহিনী পড়লাম এই প্রথম। আর মজার কথা হচ্ছে এই ধরনের গল্প বা কাহিনী আমি এর আগে অনেক শুনেছি। বেশিরভাগ শুনেছি নানাভাইয়ের কাছে। কিছু শুনেছি মা'য়ের মুখে। আর বাণ মারা ব্যাপারটি তো প্রতিবেশীদের মাঝে নিজেই প্রত্যক্ষ করেছি। ভবিষ্যৎ বা অতীত বলার ঘটনাও খুব পরিচিত একটি ব্যাপার। আর এই সব কিছুর সমারোহ ঘটেছে তারানাথ তান্ত্রিকের গল্পগুলিতে। তন্ত্র-মন্ত্র এসবের ব্যাপারেও অনেককিছু জানা হলো। সবচেয়ে বড় কথা আমি ভয় পেয়েছি। আর তারাদাস বন্দ্যোপাধ্যায় এর লিখা অতি চমৎকার। এত সুন্দর আর সাবলীল লিখা দেখে এটাই মনে হয়েছে, "বাপ কা ব্যাটা"। বইটি পড়তে গিয়ে এক সময় কেন জানি ভালো লাগছিলোনা। মনে হচ্ছিলো ওভার রেটেড। পরে কিছুদূর এগিয়ে বুঝলাম এই ভালো না লাগার পেছনে আমার ভীতু মন একমাত্র কারণ। তবে পরবর্তীতে দিনের আলোয় পড়ে এই সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের দৃষ্টির অগোচরে হয়তো অনেক কিছুই ঘটে। কেউ কেউ তা অনুভব করতে পারেন। তারানাথ তান্ত্রিক সেই দলের একজন হয়ে আমাদের শুনাবেন তার অভিজ্ঞতার গল্পগুলি।আর সেসব রহস্যের জালে আটকে রোমাঞ্চিত হবো আমরা।
Was this review helpful to you?
or
তারাদাস বন্দ্যোপাধ্যায় এর একটি অনবদ্য চরিত্র 'তারানাথ তান্ত্রিক'। বইটার প্রায় সবগুলি গল্পই আমার ভাল লেগেছে। চরিত্রের উপস্থাপন, রম্য রস, সাথে ভৌতিক আবহ এর মিশ্রন খুবি চমৎকার। ভিন্ন স্বাদের বই পড়ার রুচি যাদের আছে, তাদের জন্য "অবশ্যই পড়বেন" তালিকাতে থাকার মত।