User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইংরেজী বিষয়ে আরও বিশদ জানতে ও ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের জন্য বই গুলি আমাকে খুব সহায়তা করেছে। আন্তরিক ধন্যবাদ জানাই লেখকগণকে ও রকমারীকে।
Was this review helpful to you?
or
nice one
Was this review helpful to you?
or
This book was so valuable for me
Was this review helpful to you?
or
অবশ্যই দারুণ একটি বই। স্পিকিং ইংলিশে ফ্লুয়েন্সি আনতে অবশ্য পাঠ্য।
Was this review helpful to you?
or
বইটা মোটামুটি
Was this review helpful to you?
or
কথা বলা আর সাবলীলভাবে কথা বলা এক কথা নয়। আবার গড়গড় করে ফড়ফড়িয়ে কথা বললেই সাবলীলভাবে বলা হয় না। সাবলীলভাবে কথা বলা বলতে আসলে কি বোঝায়? - নাহ্! সাবলীলভাবে কথা বলা বলতে আসলে কি বোঝায় সেটা বোঝানো Fluency Formulas in English বইয়ের বিষয়বস্তু নয়। সাবলীলভাবে কথা কিভাবে বলতে হয় তার উপায় বাতলে দেয়াই এই বইয়ের লক্ষ্য। - আমরা যখন কোনো অভিজ্ঞজনকে জিজ্ঞেস করি কিভাবে সাবলীলভাবে কথা বলব? তখন প্রায় সবাই এক বাক্যে বলে ওঠে বেশি বেশি চর্চা করুন। বেশি বেশি কথা বলুন। তাঁদের পরামর্শ শিরোধার্য। কিন্তু প্রশ্ন একটা কিন্তু থেকেই যায়! কিভাবে চর্চা করতে হবে বা চর্চার পদ্ধতিটা আসলে কি হবে? এ প্রশ্নের জবাবে প্রায় সব কবিই নিরব। - নাহ্! ৩৫০টিরও অধিক গ্রন্থের প্রণেতা S M Zakir Hussain কখনই তাঁর পাঠকদেরকে পদ্ধতি ও পদ্ধতির ভেতরের রহস্যকে জানিয়ে দিতে কার্পণ্য করেননি। শুধুমাত্র জানানোই নয় একেবারে হাতে ধরে প্রশিক্ষণও দিয়েছেন ঘনিষ্ট বন্ধুর মত তাঁর বইগুলোর মাধ্যমে। শিক্ষার্থীদেরকে হাতে ধরে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা শেখানোর জন্য বেশ কিছু জনপ্রিয় বই বাজারে রয়েছে এই স্বনামধন্য লেখকের। যেমন- ১. How to Speak English Fluently-book 1,2,3 2. Natural Spoken English 3. Effective Listening and Smooth Pronunciation 4. Tough English made Simple 5. A High Level English Course- 1, 2, 3 ইত্যাদি। - প্রতিটি বই-ই অনন্য পদ্ধতিতে ভরপুর। প্রতিটা বই-ই অনন্য। প্রতিটি বইয়েই তুলে ধরা হয়েছে ও প্রশিক্ষণ দেয়া হয়েছে ভিন্ন ভিন্নভাবে সাবলীলতা অর্জনের পদ্ধতি। বলা বাহুল্য প্রতিটি পদ্ধতিই সাবলীলতা অর্জনের জন্য অতি আবশ্যক। - Fluency Formulas in English বইটিতে লেখক মূলত একটি বিশেষ Formula কে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন প্রায়:শই একটা সমস্যা হয়। তা হলো যে মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছি ঠিক ঐ মনের ভাবটা যথাযথভাবে প্রকাশ করার জন্য যে বাক্য কাঠামো দরকার সেটা হঠাৎ মনে আসতে চায় না। আবার আমরা যদি ঐ নির্দিষ্ট মনের ভাব প্রকাশের জন্য একই ধরনের বাক্য কাঠামো জেনে থাকি তবে বার বার ঐ একই কাঠামো দিয়েই কথা বলতে হয়। একই স্টাইলে বার বার কথা বললে তা শ্রোতার কাছে বিরক্তির কারণ হতে পারে। এটাও সাবলীলতার পথে বিশেষ বাধা। - এই বাধা দূর করার জন্যই লেখক আলোচ্য বইটিতে উপস্থাপন করেছেন একটা Formula। সেটা হলো একই ধরনের মনের ভাব প্রকাশ করার জন্য একাধিক ভিন্ন ভিন্ন বাক্য কাঠামো তৈরি করে দেয়া। পাঠকরা আগে থেকেই একাধিক বাক্য কাঠামো(expression) গুলোকে আগে থেকেই আয়ত্ব করে রাখলে কথা বলার সময় কোনো নির্দিষ্ট বাক্য কাঠামো ভুলে গেলেও কথা বলা আটকে থাকবে না। চলবে কথা নন-স্টপ। কারণ বিকল্প অন্য একাধিক বাক্য কাঠামো তো তার প্রস্তুত করাই আছে। আবার ঘুরে ফিরে বার বার একই expression ব্যবহারও করতে হবে না। কথা হবে সাবলীল। - বইটিকে দু’টি অধ্যায়ে ভাগ করা হয়েছে: ১. Part One Mutli-Fluency The Magic Technique of Non-Stop Speaking - এই অধ্যায়েই মূলত Fluency Formula –র প্রয়োগ করা হয়েছে। অধ্যায়টা যথাযথভাবে অনুশীলনের মধ্য দিয়ে পাঠক তার সাবলীলতার ধাপকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই রিভিউদাতার অভিমত। - কোনোক্রমেই আমি এ ঘটতে দিতে পারি না- পৃ: ২৮ 1. I can let it happen in no way. 2. In no way can I let it happen.(জোর দিয়ে বলা হচ্ছে) 3. I can’t let it happen in any way. 4. I am not the person to let it happen. 5. I am determined not to let it happen. - লোকটা ঐখানে কী করছে? পৃ: ১ 1. What’s the man doing over there? 2. What’s the man doing — over there? 3. What’s he doing? – the man over there? 4. The man over there – what’s he doing? 5. I can see a man over there – what’s he doing? 6. I can see a man doing something over there – what’s he doing? 7. What’s he doing over there -- that man? - তুমি কেন এখানে এসে আমাকে সাহায্য কর না? Page- 1 1. Why don’t you come here and help me? 2. Would you please come here and help me? 3. Please will you come here and help me? 4. Please come here and help me – will you? 5. I request you to come here and help me. 6. Can I have your help? 7. I hope you’ll help me, won’t you? 8. May I expect you to help me? 9. Would you mind giving me a (helping) hand? 10. I would be obliged to be able to receive your help.(আপনার সাহায্য পেলে বাধিত হব) 11. I need your help – will you be so kind? 12. Will you be so kind as to help me? - নিকটবর্তী পুলিশ স্টেইশনে কিভাবে যেতে পারি? 1. How can I go to the nearby police station? 2. Will you tell me how I can go to the nearby police station? 3. I want to go to the nearby police station- how can I go there? 4. Would you please tell me how to go to the nearby police station? 5. The nearby police station – how can I go there, please? 6. Would you please show me the way to the nearby police station? 7. Would you show me the way? – I want to go to the nearby police station. - এছাড়াও প্রতিটি ফর্মিউলার সাথে রয়েছে অনুশীলনী। সেখানেও পাবেন অনেক expression যেগুলো অনুশীলন করতে করতে আপনি ঐ ফর্মিউলায় দক্ষ হয়ে যাবেন। 2. Part Two Aphorisms New Tongue in the Old Mouth এ অধ্যায়ে বেশ কিছু সংখ্যক Aphorism (প্রবচন) দেয়া আছে। যেমন- A bad beginning makes a good ending. যার শুরু খারাপ তার শেষ ভালো। - A hungry man is an angry man ক্ষুধাই ক্রোধের উৎস। - A good husband makes a good wife. স্বামী ভালো হলে স্ত্রীও ভালো হয়। - A man is debt is caught in a net. ঋণী লোক জালে বাঁধা বইটি কেন পড়া উচিত: ========================== ভাষা প্রকাশে সাবলীলতা আনয়নের জন্য চর্চা প্রয়োজন। কিন্তু যেনতেনভাবে চর্চা করলে সফলতা হয় বিড়ম্বিত এবং বিলম্বিত। তাই চর্চা হতে হবে কার্যকর পদ্ধতিতে। সেই কার্যকর পদ্ধতিটিই আপনার হাতে তুলে দিচ্ছে Fluency Formulas in English। তাহলে এবার বলুন পড়বেন নাইবা কেন এই বইটি? . পাঠ প্রতিক্রিয়া: ================== S M Zakir Hussain এর ইংরেজি ভাষা শিক্ষার বইকে ৫/৫ রেটিং না দিয়ে উপায়ই নাই। ওভাররেটিং করার নিয়ম থাকলে তা করতাম। যে লেখক শুধু শেখান না, হাতে ধরে ধরে মুখে তুলে খাইয়ে দেন সে লেখককে আর তার বইকে ওভাররেটিং না করে উপায় আছে? - ইংরেজি জানেন কিন্তু সাবলীলতা আনতে পারছেন না তাদের জন্য এই বইটি চর্চার একটা কার্যকর মাধ্যম হতে পারে।